‘থ্রি ইডিয়টস’-এর 'চতুর রামলিঙ্গম'কে মনে আছে? ১৬ বছর পর এখন তাঁকে দেখলে মাথা ঘুরে যাবে, কী করছেন তিনি?

Last Updated:
দর্শকদের মনে এখনও অমলিন ‘থ্রি ইডিয়টস’। আর সেই ছবির অন্যতম জনপ্রিয় চরিত্র ‘চতুর’–এর এই নতুন রূপ দেখে মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন নেটিজেনরা। এত বছর পরেও ওমি বৈদ্যের প্রতি মানুষের আগ্রহ যে কমেনি, তা বোঝা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়ায়।
1/10
চতুর রামলিঙ্গমকে মনে আছে? হ্যাঁ, ‘থ্রি ইডিয়টস’-এর সেই সাইলেন্সর। মারাত্মক পড়ুয়া আর কূট বুদ্ধির অধিকারী। সে জন্যই পড়ুয়ারা তাঁকে ‘ভাইরাস’ বলে ডাকত। স্ক্রিন প্রেজেন্স খুব বেশি নয়। তবে ওইটুকুতেই আমির খান, মাধবন, শারমন জোশীদের সেয়ানে সেয়ানে টক্কর দিয়ে গিয়েছেন রীতিমতো। Photo: Instagram
চতুর রামলিঙ্গমকে মনে আছে? হ্যাঁ, ‘থ্রি ইডিয়টস’-এর সেই সাইলেন্সর। মারাত্মক পড়ুয়া আর কূট বুদ্ধির অধিকারী। সে জন্যই পড়ুয়ারা তাঁকে ‘ভাইরাস’ বলে ডাকত। স্ক্রিন প্রেজেন্স খুব বেশি নয়। তবে ওইটুকুতেই আমির খান, মাধবন, শারমন জোশীদের সেয়ানে সেয়ানে টক্কর দিয়ে গিয়েছেন রীতিমতো। Photo: Instagram
advertisement
2/10
২০০৯ সালে মুক্তি পেয়েছিল ‘থ্রি ইডিয়টস’। কেটে গিয়েছে অনেক বছর। কিন্তু আজও সিনেমাটি দর্শকদের মনে একইরকম জায়গা ধরে রেখেছে। ছবির প্রতিটি চরিত্রই ছিল স্বতন্ত্র ও জনপ্রিয়। তবে যিনি হাসির খোরাক বাড়িয়েছিলেন সবচেয়ে বেশি, তিনি ছিলেন ‘চতুর রামালিঙ্গম’ ওরফে ‘সাইলেন্সার’। ওমি বৈদ্যের সেই বিখ্যাত চরিত্র আজও মানুষের মনে হাসির স্মৃতি উসকে দেয়। কিন্তু সময় বদলেছে, আর বদলে গিয়েছেন ওমি বৈদ্যও।
২০০৯ সালে মুক্তি পেয়েছিল ‘থ্রি ইডিয়টস’। কেটে গিয়েছে অনেক বছর। কিন্তু আজও সিনেমাটি দর্শকদের মনে একইরকম জায়গা ধরে রেখেছে। ছবির প্রতিটি চরিত্রই ছিল স্বতন্ত্র ও জনপ্রিয়। তবে যিনি হাসির খোরাক বাড়িয়েছিলেন সবচেয়ে বেশি, তিনি ছিলেন ‘চতুর রামালিঙ্গম’ ওরফে ‘সাইলেন্সার’। ওমি বৈদ্যের সেই বিখ্যাত চরিত্র আজও মানুষের মনে হাসির স্মৃতি উসকে দেয়। কিন্তু সময় বদলেছে, আর বদলে গিয়েছেন ওমি বৈদ্যও।
advertisement
3/10
‘থ্রি ইডিয়টস’ মনে রাখার মতো সিনেমা। তবে সেই স্মৃতিও ধীরে ধীরে ম্লান হচ্ছে। কিন্তু ওমি বৈদ্য আজও অম্লান। অভিনেতার ভিডিও ক্লিপ দিয়ে আজও মিম তৈরি হয়। নেটিজেনদের কাছে তো বটেই, দর্শক মনেও তিনি সমান জনপ্রিয়।
‘থ্রি ইডিয়টস’ মনে রাখার মতো সিনেমা। তবে সেই স্মৃতিও ধীরে ধীরে ম্লান হচ্ছে। কিন্তু ওমি বৈদ্য আজও অম্লান। অভিনেতার ভিডিও ক্লিপ দিয়ে আজও মিম তৈরি হয়। নেটিজেনদের কাছে তো বটেই, দর্শক মনেও তিনি সমান জনপ্রিয়। Photo: Instagram
advertisement
4/10
এখন কোথায় আছেন সাইলেন্সর ওরফে ওমি বৈদ্য? কী করছেন তিনি? যে খবর পাওয়া গিয়েছে তা থেকে জানা যাচ্ছে, ওমি অভিনয় জগতেই রয়েছেন। তবে আর আগের মতো নেই। পাল্টে গিয়েছেন অনেক।
এখন কোথায় আছেন সাইলেন্সর ওরফে ওমি বৈদ্য? কী করছেন তিনি? যে খবর পাওয়া গিয়েছে তা থেকে জানা যাচ্ছে, ওমি অভিনয় জগতেই রয়েছেন। তবে আর আগের মতো নেই। পাল্টে গিয়েছেন অনেক।
advertisement
5/10
‘থ্রি ইডিয়টস’-এর পর ‘দিল তো বাচ্চা হ্যায় জি’ ছবিতে দেখা গিয়েছিল ওমি-কে। কমেডি রোলেই অভিনয় করেছিলেন। ইমরান হাশমি এবং অজয় দেবগনের সঙ্গে তাঁর অভিনয়ও বেশ পছন্দ করেন দর্শকরা। কিন্তু এরপরই বলিউড থেকে একপ্রকার উধাও হয়ে যান ‘চতুর’।
