Alipurduar: নেই সেতু! অগত্যা ঝুঁকি নিয়েই জয়ন্তী নদী পারাপার!
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
আলিপুরদুয়ার দুই নং ব্লকের জয়ন্তী নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে সরব এলাকার বাসিন্দারা। সেতু না থাকায় চরম অসুবিধার মুখে মাঝেরডাবরী গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা।
#আলিপুরদুয়ার : আলিপুরদুয়ার দুই নং ব্লকের জয়ন্তী নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে সরব এলাকার বাসিন্দারা। সেতু না থাকায় চরম অসুবিধার মুখে মাঝেরডাবরী গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। জয়ন্তী নদীর ওপর সেতু না থাকায় প্রতিনিয়ত সমস্যা পোহাতে হয় এই গ্ৰাম পঞ্চায়েতের বাসিন্দাদের। জয়ন্তী নদীর ওপর সেতু তৈরির প্রতিশ্রুতি মেলে বছরের পর বছর। তবে সেতু তৈরির কাজ যে শুরু হয়নি এমন বিষয় নয়। প্রায় তিন বছর পূর্বে জয়ন্তী নদীর ওপর সেতু নির্মাণের কাজ শুরু হয়েছিল। কিন্তু সামান্য কাজ হয়েই সেতু নির্মাণের কাজ বন্ধ হয়ে যায়। কেন সেতু নির্মাণের কাজ বন্ধ হল সেই কারণটি অজানা। সেতু নির্মাণের কাজ শীঘ্রই শুরু করার আবেদন এলাকার বাসিন্দাদের।
advertisement
জয়ন্তী নদীতে বর্ষার সময় জল ভরে থাকে। এই নদী পার করে শামুকতলায় যাওয়া মুশকিল হয়ে দাঁড়ায় এলাকাবাসীদের কাছে। আর বৃষ্টি না থাকলে নদীতে জলের পরিমাণ কমলেও স্রোত বেশি থাকে। হাটুজল ভেঙে নদীর ওপারে যেতে হয় মাঝেরডাবরী গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের। এই গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের অফিস, স্কুল আদালত, হাট বাজার করতে নদী পেরিয়ে শামুকতলা আসতে হয়।
advertisement
বাসিন্দারা জানান নদীতে জল বেড়ে যোগাযোগ বন্ধ হয়ে যায়। সেসময় না খেয়েই দিন কাটাতে হয় তাদের। নদীর ওপর সেতু না থাকায় বেশিরভাগ মানুষকেই দেখা যায় কাঁধে সাইকেল তুলে নদী পার হতে। সবচেয়ে বেশি সমস্যা হয় শামুকতলায় হাট যেদিন বসে। সেদিন মাঝেরডাবরী গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে অনেক মানুষ যান হাটে ব্যবসা করতে।
advertisement
মাথায় জিনিসপত্র নিয়ে নদী পারাপার করতে গিয়ে তারা দেখতে পান হয়তো সামগ্রী নষ্ট হয়েছে। নয়তো বেশিরভাগ সামগ্রী নদীর জলে ভেসে গিয়েছে। এভাবে ব্যবসায় ক্ষতি হয় তাদের। স্কুল,কলেজ পড়ুয়ারা বিরক্ত হয়ে গিয়েছে নদী পাড় করে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে। প্রশাসনের কাছে এলাকাবাসীরা অনুরোধ জানিয়েছেন জয়ন্তী নদীতে বাঁধ নির্মানের জন্য।
advertisement
Annanya Dey
view commentsLocation :
First Published :
August 22, 2022 6:06 PM IST