নতুন রূপে হাওড়া রেল স্টেশন! কোন প্ল্যাটফর্মে কী কী বদল? বাড়বে ট্রেন?
- Published by:Tias Banerjee
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
ট্রেন চলাচলে আসবে নিয়মানুবর্তিতা ? যাত্রীদের সুবিধা হবে প্রতিশ্রুতি রেলের।
কলকাতা: দৈর্ঘ্য কম হওয়ার জন্য ১৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে এত দিন সর্বাধিক ১২ কোচের লোকাল ট্রেন চলত। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধির কাজ হয়ে গেলে সেখান থেকে ২২ বা ২৪ কোচের দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনও ছাড়তে পারবে। তবে রেকর্ড সময়ের মধ্যে ১৫ নম্বর প্ল্যাটফর্ম রেডি করে ফেলল হাওড়া ডিভিশন।
advertisement
পাশের ১৬ নম্বর প্ল্যাটফর্ম মূলত সেলুন কারের জন্য ব্যবহার করা হত। সেটির কাজ শেষ হলে ১৬ নম্বর প্ল্যাটফর্মকে আপৎকালীন পরিস্থিতিতে অ্যাকসিডেন্ট রিলিফ ট্রেন চালানোর জন্য ব্যবহার করা হবে। সেলুন কারের জন্য ৮ নম্বর প্ল্যাটফর্ম ব্যবহার করা হবে।
advertisement
হাওড়ার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সঞ্জীব কুমার সম্প্রতি ওই প্ল্যাটফর্ম পরিদর্শন করেন। তিনি জানিয়েছেন, কাজের ক্ষেত্রে সর্বোচ্চ গুণমান বজায় রেখে দ্রুত কাজ সম্পূর্ণ করার চেষ্টা চলছে। ওই দুই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধির কাজ হয়ে গেলে দূরপাল্লার ট্রেন চালানোয় অনেকটা সুবিধা হবে। যাত্রী স্বাচ্ছন্দ্য সংক্রান্ত একাধিক পরিকাঠামোর সম্প্রসারণও সম্ভব হবে।দেশের মধ্যে সর্বাধিক ২৩টি প্ল্যাটফর্ম রয়েছে এই স্টেশনে। দিনে দশ লক্ষেরও বেশি যাত্রীর যাতায়াত। গোটা দেশের অন্যতম ব্যস্ত রেল স্টেশন হাওড়া। স্টেশনটির পরতে পরতে ইতিহাস।
advertisement
বর্তমানে রোজ ৪৫০ সাবার্বান এবং ১০৭টি দূরপাল্লার ট্রেন এখান থেকে চলাচল করে।স্টেশনটির ১ থেকে ১৫ নম্বর প্ল্যাটফর্ম রয়েছে ওল্ড কমপ্লেক্সে আর ১৭ থেকে ২৩ নম্বর প্ল্যাটফর্ম আছে নিউ কমপ্লেক্সে। তবে এটা হয়তো অনেকেরই অজানা যে, এই স্টেশনে ১৬ নম্বর প্ল্যাটফর্মই নেই।১৯০৫ সালে সাত প্ল্যাটফর্ম দিয়ে শুরু হয়। ১৯৮৪ সালে ১৫। ১৯৯২ সালে নতুন টার্মিনাল তৈরি হয় এই স্টেশনের। ২০০৯ সালে প্ল্যাটফর্মের সংখ্যা বেড়ে হয় ২৩। অন্যদিকে এই প্ল্যাটফর্মগুলি চওড়া হলে সেই কষ্ট অনেকটা লাঘব হবে বলে মনে করছেন পূর্ব রেল কর্তৃপক্ষ। কারণ বড় সমস্যা হয় যখন লোকাল ট্রেন প্লাটফর্ম না পেয়ে দীর্ঘক্ষণ ইয়ার্ডে দাঁড়িয়ে থাকতে হয়।
advertisement
তার জেরে লোকাল ট্রেন কখনও ধীরগতিতে বা কখনও নির্ধারিত সময়ের দেরিতে প্লাটফর্মে ঢোকে। আর তাতে অফিসযাত্রীরা সমস্যায় পড়েন।প্ল্যাটফর্ম নম্বর ১৫ ও ১৬ এখন দৈর্ঘ্য ৩০০ মিটার। সেটাই বেড়ে হচ্ছে ৫৯০ মিটার।রেল মন্ত্রকের লক্ষ্যমাত্রা অনুযায়ী, ২০২৫ সালের মার্চ মাসের মধ্যে দেখা যাবে নয়া হাওড়া স্টেশনকে। ইতিমধ্যেই হাওড়া স্টেশনে নয়া প্ল্যাটফর্ম নির্মাণের কাজ শুরু হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
February 15, 2025 9:54 AM IST