নিউটাউনে ব্যবসায়ী খুন তদন্তে জিও ম্যাপিং। সোনা ব্যবসায়ী খুনের তদন্তে আগেই পুনর্নির্মাণ। অভিযুক্তদের নিয়ে পুনর্নির্মাণের পর জিও ম্যাপিং। ড্রোনের মাধ্যমে জিও ম্যাপিং বিধাননগর পুলিশের। দত্তাবাদ থেকে নিউটাউনের রাস্তা ধরে জিও ম্যাপিং। BDO-র ফ্ল্যাট হয়ে দেহ উদ্ধারের জায়গাতেও জিও ম্যাপিং। নতুন করে নমুনা সংগ্রহ ফরেনসিকেরও। নিউটাউনে রাজগঞ্জের BDO-র ফ্ল্যাট থেকেও নমুনা।