Alipurduar: কোচিং দিতে কালচিনিতে শুরু হল 'পুলিশ বন্ধু'-র পথ চলা

Last Updated:

কালচিনি ব্লকের জয়গাঁর পর এবার কালচিনিতেও জেলা পুলিশের উদ্যোগে উদ্বোধন হল 'পুলিশ বন্ধু' কোচিং সেন্টারের।

+
title=

#আলিপুরদুয়ার : কালচিনি ব্লকের জয়গাঁর পর এবার কালচিনিতেও জেলা পুলিশের উদ্যোগে উদ্বোধন হল 'পুলিশ বন্ধু' কোচিং সেন্টারের। বিভিন্ন সরকারি পরীক্ষা দিতে আগ্রহী পড়ুয়াদের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে এভাবেই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এদিন উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী, এএসপি কুন্তল ব্যানার্জী, কালচিনি ওসি টিএন লামা, সিআই পার্থ সারথি চন্দ্র সহ প্রমুখ। এ বিষয়ে পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানান, 'সপ্তাহে পাঁচদিন এখানে ক্লাস হবে এবং কোচিং ক্লাসটি আপাতত ভার্চুয়ালি হবে।পরবর্তীতে শিক্ষকদের কালচিনিতে এনে ক্লাস নেওয়ার পরিকল্পনা নেওয়া হবে।তবে এই মুহুর্তে বীরপাড়া থেকেই শিক্ষকরা ক্লাস নেবেন।\"
 
 
advertisement
বস্তুত চা বলয় অধ্যুষিত এলাকার পড়ুয়ারা যাতে সরকারি চাকরির পরীক্ষার কোচিং নিতে শিলিগুড়ি,কোচবিহার না যেতে হয়।তার জন্য এই কোচিং সেন্টারের আয়োজন করা হয়েছে।এর আগে জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটি দফতরের একটি ঘরে আলিপুরদুয়ার জেলা পুলিশ প্রশাসনের তরফে বিনামুল্যে সরকারি কোচিং সেন্টারের উদ্বোধন হয়েছে। পুলিশের এই উদ্যোগ পুলিশ বন্ধু নামেই পরিচিত। বিভিন্ন সরকারি পরীক্ষা দিতে আগ্রহী পড়ুয়াদের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে এভাবেই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
advertisement
 
এর আগে বীরপাড়ায় জেলা পুলিশের পক্ষ থেকে কোচিং দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। ভারত-ভুটান সীমান্তবর্তী এলাকায় জয়গাঁয় সরকারি পরীক্ষার কোচিং দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না। যার ফলে পড়ুয়াদের অন্যত্র যেতে হত কোচিং নিতে। আবার অনেকের স্বপ্ন পূরণ হত না। কোচিং ভার্চুয়ালি হবে বলে পুলিশ সূত্রে খবর।বীরপাড়াতে প্রধান কোচিং সেন্টারটি থাকছে। সেখান থেকে ভার্চুয়ালি জয়গাঁর কোচিং সেন্টার চলবে।
advertisement
 
আপাতত ২০ জন পড়ুয়া নিয়ে চলছে কোচিং। চা বাগানের শ্রমিক পরিবারের ছেলেমেয়েদের,আদিবাসী পড়ুয়াদের এগিয়ে যাওয়ার জন্যে এমন উদ্যোগ পুলিশের। বীরপাড়ায় পুলিশ বন্ধু কোচিং সেন্টারটি ব্যাপক সাড়া ফেলার পরই আন্তর্জাতিক সীমান্তের শহর জয়গাঁয় এই কোচিং সেন্টারের শাখা শুরুর পরিকল্পনা নেওয়া হয়। কালচিনিতে পুলিশ বন্ধু কোচিং সেন্টারে কোচিং নিতে আসা পড়ুয়ারা খুব খুশি।তারা জানিয়েছে,কোচিং সেন্টারের পাশাপাশি নিজেরাও কঠোর পরিশ্রম করে সরকারি পরীক্ষায় সফল হবে।
advertisement
 
 
 
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar: কোচিং দিতে কালচিনিতে শুরু হল 'পুলিশ বন্ধু'-র পথ চলা
Next Article
advertisement
West Bengal Weather Update: সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
  • সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি

  • দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement