সবসময় 'ফ্রিজ' চলছে? সপ্তাহে ক'বার, 'কখন' বন্ধ করা উচিত ফ্রিজ...? নিয়মটা জানেন না বলেই বিপদ ডাকছেন!
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Refrigerator Tips: খাবার দীর্ঘ সময় সতেজ রাখার অন্যতম গুরুত্বপূর্ণ গৃহস্থালী যন্ত্র হল রেফ্রিজারেটর বা ফ্রিজ। সঠিক ব্যবহার করলে এটি দীর্ঘদিন ভালভাবে কার্যকর থাকবে। কিন্তু সেই ব্যবহার আমরা অনেকেই জানি না। বলুন তো, সপ্তাহে কত বার ফ্রিজ বন্ধ করা উচিত?
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
কখন ফ্রিজ বন্ধ করা উচিত? **ডিফ্রস্ট করার জন্য** – যদি ফ্রিজে বেশি বরফ জমে যায়, তাহলে ১৫-৩০ দিনে একবার ফ্রিজ বন্ধ করে ডিফ্রস্ট করা ভালো (যদি এটি ম্যানুয়াল ডিফ্রস্ট ফ্রিজ হয়)। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য (দীর্ঘ সময় না থাকলে) – যদি আপনি ২-৩ সপ্তাহের জন্য বাড়ির বাইরে যান, তবে ফ্রিজ খালি করে বন্ধ করে রাখতে পারেন। ফ্রিজের ত্রুটি থাকলে – ফ্রিজ থেকে অতিরিক্ত গরম হওয়া, অস্বাভাবিক শব্দ বা জল চুঁইয়ে পড়ার সমস্যা থাকলে, টেকনিশিয়ানের পরামর্শ নিয়ে ফ্রিজ বন্ধ করা যেতে পারে।
advertisement
advertisement
advertisement