Lionel Messi: হায়দরাবাদে বল পায়ে ম্যাজিক দেখালেন মেসি, কলকাতার মনখারাপ, স্বপ্ন পূরণ নিজামের শহরের

Last Updated:
Lionel Messi: কলকাতা পর্ব মিটিয়ে হায়দরাবাদে লিওনেল মেসি৷ বল পায়ে মাঠেও নামলেন ফুটবলেন মহাতারকা৷
1/6
কলকাতা পর্ব মিটিয়ে হায়দরাবাদে লিওনেল মেসি৷ বল পায়ে মাঠেও নামলেন ফুটবলেন মহাতারকা৷ কলকাতা সফর ঘিরে বিশৃঙ্খলার আঁচ নিয়ে দুপুরেই হায়দরাবাদের উদ্দ্যেশ্যে রওনা দিয়েছিলেন মেসি৷ সঙ্গে রয়েছেন তাঁর দুই সতীর্থ লুইস সুয়ারেজ় এবং রদ্রিগো ডি’পল৷
কলকাতা পর্ব মিটিয়ে হায়দরাবাদে লিওনেল মেসি৷ বল পায়ে মাঠেও নামলেন ফুটবলেন মহাতারকা৷ কলকাতা সফর ঘিরে বিশৃঙ্খলার আঁচ নিয়ে দুপুরেই হায়দরাবাদের উদ্দ্যেশ্যে রওনা দিয়েছিলেন মেসি৷ সঙ্গে রয়েছেন তাঁর দুই সতীর্থ লুইস সুয়ারেজ় এবং রদ্রিগো ডি’পল৷
advertisement
2/6
হায়দরাবাদে গোট কাপ’ নামে একটি ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন করেছেন মেসি৷ হায়দরাবাদে মেসিকে স্বাগত জানিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি৷
হায়দরাবাদে গোট কাপ’ নামে একটি ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন করেছেন মেসি৷ হায়দরাবাদে মেসিকে স্বাগত জানিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি৷
advertisement
3/6
কলকাতায় মেসি সফর ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টি হলেও সেই ছবি তৈরি হয়নি হায়দরাবাদে৷ কলকাতার ঘটনা থেকে আগেই শিক্ষা বেশি সতর্ক হায়দরাবাদ প্রশাসন৷
কলকাতায় মেসি সফর ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টি হলেও সেই ছবি তৈরি হয়নি হায়দরাবাদে৷ কলকাতার ঘটনা থেকে আগেই শিক্ষা বেশি সতর্ক হায়দরাবাদ প্রশাসন৷
advertisement
4/6
জানা গিয়েছে, মেসির কলকাতা সফরে দর্শক বিক্ষোভের বিষয়টি জানার পরই বৈঠকে বসেন হায়দরাবাদ পুলিশের পদস্থ কর্তারা। হায়দরাবাদ পুলিশের ডিজি শিবধর রেড্ডি নিরাপত্তা বৃদ্ধির কথাও জানান সংবাদমাধ্যমকে৷
জানা গিয়েছে, মেসির কলকাতা সফরে দর্শক বিক্ষোভের বিষয়টি জানার পরই বৈঠকে বসেন হায়দরাবাদ পুলিশের পদস্থ কর্তারা। হায়দরাবাদ পুলিশের ডিজি শিবধর রেড্ডি নিরাপত্তা বৃদ্ধির কথাও জানান সংবাদমাধ্যমকে৷
advertisement
5/6
প্রসঙ্গত, কলকাতার যুবভারতী ক্রিড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলার ঘটনায় ভারতীয় ফুটবল সংস্থা AIFF-এর কর্তারা জানালেন, মেসির যাবতীয় পরিকল্পনা এবং আয়োজন করা হয়েছে তাদের অন্ধকারে রেখে৷ আইএফএ সচিব অনির্বাণ দত্ত আরও জানান, ‘‘১৬ অগাস্টের-র পর ভারতীয় ফুটবলের আরও একটা কালো দিন৷’’
প্রসঙ্গত, কলকাতার যুবভারতী ক্রিড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলার ঘটনায় ভারতীয় ফুটবল সংস্থা AIFF-এর কর্তারা জানালেন, মেসির যাবতীয় পরিকল্পনা এবং আয়োজন করা হয়েছে তাদের অন্ধকারে রেখে৷ আইএফএ সচিব অনির্বাণ দত্ত আরও জানান, ‘‘১৬ অগাস্টের-র পর ভারতীয় ফুটবলের আরও একটা কালো দিন৷’’
advertisement
6/6
মেসির অনুষ্ঠানের ইভেন্ট অর্গানারাইজার শতদ্রু দত্তকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ৷ সমর্থকদের টাকা ফেরতের কথা উল্লেখ্য করে তিনি বলেন, ‘‘শতদ্রু দত্তের নামে সমর্থকরা FIR করেছে । পুলিশ FIR টা রিটেন করেছে। শতদ্রু দত্তকে আটক করা হয়েছে। আমরা চেষ্টা করব যাতে সব সমর্থক যাতে টিকিটের পুরো টাকা ফেরত পাওয়া যায়। এখন এই মুহূর্তে সব কিছু করা সম্ভব নয়। অর্গানাইজারদের সঙ্গে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব টাকা ফেরত দিয়ে দেব৷’’
মেসির অনুষ্ঠানের ইভেন্ট অর্গানারাইজার শতদ্রু দত্তকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ৷ সমর্থকদের টাকা ফেরতের কথা উল্লেখ্য করে তিনি বলেন, ‘‘শতদ্রু দত্তের নামে সমর্থকরা FIR করেছে । পুলিশ FIR টা রিটেন করেছে। শতদ্রু দত্তকে আটক করা হয়েছে। আমরা চেষ্টা করব যাতে সব সমর্থক যাতে টিকিটের পুরো টাকা ফেরত পাওয়া যায়। এখন এই মুহূর্তে সব কিছু করা সম্ভব নয়। অর্গানাইজারদের সঙ্গে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব টাকা ফেরত দিয়ে দেব৷’’
advertisement
advertisement
advertisement