West Medinipur News: বইয়ের পড়া বাদ দিয়ে এভাবে পড়াশোনার পাঠদান, প্রাথমিক বিদ্যালয়ের ভাবনা চমকে দেবে

Last Updated:
West Medinipur News: কোথাও লুডু খেলার মধ্য দিয়ে বর্ণপরিচয় কিংবা সংখ্যা নির্বাচন, অন্যদিকে একসঙ্গে বিদ্যালয়ে বেঁধে থাকার জন্য বিশেষ ভাবনা। বিদ্যালয়ের কর্তৃপক্ষের অভিনব আয়োজন।
1/6
নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: প্রতিদিন ছক করে পড়াশোনা, বিদ্যালয়ে বেশ কিছুটা সময় কাটান, ছাত্র-ছাত্রীদের কাছে সারাটা বছর বেশ বোঝার থাকে। তবে ফাইনাল পরীক্ষা শেষে কিছুটা স্বস্তি পায় তারা। প্রাক প্রাথমিক থেকে পরীক্ষা ব্যবস্থা চালুর কারণে ছক ভাঙা বেশ কষ্টসাধ্য। তাই এবার পরীক্ষার শেষে এক অনন্য ভাবনা বিদ্যালয়ের। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: প্রতিদিন ছক করে পড়াশোনা, বিদ্যালয়ে বেশ কিছুটা সময় কাটান, ছাত্র-ছাত্রীদের কাছে সারাটা বছর বেশ বোঝার থাকে। তবে ফাইনাল পরীক্ষা শেষে কিছুটা স্বস্তি পায় তারা। প্রাক প্রাথমিক থেকে পরীক্ষা ব্যবস্থা চালুর কারণে ছক ভাঙা বেশ কষ্টসাধ্য। তাই এবার পরীক্ষার শেষে এক অনন্য ভাবনা বিদ্যালয়ের। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
2/6
দিন কয়েক আগেই শেষ হয়েছে প্রাথমিকের পরীক্ষা। ছাত্র-ছাত্রীদের কাছে বেশ আনন্দের এই কটা দিন। কারণ ফের শুরু হবে পড়াশোনা। তবে ছাত্র-ছাত্রীদের মধ্যে পড়াশোনার ভীতি কাটাতে অভিনব ভাবনা বিদ্যালয়ের কর্তৃপক্ষের। এবার শীতের আমেজে খোলা মাঠে খেলার ছলে পড়াশোনা করল খুদেরা। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
দিন কয়েক আগেই শেষ হয়েছে প্রাথমিকের পরীক্ষা। ছাত্র-ছাত্রীদের কাছে বেশ আনন্দের এই ক'টা দিন। কারণ ফের শুরু হবে পড়াশোনা। তবে ছাত্র-ছাত্রীদের মধ্যে পড়াশোনার ভীতি কাটাতে অভিনব ভাবনা বিদ্যালয়ের কর্তৃপক্ষের। এবার শীতের আমেজে খোলা মাঠে খেলার ছলে পড়াশোনা করল খুদেরা। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
3/6
শিক্ষকেরাও নাচছেন, নাচের মধ্য দিয়ে শেখাচ্ছেন পড়াশোনার পাঠ। আর তা যেন লুফে নিচ্ছে খুদেরা। শুধু তাই নয় তাদের এই অনাবিল আনন্দে মেতেছেন অভিভাবকেরাও। বইয়ের পড়া বাদ দিয়ে গানে গানে, খেলার ছলে পাঠ গ্রহন করছে পড়ুয়ারা। একদিকে পিকনিকের মরশুম আর অন্যদিকে পড়াশোনার আনন্দ। বইয়ের পড়া বাদ দিয়ে খোলা মাঠেই পড়াশোনা করল পড়ুয়ারা।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
শিক্ষকেরাও নাচছেন, নাচের মধ্য দিয়ে শেখাচ্ছেন পড়াশোনার পাঠ। আর তা যেন লুফে নিচ্ছে খুদেরা। শুধু তাই নয় তাদের এই অনাবিল আনন্দে মেতেছেন অভিভাবকেরাও। বইয়ের পড়া বাদ দিয়ে গানে গানে, খেলার ছলে পাঠ গ্রহন করছে পড়ুয়ারা। একদিকে পিকনিকের মরশুম আর অন্যদিকে পড়াশোনার আনন্দ। বইয়ের পড়া বাদ দিয়ে খোলা মাঠেই পড়াশোনা করল পড়ুয়ারা।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
4/6
বিদ্যালয় এর অধ্যক্ষ সিদ্ধার্থ মিশ্র বলেন, তথাকথিত বইয়ের পড়া বাদ দিয়ে ছাত্র-ছাত্রীদের চাপ মুক্তি দিতে এই বিশেষ ভাবনা। শুধু বইয়ের পড়া নয়, খোলা মাঠে নাচ গান আনন্দের সঙ্গে তাদের পাঠদানে এই ভাবনা। ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অভিভাবকরাও অংশ নিয়েছিলেন এই বিশেষ আয়োজনে। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
বিদ্যালয় এর অধ্যক্ষ সিদ্ধার্থ মিশ্র বলেন, তথাকথিত বইয়ের পড়া বাদ দিয়ে ছাত্র-ছাত্রীদের চাপ মুক্তি দিতে এই বিশেষ ভাবনা। শুধু বইয়ের পড়া নয়, খোলা মাঠে নাচ গান আনন্দের সঙ্গে তাদের পাঠদানে এই ভাবনা। ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অভিভাবকরাও অংশ নিয়েছিলেন এই বিশেষ আয়োজনে। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
5/6
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের ভগবতী দেবীর শিক্ষা নিকেতনের প্রায় শতাধিক পড়ুয়া ও অভিভাবকদের নিয়ে বিশেষ এই এডুকেশনাল এক্সকারশন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। খেলার ছলে পাঠগ্রহন করে প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের ভগবতী দেবীর শিক্ষা নিকেতনের প্রায় শতাধিক পড়ুয়া ও অভিভাবকদের নিয়ে বিশেষ এই এডুকেশনাল এক্সকারশন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। খেলার ছলে পাঠগ্রহন করে প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
6/6
কোথাও লুডু খেলার মধ্য দিয়ে বর্ণপরিচয় কিংবা সংখ্যা নির্বাচন, অন্যদিকে একসঙ্গে বিদ্যালয়ে বেঁধে থাকার জন্য বিশেষ ভাবনা। বিদ্যালয়ের কর্তৃপক্ষের এহেন আয়োজন এবং পাঠ্যপুস্তক এর পড়াশোনা থেকে এক আলাদা উদ্যোগে খুশি অভিভাবক থেকে শিক্ষা অনুরাগীরা।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
কোথাও লুডু খেলার মধ্য দিয়ে বর্ণপরিচয় কিংবা সংখ্যা নির্বাচন, অন্যদিকে একসঙ্গে বিদ্যালয়ে বেঁধে থাকার জন্য বিশেষ ভাবনা। বিদ্যালয়ের কর্তৃপক্ষের এহেন আয়োজন এবং পাঠ্যপুস্তক এর পড়াশোনা থেকে এক আলাদা উদ্যোগে খুশি অভিভাবক থেকে শিক্ষা অনুরাগীরা।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
advertisement
advertisement