হোম /খবর /আলিপুরদুয়ার /
ইউপিএসসিতে সফল! চা বলয়ের দিন মজুরের ছেলের অনন্য নজির

Alipurduar: ইউপিএসসিতে সফল! চা বলয়ের দিন মজুরের ছেলের অনন্য নজির

X
title=

চা বলয় অধ্যুষিত এলাকা কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ থেকে ইউপিএসসি পরীক্ষায় সফল হয়ে এলাকার বাকি ছাত্র-ছাত্রীদের কাছে এক নতুন উদাহরণ তৈরি করলো রোহিত শা।

  • Share this:

#আলিপুরদুয়ার : চা বলয় অধ্যুষিত এলাকা কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ থেকে ইউপিএসসি পরীক্ষায় সফল হয়ে এলাকার বাকি ছাত্র-ছাত্রীদের কাছে এক নতুন উদাহরণ তৈরি করলো রোহিত শা। তার বয়স ২৫ বছর। সে হ্যামিল্টনগঞ্জের নেতাজিপল্লীর বাসিন্দা।রোহিতের বাবা একসময় পেশায় দিনমজুর ছিলেন। তবে, এখন তাকে আর কোনো কাজ করতে হয় না। কারন রোহিতের দুই দাদাই বর্তমানে প্রতিষ্ঠিত। দুজনেই বর্তমানে পেশায় শিক্ষক। এরপর সম্প্রতি ইউপিএসসি পরীক্ষায় সফল হয়ে ইনফোর্সমেন্ট অফিসার হয়েছে রোহিত। তার এই সাফল্যে তার পরিবারের পাশাপাশি তার এলাকার বাসিন্দারাও গর্বিত।

রোহিত ব্লকের লতাবাড়ি হিন্দি হাইস্কুলের ছাত্র ছিলেন। উচ্চমাধ্যমিক পাস করার পর সে বেনারস হিন্দি ইউনিভার্সিটি থেকে ২০১৭ সালে স্নাতকোত্তর পাশ করেছে। এরপর সে ইউপিএসসির প্রস্তুতির জন্য দিল্লি চলে যায়। এর মাঝে দুবছর করোনা পরিস্থিতিতে তাকে বাড়িতে চলে আসতে হয়, তবে সে নিজের লক্ষ্য থেকে সরেনি। বাড়িতেই ইউপিএসসির প্রস্তুতি চালিয়েছিল সে। অবশেষে ৫ সেপ্টেম্বর ২০২১ সালে সে পরীক্ষা দেয় এবং গত ১২ ই আগস্ট তার রেজাল্ট বের হয়।

আরও পড়ুনঃ সার্ভিস রিভলভার থেকে গুলি! আত্মঘাতী জেডিএ চেয়ারম্যানের দেহরক্ষী

জানা গিয়েছে, মোট ৯ লক্ষ পরীক্ষার্থীদের মধ্যে ২৭৩ নম্বর র‍্যাঙ্ক এসেছিল রোহিতের। এ বিষয়ে রোহিত জানায়, 'মধ্যবিত্ত পরিবারের ছেলে হয়েও পরিবারের সমর্থনে আজ এই জায়গায় পৌঁছতে পেরেছি। পরিবারের সকলেই আমার পাশে ছিল। আর্থিক অসুবিধার কারনে আমি ইউপিএসসি পরীক্ষার জন্য কোনো প্রশিক্ষণেও ভর্তি হয়নি, নিজেই প্রস্তুতি নিয়েছি।'

আরও পড়ুনঃ মুল্যবৃদ্ধির সময়ে বাড়েনি ইএলপি! অভিযোগে সরব চা বাগান শ্রমিকরা

সে জানায়, 'আমাদের এই চা বাগান অধ্যুষিত এলাকায় ছেলে-মেয়েদের আত্মবিশ্বাস কম রয়েছে, নাহলে এই এলাকা থেকেও অনেক উঁচু জায়গায় পৌঁছতে পারে। তবে এলাকার ছেলে-মেয়েদের আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে তা দিয়ে সাহায্য করবো।' রোহিতের বাবা বদ্রি শা বলেন, 'আমার তিন ছেলেই এখন ভালো জয়গায় পৌঁছেছে। সকলকেই কষ্ট করে মানুষ করেছি। এর থেকেই প্রমাণ হয় যে কষ্ট না করলে সফলতা পাওয়া যায় না।'

Annanya Dey
Published by:Ananya Chakraborty
First published:

Tags: Alipurduar, UPSC