ট্রেনের AC কামরায় চড়েছিলেন দম্পতি, সন্তানদের সামনে এ কী 'নোংরামি'...! রেলকর্মীরা দেখে ফেলতেই...ছিঃ!
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
সম্প্রতি ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত (AC) কামরায় চড়ে এক দম্পতি যা করলেন, তাতে ভীষণ রকম নিন্দার ঝড়। সন্তান্দের সামনেই এ কী নোংরামি! রেলকর্মীরা দেখে ফেলতেই লজ্জাজনক পরিস্থিতি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
রেলের কর্মীরা সন্দেহজনক যাত্রীদের ব্যাগ চেক করে থাকেন। সেই নিয়ম অনুযায়ী, এক কর্মী ওই ব্যক্তিকে ব্যাগ খুলতে বলেন, কিন্তু তিনি প্রথমে দেখাতে অস্বীকার করেন। শেষ পর্যন্ত রেলকর্মী ব্যাগ খুলে দেখেন, ভিতরে রেলের দেওয়া কম্বল ও তোয়ালে গুছিয়ে রাখা! এরপর সেই কর্মী সেগুলো বের করে নেন এবং অন্য যাত্রীদের সামনে তাঁকে নিয়ে ঠাট্টা করেন।
advertisement
advertisement
advertisement
advertisement