Indian Railways: অসমের রেললাইনে ভয়াবহ বিস্ফোরণ! উড়ল রেললাইনের অংশ, বিরাট কোনও নাশকতার ছক? গভীর রাতে যা ঘটল, শুনে চমকে উঠবেন

Last Updated:

Indian Railways: নাশকতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রেললাইনের আশেপাশের এলাকার মানুষজন রাতে বিকট শব্দ শুনতে পান।

ভয়াবহ ঘটনা অসমে
ভয়াবহ ঘটনা অসমে
গুয়াহাটি: অসমে ভয়াবহ বিস্ফোরণ। উত্তর-পূর্ব সীমান্ত রেলের কোকরাঝাড় ও সালাকাঠি স্টেশনের মধ্যে গভীর রাতে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় আপ লাইনের একটা অংশ। জানা গিয়েছে, বুধবার রাত ১টা নাগাদ এই ঘটনাটি ঘটে। এর জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে রেললাইন।
নাশকতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রেললাইনের আশেপাশের এলাকার মানুষজন রাতে বিকট শব্দ শুনতে পান। একাধিক বাড়িও কেঁপে ওঠে বলে খবর। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা বলেন, ‘গোটা বিষয়টির তদন্তের ভার অসম পুলিশকে দেওয়া হয়েছে। আমরা বৃহস্পতিবার ভোর ৫টার মধ্যে ট্রেন চলাচল ফের স্বাভাবিক করতে পেরেছি।’
advertisement
advertisement
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বোমা বিস্ফোরণ হয়েছে রেল লাইনে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF)জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে অসমের কোকড়াঝড়ে বড়সড় এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। রাত প্রায় ১টা নাগাদ সালাকাটি ও কোকরাঝাড় স্টেশনের মধ্যে দিয়ে যাচ্ছিল ‘আপ আজারা সুগার’ একটি মালগাড়ি। সেই সময়ই ট্রেনের ম্যানেজার একটি তীব্র ঝাঁকুনি অনুভব করেন। দ্রুত তিনি ট্রেন থামানোর নির্দেশ দেন। এরপর খবর দেওয়া হয় রেলপুলিশে। পরীক্ষা করে দেখা যায়, রেললাইনের একটি অংশ ও স্লিপার বিস্ফোরণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার জেরে প্রায় ৮টি ট্রেন দেরিতে চলেছে। তবে, এরপর ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
advertisement
অসমে রেললাইনে বিস্ফোরণ নতুন কোনও ঘটনা নয়। এর আগে একাধিকবার গ্রেনেড বিস্ফোরণ হয়েছে। এমনকী যাত্রী বোঝাই চলন্ত ট্রেনেও আইইডি বিস্ফোরণ ঘটেছিল। তবে এবার রেললাইনে বিস্ফোরণের ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railways: অসমের রেললাইনে ভয়াবহ বিস্ফোরণ! উড়ল রেললাইনের অংশ, বিরাট কোনও নাশকতার ছক? গভীর রাতে যা ঘটল, শুনে চমকে উঠবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
  • সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি

  • দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement