Newtown Eco Park: নিউটাউন ইকো পার্কে বং লেডি অ্যাংলার্স ফিশিং কম্পিটিশন, হুইলে উঠল এত বড় মাছ! দেখে অবাক হবেন

Last Updated:
Newtown Eco Park: নিউটাউন ইকো পার্কে হল বং লেডি অ্যাংলার্স ফিশিং কম্পিটিশন, হুইলে উঠলো এত বড় মাছ! দেখে অবাক হবেন
1/6
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: নিউ টাউন ইকো পার্কে অনুষ্ঠিত হল এবছরের বং লেডি অ্যাংলার্স ফিশিং কম্পিটিশন। পরিবেশ সচেতনতা বজায় রেখে, স্পোর্ট ফিশিংয়ের মাধ্যমে মহিলাদের খেলাধুলোর সঙ্গে যুক্ত করাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এদিন মহিলারাও হাতে ছিপ নিয়ে ঝিল থেকে ধরলেন বড় ছোট নানা ধরনের মাছ
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: নিউ টাউন ইকো পার্কে অনুষ্ঠিত হল এবছরের বং লেডি অ্যাংলার্স ফিশিং কম্পিটিশন। পরিবেশ সচেতনতা বজায় রেখে, স্পোর্ট ফিশিংয়ের মাধ্যমে মহিলাদের খেলাধুলোর সঙ্গে যুক্ত করাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এদিন মহিলারাও হাতে ছিপ নিয়ে ঝিল থেকে ধরলেন বড় ছোট নানা ধরনের মাছ
advertisement
2/6
পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসা মহিলা অ্যাংলারদের এদিনের মাছ ধরা দেখতে ভিড় করেন বহু মানুষ। যদিও ধরা মাছ পুনরায় ছেড়ে দেওয়া হয় ইকো পার্কের ঝিলে। টোপ গেঁথে হুইল ছুড়ে দীর্ঘ সময় অপেক্ষা করে বড়শিতে মাছ বাধার পর সুকৌশলে তা তুলতেও দেখা যায়
পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসা মহিলা অ্যাংলারদের এদিনের মাছ ধরা দেখতে ভিড় করেন বহু মানুষ। যদিও ধরা মাছ পুনরায় ছেড়ে দেওয়া হয় ইকো পার্কের ঝিলে। টোপ গেঁথে হুইল ছুড়ে দীর্ঘ সময় অপেক্ষা করে বড়শিতে মাছ বাধার পর সুকৌশলে তা তুলতেও দেখা যায়
advertisement
3/6
মহিলা প্রতিযোগীদের জন্য অ্যাংলিং কিট, খাবার ও রিফ্রেশমেন্টের ব্যবস্থাও ছিল। ফলাফলের দিক থেকে, সবচেয়ে বেশি ওজনের মাছ ধরার জন্য প্রথম স্থান অধিকার করেন রানু মণ্ডল। দ্বিতীয় হন ডা. অঞ্জনা সানা এবং তৃতীয় স্থান পান প্রমিলা পিটার। সবচেয়ে বেশি মাছ ধরার বিভাগে প্রথম হন অনুশ্রী মুখোপাধ্যায়। প্রতিযোগিতার সবচেয়ে কমবয়সি অ্যাংলার হিসেবে সম্মানিত হন দিশিতা পাত্র
মহিলা প্রতিযোগীদের জন্য অ্যাংলিং কিট, খাবার ও রিফ্রেশমেন্টের ব্যবস্থাও ছিল।ফলাফলের দিক থেকে, সবচেয়ে বেশি ওজনের মাছ ধরার জন্য প্রথম স্থান অধিকার করেন রানু মণ্ডল। দ্বিতীয় হন ডা. অঞ্জনা সানা এবং তৃতীয় স্থান পান প্রমিলা পিটার। সবচেয়ে বেশি মাছ ধরার বিভাগে প্রথম হন অনুশ্রী মুখোপাধ্যায়। প্রতিযোগিতার সবচেয়ে কমবয়সি অ্যাংলার হিসেবে সম্মানিত হন দিশিতা পাত্র
advertisement
4/6
বং অ্যাংলার্সের তরফ থেকে জানানো হয়, এই প্রতিযোগিতা শুধুমাত্র মাছ ধরার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি মহিলাদের স্বনির্ভরতা, পরিবেশ সচেতনতা এবং সমাজকে একসূত্রে বাঁধার একটি প্রয়াস। এইভাবে মাছ ধরতে পেরে খুশি মহিলা প্রতিযোগীরাও। এত বড় আকারের মাছ ওঠায় সকলেই তা দেখে উৎসাহিত হয়ে ওঠে
বং অ্যাংলার্সের তরফ থেকে জানানো হয়, এই প্রতিযোগিতা শুধুমাত্র মাছ ধরার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি মহিলাদের স্বনির্ভরতা, পরিবেশ সচেতনতা এবং সমাজকে একসূত্রে বাঁধার একটি প্রয়াস। এইভাবে মাছ ধরতে পেরে খুশি মহিলা প্রতিযোগীরাও। এত বড় আকারের মাছ ওঠায় সকলেই তা দেখে উৎসাহিত হয়ে ওঠে
advertisement
5/6
লেন্ডিং এর মাধ্যমেই দীর্ঘাকৃতির বহু ওজনের এই মাছগুলিকে ঝিলের জল থেকে তুলে আনা হয়, তারপর ওজন করে মাছের সঙ্গে ফটো তুলেই আবারও ঝিলে ছেড়ে দেওয়া হয় ওই মাছগুলিকে। এদিন ইকোপার্কে ঘুরতে আসা মানুষজনও মহিলাদের এই মাছ ধরার প্রতিযোগিতা দেখে উপভোগ করেন
লেন্ডিং এর মাধ্যমেই দীর্ঘাকৃতির বহু ওজনের এই মাছগুলিকে ঝিলের জল থেকে তুলে আনা হয়, তারপর ওজন করে মাছের সঙ্গে ফটো তুলেই আবারও ঝিলে ছেড়ে দেওয়া হয় ওই মাছগুলিকে। এদিন ইকোপার্কে ঘুরতে আসা মানুষজনও মহিলাদের এই মাছ ধরার প্রতিযোগিতা দেখে উপভোগ করেন
advertisement
6/6
মহিলারাও যে কোনো অংশে পিছিয়ে নেই তা এই দিনের প্রতিযোগিতা থেকে আবারও যেন উঠে আসলো, এদিন জয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কারও তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের তরফে
মহিলারাও যে কোনো অংশে পিছিয়ে নেই তা এই দিনের প্রতিযোগিতা থেকে আবারও যেন উঠে আসলো, এদিন জয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কারও তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের তরফে
advertisement
advertisement
advertisement