'এত দিন যাকে 'দিদি' বলে জেনেছি সে আসলে...!' ১৪ বছরের অন্তঃসত্ত্বা কিশোরীর জীবন আপনাকে স্তম্ভিত করবে!
- Published by:Tias Banerjee
Last Updated:
Mother: যদি হঠাৎ একদিন জানা যায়, যাঁকে এতদিন দিদি বলে ডেকেছি, তিনি আসলে আমার মা? কেমন হবে সেই মুহূর্ত? এমনই এক 'সত্যি'র সাক্ষী হয়েছিলেন এই নারী, যাঁর জীবন অনিশ্চয়তার মুখে এসে দাঁড়িয়েছিল।
advertisement
advertisement
advertisement
advertisement
এক অপরিচিত ব্যক্তি স্কুলে এসে তাঁকে জানান যে, তাঁর দিদিই আসলে তাঁর জন্মদাত্রী মা! এই তথ্য শুনে প্রথমে হতবাক হয়ে যান মেগান। তিনি বিশ্বাস করতে পারছিলেন না। খবরটি শুনেই তিনি সোজা বাড়ি ফিরে যান। তাঁর পড়ার টেবিলের ড্রয়ার থেকে বের করেন একটি ছবি, যেখানে দেখা যায়, তাঁর ‘দিদি’ সদ্যোজাত এক শিশুকে কোলে নিয়ে আছেন। ছবির পেছনে তাঁদের দু’জনের নাম লেখা ছিল। সত্য জানতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ হয়ে ওঠেন এবং সরাসরি ‘দিদি’-র কাছে যান, যাঁকে তিনি এতদিন মা বলে ভাবেননি।
advertisement
advertisement
advertisement