Bengaluru News: বেঙ্গালুরুতে ভয়াবহ ঘটনা, বাড়িতে ঢুকে বাঙালি মহিলাকে গণধ*র্ষণ! স্বামী-ছেলেকে ব্যাপক মারধর, হল ডাকাতিও

Last Updated:

Bengaluru News: মঙ্গলবার রাত সওয়া বারোটা নাগাদ নির্যাতিতার বাড়িতে এসে কড়া নাড়ে তিন মদ‍্যপ ব্যক্তি। তারপর...

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
বেঙ্গালুরু: ভয়াবহ ঘটনা বেঙ্গালুরুতেবাড়িতে ঢুকে কলকাতার বাঙালি মহিলাকে গণধর্ষণসন্দেহভাজন পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে, বেঙ্গালুরু জেলা পুলিশের অধীনে Gangondanahalli এলাকায়। যেটা Madanayakanahalli পুলিশ স্টেশনের অন্তর্গত।
advertisement
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, মঙ্গলবার রাত সওয়া বারোটা নাগাদ নির্যাতিতার বাড়িতে এসে কড়া নাড়ে তিন মদ‍্যপ ব‍্যক্তিবাড়িতে ঘুমন্ত অবস্থায় ছিলেন তাঁর স্বামী এবং চার বছরের ছেলেও। তিনজন নিজের পরিচয় দেয় পুলিশের ইনফরমার বলে। অভিযোগ করেন, মহিলা ওই বাড়িতে মধুচক্র চালান এবং ড্রাগস বিক্রি করেন।
advertisement
advertisement
মহিলা দরজা খুলতেই তারা চড়াও হয় মহিলার উপর। স্বামী এবং ছেলেকে ক্রিকেট ব‍্যাট দিয়ে মারধর করে এবং বেঁধে রেখে মহিলাকে অন‍্য ঘরে নিয়ে গিয়ে দফায় দফায় ধর্ষণ করে। বাড়ি থেকে প্রায় ২৬ হাজার টাকা এবং মোবাইল ফোন লুঠ করে পালায় ঘণ্টা দুয়েকের মধ্যে। মহিলার ছেলে কোনও রকমে পুলিশ হেল্প লাইনে ফোন করে পুলিশকে খবর দেয়।
advertisement
এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মূল অভিযুক্ত মিখুন এখনও ফেরার। অভিযুক্তরা সবাই স্থানীয় বাসিন্দা। মহিলা হাসপাতালে চিকিৎসাধীন। ছেলে এবং স্বামীর চিকিৎসা চলছে নিমহ‍্যানস হাসপাতালে। আজ পুলিশ সবার স্টেটমেন্ট রেকর্ড করবে। মহিলার বয়স ৩৪। তিনি বেঙ্গালুরুতে একটি পার্লারে কাজ করেন। এখনও পর্যন্ত জানা গিয়েছে তিনি কলকাতার বাসিন্দা।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bengaluru News: বেঙ্গালুরুতে ভয়াবহ ঘটনা, বাড়িতে ঢুকে বাঙালি মহিলাকে গণধ*র্ষণ! স্বামী-ছেলেকে ব্যাপক মারধর, হল ডাকাতিও
Next Article
advertisement
SSKM নিয়ে বিরাট পরিকল্পনা মমতার! 'অন্ধকারে অনেক বদমাশ যেমন গাছতলায় বসে থাকে'... ব্যবস্থা নেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর
SSKM নিয়ে বিরাট পরিকল্পনা মমতার! অন্ধকারে বিপদের আশঙ্কা ঘুচবে, আশ্বাস মুখ্যমন্ত্রীর
  • মমতা বন্দ্যোপাধ্যায় SSKM হাসপাতালের নিরাপত্তা ও পরিষেবা উন্নতির আশ্বাস দিয়েছেন.

  • নতুন ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক প্রকল্পের উদ্বোধন করলেন মমতা, বিনামূল্যে চিকিৎসা পাবেন মানুষ.

  • SSKM-এ অরগ্যান ব্যাঙ্ক স্থাপনের পরিকল্পনা, ভবিষ্যতে হার্ট ও কিডনির ব্যাঙ্কও হবে.

VIEW MORE
advertisement
advertisement