British Era History: টরেটক্কার আগে এই গম্বুজ থেকেই পাঠানো হত গুরুত্বপূর্ণ বার্তা, ব্রিটিশ আমলে তৈরি লাল ইট-চুনসুড়কির বিস্ময় আজ ধ্বংসের গ্রাসে
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:RAKESH MAITY
Last Updated:
British Era History in Howrah: ব্রিটিশ আমলের ২০০ বছর প্রাচীন ইতিহাস অবহেলিত হাওড়ায়, প্রায় ৮০ ফুট উচ্চতার এই টাওয়ার বাঁচিয়ে রাখার দাবি মানুষের
advertisement
advertisement
advertisement
advertisement
জানা যায়, এ সময় থেকে প্রায় ২০০ বছর আগে কলকাতা থেকে বিহার-ঝাড়খন্ড-উত্তরপ্রদেশ পর্যন্ত সেনাদের সুবিধার্থে সিমাফোর টাওয়ার তৈরি করেছিল ব্রিটিশরা। সেই সময়ের কলকাতা থেকে উত্তর প্রদেশ এবং উত্তর প্রদেশ থেকে কলকাতা খবরা খবর পৌঁছে দেওয়ার মাধ্যম ছিল এই টাওয়ারগুলি। তারই একটি অংশ মহিয়ারী খটির বাজার লাল মিনার।
advertisement
হাওড়ার বিভিন্ন প্রান্তে সিমাফোর টাওয়ার এর চিহ্ন বা উপস্থিত পাওয়া যায়। যদিও সেগুলি বেশির ভাগ নিশ্চিহ্ন হবার পথে। তার তুলনায় মহিয়ারীর টাওয়ার এখন অপেক্ষাকৃত ভাল। মহিয়ারী সরস্বতী নদীর পাশে রয়েছে টাওয়ার'টি। বিভিন্ন ঘটনার সাক্ষী এই স্থাপত্য, ঝড়-ঝাপটা বন্যা সহ্য করে দাঁড়িয়ে রয়েছে। তবে ৭৮ এর বন্যায় দারুণ ক্ষতিগ্রস্ত হয়। নিচ থেকে উপরে পৌঁছানোর সিঁড়ি পথ ধ্বসে পড়েছে।
advertisement







