ঘণ্টায় ৩৮,০০০ কিমি...! ধেয়ে আসছে 'মহাপ্রলয়'! ধ্বংস হবে বহু শহর...ভারতও 'গুঁড়ো' হয়ে যাবে?
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Asteroid: এটি কোনও কল্পনা নয়, বাস্তব। বিজ্ঞানীদের দাবি, ‘অ্যাস্টেরয়েড ২০২৪ YR4’ নামক একটি গ্রহাণু মহাকাশ থেকে ধেয়ে আসছে, যার প্রস্থ প্রায় ১০০ মিটার। এটিই ডেকে আনবে মহাপ্রলয়! কী হবে? জানলে শিউরে উঠবেন।
advertisement
advertisement
advertisement
বিজ্ঞানীদের মতে, আগে পৃথিবীর সঙ্গে এর সংঘর্ষের সম্ভাবনা ছিল মাত্র ১.৩ শতাংশ, কিন্তু এখন তা বেড়ে ২.৩ শতাংশে পৌঁছেছে। বর্তমানে এটি পৃথিবী থেকে হাজার হাজার কিলোমিটার দূরে রয়েছে, তবে যত এটি কাছে আসবে, ততই বিপদের আশঙ্কা বাড়বে। বিজ্ঞানীরা বলছেন, এই গ্রহাণু পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলে বিশাল বিস্ফোরণ ঘটবে।
advertisement
advertisement
নাসার ‘ক্যাটালিনা স্কাই সার্ভে’ প্রকল্পের ইঞ্জিনিয়ার ডেভিড র্যাঙ্কিনের মতে, এই গ্রহাণুটি উত্তর দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, দক্ষিণ এশিয়া, আরব সাগর এবং আফ্রিকার মধ্যে যে কোনও জায়গায় আছড়ে পড়তে পারে। অর্থাৎ ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইথিওপিয়া, সুদান, নাইজেরিয়া, ভেনেজুয়েলা, কলম্বিয়া এবং ইকুয়েডর এর আওতায় রয়েছে। ফলে এটি ভারতের কোনও শহরেও আঘাত হানতে পারে।
advertisement
এর আগে ‘অ্যাপোফিস’ নামক আরেকটি গ্রহাণু ২০২৯ সালে পৃথিবীর সঙ্গে ধাক্কা খাবে বলে দাবি করা হয়েছিল। কিন্তু পরে তার গতিপথ পরিবর্তন হওয়ায় সংঘর্ষের সম্ভাবনা শূন্য বলে ঘোষণা করা হয়। এখন বিজ্ঞানীরা বলছেন, এটি পৃথিবীর খুব কাছ দিয়ে যাবে, তবে ধাক্কা খাবে না। তবুও নাসাসহ সারা বিশ্বের বিজ্ঞানীরা এই বিষয়টিতে নজর রাখছেন।
advertisement
advertisement