Rare Species Tortoise Rescue: নদীপাড়ে বিশালাকার কচ্ছপ পেয়ে রসিয়ে পিকনিকের প্ল্যান! মৃত্যুর মুখ থেকে পরিবেশে ফেরানো হল লুপ্তপ্রায় কাছিমকে
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Howrah Rare Species Tortoise Rescue: হাওড়ার বাগনানে নদীপাড় থেকে দৈত্যকা একটি কাছিম পেয়ে স্থানীয় যুবকরা পিকনিক করে তাকে খেয়ে ফেলার পরিকল্পনা করে। পরিবেশকর্মীদের সাহায্যে মৃত্যুর মুখ থেকে ফেরানো হল লুপ্তপ্রায় কাছিমকে।
advertisement
advertisement
গ্রাম অঞ্চলে বহু মানুষের মধ্যে অসচেতনতা রয়েছে। যে কারণে বিপদের মুখে বন্যপ্রাণ ও লুপ্তপ্রায় প্রাণীরাও। নদীপাড় থেকে কাছিমটিকে পেয়ে স্থানীয় কয়েকজন যুবক মিলে পিকনিক করে খেয়ে ফেলার পরিকল্পনা করে। সেই খবর পায় স্থানীয় বাসিন্দা বাগনানের গদি বাগুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় প্রামাণিক।
advertisement
advertisement
দ্রুততার সঙ্গে কয়েক কিলোমিটার দূর থেকে পরিবেশকর্মীরা পৌঁছে কাছিমটিকে উদ্ধার করে। এই সমস্ত প্রাণী পরিবেশে বিলুপ্তপ্রায়। এদের মারা, ধরা বা খেয়ে ফেলার মতো ঘটনা দণ্ডনীয় অপরাধ। সে বিষয়ে স্থানীয় মানুষকে অবগত করেন পরিবেশ কর্মীরা। বিলুপ্তপ্রায় প্রাণীকে সুরক্ষিত রাখতে দীপঙ্কর পোড়েল এলাকাবাসীকে জানান, এই ধরনের কাজ করা বেআইনি। এদের খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।
advertisement







