Alipurduar: ভিটেমাটি হারানোর আশঙ্কায় নো ম্যানস্ ল্যান্ডের বাসিন্দারা!

Last Updated:

ভুটান সীমান্তে নতুন করে জমি জরিপের কাজ শেষ। ভাঙা পড়তে পারে জয়গাঁর চাইনিজ লাইনের ২০ টি বাড়ির বারান্দা, দোকানঘর।

+
title=

#আলিপুরদুয়ার : ভুটান সীমান্তে নতুন করে জমি জরিপের কাজ শেষ। ভাঙা পড়তে পারে জয়গাঁর চাইনিজ লাইনের ২০ টি বাড়ির বারান্দা, দোকানঘর।দুশ্চিন্তায় নাওয়া-খাওয়া উঠে গিয়েছে এলাকাবাসীদের। জয়গাঁ ঝর্ণাবস্তির চাইনিজ লাইনের রাস্তার শেষে রয়েছে ভারতের ৭০ নম্বর বর্ডার পিলার। এলাকা দিয়ে প্রবেশ করলে বা-হাতে পরে ভারত আর ডান হাতের অংশে পরে ভুটান। ওই দেশের বাসিন্দাদের মুখ সকাল সন্ধ্যা দেখতে পেতেন এপারের মানুষেরা। ভুটানের নাগরিক নয়, বরং প্রতিবেশি হিসেবেই জয়গাঁর বাসিন্দারা তাদের দেখেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই সপ্তাহ আগে ভুটানের প্রতিনিধি সঙ্গে জয়গাঁ থানার পুলিশকে নিয়ে চাইনিজ লাইন এলাকায় আসেন।
 
 
advertisement
রাস্তার বিভিন্ন অংশে লাল রঙ দিয়ে ক্রস মার্ক করে দেওয়া হয়। কোনো লিখিত নোটিশ না দিয়ে স্থানীয় বাসিন্দাদের মৌখিকভাবে ভুটানের তরফে জানানো হয়দেশের পক্ষ থেকে এলাকায় প্রাচীর তোলা হবে।রাস্তার পাশে যেখানে মার্ক করা হয়েছে সেদিক দিয়েই যাবে প্রাচীরটি।তাই মার্কিং করা অংশে যাদের ঘরবাড়ি আছে তা নিজেদের ভেঙে ফেলতে হবে। নাহলে ভুটানের পক্ষ থেকে তা ভেঙে দেওয়া হবে প্রাচীর তোলার সময়। কারণ মার্কিং করা জায়গাগুলি ভুটানের জমি। এই বিষয়টি শোনার পর ঘুম উড়েছে সারকি বর্মণমহঃ ইকবালদের।
advertisement
 
কারণ এলাকায় অবস্থিত 20 টি বাড়ির কিছু অংশ ভুটানের জায়গায় পড়েছে।এমনিতে রাস্তাটি আনুমানিক 00 মিটার দীর্ঘ।চওড়া আনুমানিক মিটার। মার্কিং হিসেবে দেখতে হলে ভূটানে চার মিটারের বেশি অংশ চলে যাচ্ছে। চাইনিজ লাইনের চলাচলের রাস্তা আর থকছে না। চলাচল করতে হলে ব্যবহার করতে হবে প্রগতি টোলের সরু গলিটি। যা দিয়ে কমপক্ষে 20 মিনিট ঘুরে গেলে মিলবে জয়গাঁ শহরের রাস্তা।
advertisement
 
এলাকাবাসীরা জানান, \"0 বছর ধরে এলাকায় আছি। ঘর তৈরি করলাম। সেসময় ভুটানের পক্ষ থেকে মানা করা হল না কেন? এখন এভাবে আমাদের নিজেদের ঘর ভেঙে ফেলতে বলা হচ্ছে ভুটানের তরফে। আমরা মানছি না। ভুটানের মার্কিং অনুসারে আমার ঘরের সামনে দোকান ভাঙা পড়বে। ক্ষতিপূরণের কথা পর্যন্ত বলা হল না আমাদের। এলাকায় 0 জনের মতো রয়েছি। কোথায় গিয়ে দাঁড়াব আমরা।\" চাইনিজ লাইন এলাকার বিষয়ে কালচিনি পঞ্চায়েত সমিতির সভাধিপতি অরুনা পরিয়র জানান,\"ব্লক ভূমি ভূমি রাজস্ব দফতরের আধিকারিককে নিয়ে এলাকায় যাওয়া হবে।এবং জমির মাপ পুনরায় করা হবে।\"
advertisement
 
 
 
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar: ভিটেমাটি হারানোর আশঙ্কায় নো ম্যানস্ ল্যান্ডের বাসিন্দারা!
Next Article
advertisement
West Bengal Weather Update: সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
  • সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি

  • দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement