‘থ্রি ইডিয়টস’-এর 'চতুর রামলিঙ্গম'কে মনে আছে? ১৬ বছর পর এখন তাঁকে দেখলে মাথা ঘুরে যাবে, কী করছেন তিনি?
- Published by:Tias Banerjee
Last Updated:
দর্শকদের মনে এখনও অমলিন ‘থ্রি ইডিয়টস’। আর সেই ছবির অন্যতম জনপ্রিয় চরিত্র ‘চতুর’–এর এই নতুন রূপ দেখে মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন নেটিজেনরা। এত বছর পরেও ওমি বৈদ্যের প্রতি মানুষের আগ্রহ যে কমেনি, তা বোঝা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়ায়।
advertisement
২০০৯ সালে মুক্তি পেয়েছিল ‘থ্রি ইডিয়টস’। কেটে গিয়েছে অনেক বছর। কিন্তু আজও সিনেমাটি দর্শকদের মনে একইরকম জায়গা ধরে রেখেছে। ছবির প্রতিটি চরিত্রই ছিল স্বতন্ত্র ও জনপ্রিয়। তবে যিনি হাসির খোরাক বাড়িয়েছিলেন সবচেয়ে বেশি, তিনি ছিলেন ‘চতুর রামালিঙ্গম’ ওরফে ‘সাইলেন্সার’। ওমি বৈদ্যের সেই বিখ্যাত চরিত্র আজও মানুষের মনে হাসির স্মৃতি উসকে দেয়। কিন্তু সময় বদলেছে, আর বদলে গিয়েছেন ওমি বৈদ্যও।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement