Lionel Messi: হায়দরাবাদে বল পায়ে ম্যাজিক দেখালেন মেসি, কলকাতার মনখারাপ, স্বপ্ন পূরণ নিজামের শহরের
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by: EERON ROY BARMAN
Last Updated:
Lionel Messi: কলকাতা পর্ব মিটিয়ে হায়দরাবাদে লিওনেল মেসি৷ বল পায়ে মাঠেও নামলেন ফুটবলেন মহাতারকা৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
মেসির অনুষ্ঠানের ইভেন্ট অর্গানারাইজার শতদ্রু দত্তকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ৷ সমর্থকদের টাকা ফেরতের কথা উল্লেখ্য করে তিনি বলেন, ‘‘শতদ্রু দত্তের নামে সমর্থকরা FIR করেছে । পুলিশ FIR টা রিটেন করেছে। শতদ্রু দত্তকে আটক করা হয়েছে। আমরা চেষ্টা করব যাতে সব সমর্থক যাতে টিকিটের পুরো টাকা ফেরত পাওয়া যায়। এখন এই মুহূর্তে সব কিছু করা সম্ভব নয়। অর্গানাইজারদের সঙ্গে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব টাকা ফেরত দিয়ে দেব৷’’






