পাইন বনের ফাঁকে কাঞ্চনজঙ্ঘার দর্শন, রডোডেনড্রনের উঁকি! দার্জিলিংয়ের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম এটিই! জানেন?
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
Darjeeling Offbeat Destination: মায়াবী কাঞ্চনজঙ্ঘার কোলে এই গ্রাম! পাইন আর রডোডেনড্রনের সমারোহে প্রকৃতি প্রেমিকদের কাছে এক স্বর্গরাজ্য এই গ্রাম! বর্তমানে এই গ্রামের মুকুটে জুড়ছে দার্জিলিংয়ের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামের তকমা!
দার্জিলিং: দার্জিলিং পাহাড়ের বুকেই লুকিয়ে রয়েছে সবচেয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন পাহাড়ি গ্রাম এক কথায় বলা চলে হিডেন জেমস। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের জিটিএ পর্যটন বিভাগ দার্জিলিং পাহাড়ের একটি প্রত্যন্ত গ্রাম ধোত্রেকে সমগ্র দার্জিলিং এবং কালিম্পং জেলার পরিষ্কার পরিচ্ছন্ন পাহাড়ি গ্রাম হিসাবে ঘোষণা করেছে।
8,550 ফুট উচ্চতায় অবস্থিত, ধোত্রে সিঙ্গালিলা জাতীয় উদ্যানের পাদদেশে অবস্থিত। শিলিগুড়ি থেকে 105 কিলোমিটার দূরে এবং দার্জিলিং শহর থেকে 45 কিলোমিটার দূরে পাহাড়ে ঘেরা বহু প্রাচীন এই গ্রাম।গ্রামে বসবাসকারী লোকেরা তাদের জীবিকা নির্বাহের জন্য অর্গানিক চাষের উপর নির্ভর করে।
advertisement
advertisement
সিঙ্গলিলা জাতীয় উদ্যানের কোলে অবস্থিত ধোত্রে বাকি সব পাহাড়ি গ্রামের থেকে একদম আলাদা। গ্রামজুড়ে অরগ্যানিক ফসলের চাষ। বাড়ির সামনে একফালি জমিতেই চাষ হচ্ছে কপি, গাজর, মটর, বিনস। গ্রামের পথ ধরে মিনিট পাঁচেক এগিয়ে গেলেই রয়েছে আকাশ ছোঁয়া পাইনগাছের ঘন বন।
advertisement
মেঘ, পাইন আর কাঞ্চনজঙ্ঘা নিয়েই এই ধোত্রে গ্রাম,অর্থাৎ পাইনের বনের কোলে দাঁড়িয়ে মেঘেদের দেশ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ রয়েছে । ধোত্রেতে জনবসতি কম হাতে গোনা ৮০টি পরিবারের বাস এখানে। থাকার জায়গাও সীমিত। তবে সারা বছর জুড়েই প্রকৃতির মাঝে নিরিবিলি পরিবেশে পর্যটকদের আনাগোনা লেগেই রয়েছে।
advertisement
এই প্রসঙ্গে জিটিএ-এর অ্যাডভেঞ্চার ট্যুরিজমের ফিল্ড ডিরেক্টর দাওয়া শেরপা বলেন, আমরা পাহাড়ি গ্রাম ধোত্রেকে জিটিএ এলাকার মধ্যে প্রথম ‘পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এই গ্রামের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং প্রাকৃতিক সৌন্দর্যতা সবদিক থেকে এই গ্রামকে বাকি গ্রামগুলি থেকে অনেকটাই আলাদা করে রেখেছে ,আর সব থেকে বড় জিনিস হল এই গ্রামের বাসিন্দারাই নিজেদের গ্রামকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বেশি উদ্যোগী।
advertisement
সান্দাকফু ট্র্যাকিং এর জন্যেও অনেকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই ধোত্রে গ্রামের রাস্তা কি বেছে নেয় কারণ এই পথে যেমন রয়েছে নির্জনতা তেমনি আকাশছোঁয়া পাইন বন এবং মনমুগ্ধ করা রোডোডেনড্রন মনমুগ্ধ করবে আপনার।
জি টি এ পর্যটন দপ্তরের পক্ষ থেকে এই গ্রামের মুকুটে জুড়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ভরপুর সেরা গ্রামের তকমা। আপনিও যদি পাহাড়ে গিয়ে কোন ডেসটিনেশনে পাহাড়ের কোলে কিছুটা সময় কাটাতে চান তাহলে এই ধোত্রে হতে পারে আপনার স্বর্গরাজ্য।
advertisement
সুজয় ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 18, 2025 11:59 PM IST