পেটে গেলেই বিষক্রিয়া! যতই মাছ ভালবাসুন...এড়িয়ে চলবেন কোন ৬ 'মাছ'? খাওয়া বন্ধ করুন এখনই
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Toxic Fish: যতই মাছ খেতে ভালবাসেন, এড়িয়ে চলুন এই ৬ মাছ! পেটে গেলেই হতে পারে বিষক্রিয়া। জানেন কোন মাছগুলো বিষের সমান?
advertisement
advertisement
advertisement
⚠️ কোন মাছগুলি বিষাক্ত এবং কেন এগুলি এড়ানো উচিত? ১. বড় মাগুর মাছ--- বাজার থেকে বড় আকারের মাগুর মাছ কেনা এখনই বন্ধ করুন! বরং ছোট মাছ কিনুন। কারণ বড় মাগুরকে দ্রুত বড় করার জন্য নানা ধরনের হরমোন ইনজেকশন দেওয়া হয়, যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই বিপজ্জনক রাসায়নিকগুলি শরীরে প্রবেশ করলে নানা রোগের সৃষ্টি করতে পারে। এমনকি এই মাছ থেকে মারাত্মক অসুখও হতে পারে!
advertisement
২. ম্যাকারেল (Mackerel) মাছ--- অনেকেই ম্যাকারেল মাছ খেতে পছন্দ করেন, কিন্তু জানেন কি, এই মাছটিতে বিপজ্জনক মাত্রায় পারদ (mercury)থাকে? নিয়মিত ম্যাকারেল খেলে **এই পারদ শরীরে জমা হতে থাকে, যা পরে ভয়ঙ্কর রোগের কারণ হতে পারে। গবেষণা বলছে, পারদের বিষক্রিয়া থেকে **স্নায়ুর সমস্যা, কিডনির ক্ষতি এমনকি ক্যানসারও হতে পারে**! বাংলার বহু মানুষের প্রিয় মাছ এটি, কিন্তু সাবধান!
advertisement
advertisement
advertisement
৫. পাঙাশ (Pangas) মাছ--- এই মাছ সাধারণত বিভিন্ন কৃত্রিম চাষের পুকুরে জন্মায়, যেখানে মাছের স্বাদ ও উৎপাদন বাড়াতে নানা **রাসায়নিক সার ও বিষাক্ত কীটনাশক** ব্যবহার করা হয়। গবেষণায় প্রমাণিত হয়েছে, এই রাসায়নিকগুলি ক্যানসারের কারণ হতে পারে। তাই ডাক্তাররা পরামর্শ দেন— সুস্থ থাকতে মাছ খান, তবে পাঙাশ একদম নয়!
advertisement
advertisement
advertisement
