Weather Forecast: রাজ্যে ঠান্ডার দাপট, দার্জিলিংয়ের পরেই দ্বিতীয় স্থানে বীরভূম, বৃহস্পতিবার আরও নামবে তাপমাত্রা? জানুন

Last Updated:
Weather Forecast: কনকনে ঠান্ডার নিরিখে রাজ্যে দ্বিতীয় স্থানে উঠে এল বীরভূম। সর্বনিম্ন তাপমাত্রার বিচারে রাজ্যে প্রথম স্থানে রয়েছে দার্জিলিং। বুধবার দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ৩.২ ডিগ্রি সেলসিয়াসে। তারপরেই রয়েছে বীরভূম জেলা।
1/5
*বীরভূম, সুদীপ্ত গড়াই: মঙ্গলবারের পর বুধবারও কনকনে ঠান্ডার নিরিখে রাজ্যে দ্বিতীয় স্থানে উঠে এল বীরভূম। সর্বনিম্ন তাপমাত্রার বিচারে রাজ্যে প্রথম স্থানে রয়েছে দার্জিলিং। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বুধবার দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ৩.২ ডিগ্রি সেলসিয়াসে। তারপরেই রয়েছে বীরভূম জেলা।
*বীরভূম, সুদীপ্ত গড়াই: মঙ্গলবারের পর বুধবারও কনকনে ঠান্ডার নিরিখে রাজ্যে দ্বিতীয় স্থানে উঠে এল বীরভূম। সর্বনিম্ন তাপমাত্রার বিচারে রাজ্যে প্রথম স্থানে রয়েছে দার্জিলিং। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বুধবার দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ৩.২ ডিগ্রি সেলসিয়াসে। তারপরেই রয়েছে বীরভূম জেলা।
advertisement
2/5
*শ্রীনিকেতন আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বুধবার শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৬ ডিগ্রি সেলসিয়াস। একই দিনে সিউড়িতে তাপমাত্রা নেমে আসে ৭.২ ডিগ্রি সেলসিয়াসে। এই তাপমাত্রা রাজ্যের অন্য কোনও জেলার তুলনায় অনেকটাই কম। শ্রীনিকেতনের এই সর্বনিম্ন তাপমাত্রা আবহাওয়া দফতরের রেকর্ড হওয়া দশটি সর্বনিম্ন তাপমাত্রার তালিকাতেও স্থান পেয়েছে।
*শ্রীনিকেতন আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বুধবার শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৬ ডিগ্রি সেলসিয়াস। একই দিনে সিউড়িতে তাপমাত্রা নেমে আসে ৭.২ ডিগ্রি সেলসিয়াসে। এই তাপমাত্রা রাজ্যের অন্য কোনও জেলার তুলনায় অনেকটাই কম। শ্রীনিকেতনের এই সর্বনিম্ন তাপমাত্রা আবহাওয়া দফতরের রেকর্ড হওয়া দশটি সর্বনিম্ন তাপমাত্রার তালিকাতেও স্থান পেয়েছে।
advertisement
3/5
*আবহাওয়া দফতর জানাচ্ছে, নিয়ম অনুযায়ী স্বাভাবিকের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি বা তার বেশি কমে গিয়ে ১০ ডিগ্রির নীচে নামলে তাকে শৈত্যপ্রবাহ বলা হয়। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে শৈত্যপ্রবাহ ঘোষণা করা হয়নি, তবে জেলায় শৈত্যপ্রবাহের সমস্ত লক্ষণই স্পষ্টভাবে দেখা যাচ্ছে বলে দাবি আধিকারিকদের।
*আবহাওয়া দফতর জানাচ্ছে, নিয়ম অনুযায়ী স্বাভাবিকের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি বা তার বেশি কমে গিয়ে ১০ ডিগ্রির নীচে নামলে তাকে শৈত্যপ্রবাহ বলা হয়। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে শৈত্যপ্রবাহ ঘোষণা করা হয়নি, তবে জেলায় শৈত্যপ্রবাহের সমস্ত লক্ষণই স্পষ্টভাবে দেখা যাচ্ছে বলে দাবি আধিকারিকদের।
advertisement
4/5
*সর্বনিম্নের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রাতেও ব্যাপক পতন, মেঘলা আবহাওয়া এবং দিনভর শীতল উত্তুরে হাওয়ার নিরবচ্ছিন্ন প্রবাহের কারণেই এ বার শীত জাঁকিয়ে বসেছে। জেরে সকাল ও সন্ধ্যায় জেলার জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে।
*সর্বনিম্নের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রাতেও ব্যাপক পতন, মেঘলা আবহাওয়া এবং দিনভর শীতল উত্তুরে হাওয়ার নিরবচ্ছিন্ন প্রবাহের কারণেই এ বার শীত জাঁকিয়ে বসেছে। জেরে সকাল ও সন্ধ্যায় জেলার জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে।
advertisement
5/5
*আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবারও জেলায় শৈত্যপ্রবাহ ও শীতল দিনের সম্ভাবনা রয়েছে। বুধবার থেকেই শুরু হয়েছে ঘন কুয়াশা। আগামী ১০ জানুয়ারি পর্যন্ত আবহাওয়ার এই পরিস্থিতি বজায় থাকতে পারে। যদিও ১০ তারিখের পর সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানানো হয়েছে।
*আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবারও জেলায় শৈত্যপ্রবাহ ও শীতল দিনের সম্ভাবনা রয়েছে। বুধবার থেকেই শুরু হয়েছে ঘন কুয়াশা। আগামী ১০ জানুয়ারি পর্যন্ত আবহাওয়ার এই পরিস্থিতি বজায় থাকতে পারে। যদিও ১০ তারিখের পর সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানানো হয়েছে।
advertisement
advertisement
advertisement