Picnic Spot: পর্যটকদের জন্য দারুণ খবর! কাপল ফ্রেন্ডলি স্পটে শীতের পিকনিক, জানুন সেরার সেরা ঠিকানা
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Picnic Spot in North Bengal : বৈকন্ঠপুর জঙ্গলের কাছে ফাঁড়াবাড়ি নেপালে বস্তি সংলগ্ন থাড়ুঘাটি সেতুর কাছে একটি ইকো ফ্রেন্ডলি পিকনিক স্পট তৈরি করা হয়েছে।
শিলিগুড়ি: পর্যটকদের জন্য সুখবর! শীত আসতেই শুরু হয়ে গিয়েছে পিকনিক। এবার শিলিগুড়ির কাছেই নতুন পিকনিক স্পট তৈরি শিলিগুড়িবাসীর জন্য। বন দফতরের উদ্যোগে তৈরি করা হয়েছে পিকনিক স্পট। যেখানে বনের মাঝে হইহুল্লোড় করে পিকনিকে মাততে পারবেন সকলে। শিলিগুড়ি সংলগ্ন বৈকন্ঠপুর জঙ্গলের কাছে ফাঁড়াবাড়ি নেপালে বস্তি সংলগ্ন থাড়ুঘাটি সেতুর কাছে একটি ইকো ফ্রেন্ডলি পিকনিক স্পট তৈরি করা হয়েছে। সেখানে কাজ প্রায় শেষের দিকে। শীঘ্রই পিকনিক স্পটটি খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ডাবগ্রাম রেঞ্জের রেঞ্জ অফিসার শুভ্র শঙ্কর দত্ত।
শীতের মরশুম মানেই পিকনিক। শীতকালে পিকনিক যায় না এমন মানুষ দেখা মেলা ভার। সবাই শহরের দূরে যেতে পারে বা যেতে চায় এমনটা নয় কেউ কেউ চায় শহরের মধ্যে কিছুক্ষণের ব্যবধানে যাতে সেই জায়গাতে গিয়ে আনন্দ উপভোগ করতে পারেন। তাই পর্যটকদের কথা মাথায় রেখে সংশ্লিষ্ট ওই এলাকাকে ইকো ফ্রেন্ডলি পিকনিক স্পট করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বন দফতর।
advertisement
আরও পড়ুনঃ ৩১ ডিসেম্বর, বর্ষবরণের সব প্ল্যান পণ্ড বৃষ্টিতে? দার্জিলিং ঢাকবে বরফের চাদরে! কোন জেলায় কেমন আবহাওয়া? মেগা আপডেট দিয়ে দিল আলিপুর
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বন্ধ ছিল এই পিকনিক স্পটটি অবশেষে পর্যটকদের কথা মাথায় রেখে ইকো ফ্রেন্ডলি পিকনিক স্পট করার সিদ্ধান্ত নিয়েছে বনদফতর সেই মতো কাজও ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে যত দ্রুত সম্ভব পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে পিকনিক স্পটটি। তবে যারা যে এই সংশ্লিষ্ট এলাকায় পিকনিক করতে যাবেন তাদের জন্য কিছু বিধি-নিষেধ বেধে দেওয়া হয়েছে বন দফতরের তরফে সে সব বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ হোমস্টে ঘিরে কাঞ্চনজঙ্ঘা! সারাদিনের সঙ্গী নির্জনতা, প্রেম! হতেই পারে আপনার হানিমুন ডেস্টিনেশন
এই পিকনিক স্পটে পিকনিক করতে গেলে সাউন্ড বক্স ব্যাবহার করা যাবে না। কোনও প্রকার প্লাস্টিক বা জাতীয় জিনিস ব্যবহার করা যাবে না। রেঞ্জার শুভ্র শঙ্কর দত্ত জানান, এই ইকো ফ্রেন্ডলি পার্কটি মূলত পর্যটকদের জন্য পিকনিক স্পট হিসেবেই করা হচ্ছে। কাজ প্রায় শেষের দিকে যত দ্রুত সম্ভব পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে পিকনিক স্পট। তবে যেহেতু ফরেস্ট এলাকা তাই সকাল আট’টা থেকে বিকেল পাঁচ’টা পর্যন্ত খোলা থাকবে পিকনিক স্পটটি।
advertisement
অনির্বাণ রায়
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 28, 2024 5:15 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Picnic Spot: পর্যটকদের জন্য দারুণ খবর! কাপল ফ্রেন্ডলি স্পটে শীতের পিকনিক, জানুন সেরার সেরা ঠিকানা