‘থ্রি ইডিয়টস’-এর পর ‘দিল তো বাচ্চা হ্যায় জি’ ছবিতে দেখা গিয়েছিল ওমি-কে। কমেডি রোলেই অভিনয় করেছিলেন। ইমরান হাশমি এবং অজয় দেবগনের সঙ্গে তাঁর অভিনয়ও বেশ পছন্দ করেন দর্শকরা। কিন্তু এরপরই বলিউড থেকে একপ্রকার উধাও হয়ে যান ‘চতুর’।
advertisement
6/10
সম্প্রতি ওমি বৈদ্যর নতুন কিছু ছবি সামনে এসেছে, যা দেখে অনেকেই চমকে গিয়েছেন। আগের সেই ‘চতুর’-এর চেহারার সঙ্গে এখনকার ওমির কোনো মিল নেই। উজ্জ্বল রঙের শার্ট, নীল ডেনিম, গলায় চেইন, চোখে চশমা—সব মিলিয়ে একেবারে ‘ফাঙ্কি’ লুকে দেখা গিয়েছে তাকে।
সম্প্রতি ওমি বৈদ্যর নতুন কিছু ছবি সামনে এসেছে, যা দেখে অনেকেই চমকে গিয়েছেন। আগের সেই ‘চতুর’-এর চেহারার সঙ্গে এখনকার ওমির কোনও মিল নেই। উজ্জ্বল রঙের শার্ট, নীল ডেনিম, গলায় চেইন, চোখে চশমা—সব মিলিয়ে একেবারে ‘ফাঙ্কি’ লুকে দেখা গিয়েছে তাঁকে। Photo: Instagram
advertisement
7/10
ওমি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। জীবনের খুঁটিনাটি ফলোয়ার্সদের সঙ্গে ভাগ করে নেন। গত কয়েক বছরে তাঁর চেহারা খুব একটা বদলায়নি। তবে স্টাইল আমূল বদলে গিয়েছে। বেশ কিছু ছবি এবং ওয়েব সিরিজেও অভিনয় করেছেন।
ওমি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। জীবনের খুঁটিনাটি ফলোয়ার্সদের সঙ্গে ভাগ করে নেন। গত কয়েক বছরে তাঁর চেহারা খুব একটা বদলায়নি। তবে স্টাইল আমূল বদলে গিয়েছে। বেশ কিছু ছবি এবং ওয়েব সিরিজেও অভিনয় করেছেন।
advertisement
8/10
সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হওয়ার পর অনেকে প্রশ্ন তুলেছেন, “সব ঠিক আছে তো?” কেউ আবার মজার ছলে লিখেছেন, “সাইলেন্সার এখন কিউট নয়, বরং কুল!” আর একজন লিখেছেন, “স্যার, কী হল? সব ঠিক আছে তো?”
সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হওয়ার পর অনেকে প্রশ্ন তুলেছেন, “সব ঠিক আছে তো?” কেউ আবার মজার ছলে লিখেছেন, “সাইলেন্সার এখন কিউট নয়, বরং কুল!” আর একজন লিখেছেন, “স্যার, কী হল? সব ঠিক আছে তো?” Photo: Instagram
advertisement
9/10
দর্শকদের মনে এখনও অমলিন ‘থ্রি ইডিয়টস’। আর সেই ছবির অন্যতম জনপ্রিয় চরিত্র ‘চতুর’–এর এই নতুন রূপ দেখে মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন নেটিজেনরা। এত বছর পরেও ওমি বৈদ্যের প্রতি মানুষের আগ্রহ যে কমেনি, তা বোঝা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়ায়।
দর্শকদের মনে এখনও অমলিন ‘থ্রি ইডিয়টস’। আর সেই ছবির অন্যতম জনপ্রিয় চরিত্র ‘চতুর’–এর এই নতুন রূপ দেখে মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন নেটিজেনরা। এত বছর পরেও ওমি বৈদ্যের প্রতি মানুষের আগ্রহ যে কমেনি, তা বোঝা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়ায়।
advertisement
10/10
বর্তমানে মারাঠি সিনেমায় চুটিয়ে অভিনয় করছেন ওমি বৈদ্য। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও হাত পাকাচ্ছেন। সম্প্রতি অ্যামাজন প্রাইমে মুক্তি পাওয়া ‘আইচা গাওয়াত মারাঠিত হোল’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে। তাঁর প্রোডাকশন হাউজের ব্যানারেই তৈরি হয়েছে কমেডি জনারের এই ছবি।
বর্তমানে মারাঠি সিনেমায় চুটিয়ে অভিনয় করছেন ওমি বৈদ্য। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও হাত পাকাচ্ছেন। সম্প্রতি অ্যামাজন প্রাইমে মুক্তি পাওয়া ‘আইচা গাওয়াত মারাঠিত হোল’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে। তাঁর প্রোডাকশন হাউজের ব্যানারেই তৈরি হয়েছে কমেডি জনারের এই ছবি।
advertisement
advertisement
advertisement