Rare Species Tortoise Rescue: নদীপাড়ে বিশালাকার কচ্ছপ পেয়ে রসিয়ে পিকনিকের প্ল্যান! মৃত্যুর মুখ থেকে পরিবেশে ফেরানো হল লুপ্তপ্রায় কাছিমকে

Last Updated:
Howrah Rare Species Tortoise Rescue: হাওড়ার বাগনানে নদীপাড় থেকে দৈত্যকা একটি কাছিম পেয়ে স্থানীয় যুবকরা পিকনিক করে তাকে খেয়ে ফেলার পরিকল্পনা করে। পরিবেশকর্মীদের সাহায্যে মৃত্যুর মুখ থেকে ফেরানো হল লুপ্তপ্রায় কাছিমকে।
1/6
মৃত্যুর মুখ থেকে পরিবেশে ফেরানো হল দৈত্যকার কাছিমকে। মানুষের খাদ্য হওয়া থেকে বাঁচিয়ে উদ্ধার হল বিরল প্রজাতির বৃহদাকার পিকক সফট শেল কাছিম। বৃহৎ আকার এই কাছিমের ওজন ১৫ কেজির অধিক। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
মৃত্যুর মুখ থেকে পরিবেশে ফেরানো হল দৈত্যকার কাছিমকে। মানুষের খাদ্য হওয়া থেকে বাঁচিয়ে উদ্ধার হল বিরল প্রজাতির বৃহদাকার পিকক সফট শেল কাছিম। বৃহৎ আকার এই কাছিমের ওজন ১৫ কেজির অধিক। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/6
হাওড়া জেলার দামোদর ও রূপনারায়ণ নদী তীরবর্তী এলাকায় সাধারণত দেখা মেলে বিরল প্রজাতির ময়ূরী কাছিম বা পিকক সফট শেল টার্টেল। এদিন বাগনান থানা এলাকার বাকসীহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভোলসার গ্রাম এলাকায় পাওয়া যায় এটিকে। সঠিক সময়ে উদ্ধার না হলে প্রাণ যেত কাছিমটির। 
হাওড়া জেলার দামোদর ও রূপনারায়ণ নদী তীরবর্তী এলাকায় সাধারণত দেখা মেলে বিরল প্রজাতির ময়ূরী কাছিম বা পিকক সফট শেল টার্টেল। এদিন বাগনান থানা এলাকার বাকসীহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভোলসার গ্রাম এলাকায় পাওয়া যায় এটিকে। সঠিক সময়ে উদ্ধার না হলে প্রাণ যেত কাছিমটির।
advertisement
3/6
গ্রাম অঞ্চলে বহু মানুষের মধ্যে অসচেতনতা রয়েছে। যে কারণে বিপদের মুখে বন্যপ্রাণ ও লুপ্তপ্রায় প্রাণীরাও। নদীপাড় থেকে কাছিমটিকে পেয়ে স্থানীয় কয়েকজন যুবক মিলে পিকনিক করে খেয়ে ফেলার পরিকল্পনা করে। সেই খবর পায় স্থানীয় বাসিন্দা বাগনানের গদি বাগুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় প্রামাণিক।
গ্রাম অঞ্চলে বহু মানুষের মধ্যে অসচেতনতা রয়েছে। যে কারণে বিপদের মুখে বন্যপ্রাণ ও লুপ্তপ্রায় প্রাণীরাও। নদীপাড় থেকে কাছিমটিকে পেয়ে স্থানীয় কয়েকজন যুবক মিলে পিকনিক করে খেয়ে ফেলার পরিকল্পনা করে। সেই খবর পায় স্থানীয় বাসিন্দা বাগনানের গদি বাগুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় প্রামাণিক।
advertisement
4/6
শিক্ষক সঞ্জয় প্রামাণিক খবর দেন অন্যএক শিক্ষক কল্লোল সেনকে। তিনি হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের আমতা ইউনিট ডট ফাউন্ডেশনের কর্ণধার দীপঙ্কর পোড়েলকে খবর পৌঁছে দেন। খবর পেয়ে দীপঙ্কর পোড়েল পরিবেশ কর্মী সঞ্জয় রায়কে সঙ্গে নিয়ে এলাকায় পৌঁছে কাছিমটি উদ্ধার করেন।
শিক্ষক সঞ্জয় প্রামাণিক খবর দেন অন্যএক শিক্ষক কল্লোল সেনকে। তিনি হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের আমতা ইউনিট ডট ফাউন্ডেশনের কর্ণধার দীপঙ্কর পোড়েলকে খবর পৌঁছে দেন। খবর পেয়ে দীপঙ্কর পোড়েল পরিবেশ কর্মী সঞ্জয় রায়কে সঙ্গে নিয়ে এলাকায় পৌঁছে কাছিমটি উদ্ধার করেন।
advertisement
5/6
দ্রুততার সঙ্গে কয়েক কিলোমিটার দূর থেকে পরিবেশকর্মীরা পৌঁছে কাছিমটিকে উদ্ধার করে। এই সমস্ত প্রাণী পরিবেশে বিলুপ্তপ্রায়। এদের মারা, ধরা বা খেয়ে ফেলার মতো ঘটনা দণ্ডনীয় অপরাধ। সে বিষয়ে স্থানীয় মানুষকে অবগত করেন পরিবেশ কর্মীরা। বিলুপ্তপ্রায় প্রাণীকে সুরক্ষিত রাখতে দীপঙ্কর পোড়েল এলাকাবাসীকে জানান, এই ধরনের কাজ করা বেআইনি। এদের খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।
দ্রুততার সঙ্গে কয়েক কিলোমিটার দূর থেকে পরিবেশকর্মীরা পৌঁছে কাছিমটিকে উদ্ধার করে। এই সমস্ত প্রাণী পরিবেশে বিলুপ্তপ্রায়। এদের মারা, ধরা বা খেয়ে ফেলার মতো ঘটনা দণ্ডনীয় অপরাধ। সে বিষয়ে স্থানীয় মানুষকে অবগত করেন পরিবেশ কর্মীরা। বিলুপ্তপ্রায় প্রাণীকে সুরক্ষিত রাখতে দীপঙ্কর পোড়েল এলাকাবাসীকে জানান, এই ধরনের কাজ করা বেআইনি। এদের খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।
advertisement
6/6
পরিবেশকর্মী সায়ন দে, শিক্ষক সৌমেন মণ্ডল, পার্থসারথী চন্দ্র প্রমুখকে নিয়ে দীপঙ্কর পোড়েল এলাকারই একটি জলাভূমিতে কাছিমটিকে মুক্ত করে দেন। পরিবেশকর্মীদের তৎপরতায় প্রাণ বাঁচল বিরল ও বৃহদাকার কাছিমটির। তাতে খুশি পরিবেশকর্মী ও সচেতনী শিক্ষক-সহ স্থানীয় মানুষ। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
পরিবেশকর্মী সায়ন দে, শিক্ষক সৌমেন মণ্ডল, পার্থসারথী চন্দ্র প্রমুখকে নিয়ে দীপঙ্কর পোড়েল এলাকারই একটি জলাভূমিতে কাছিমটিকে মুক্ত করে দেন। পরিবেশকর্মীদের তৎপরতায় প্রাণ বাঁচল বিরল ও বৃহদাকার কাছিমটির। তাতে খুশি পরিবেশকর্মী ও সচেতনী শিক্ষক-সহ স্থানীয় মানুষ। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
advertisement
advertisement