আসছে ‘রিভার্সাল পয়েন্ট’, পরিকাঠামো উন্নয়ন হতে পারে শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের
- Published by:Sanjukta Sarkar
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
কবি সুভাষ মেট্রো স্টেশন ভাঙা শুরু হলে, লাইনে রেল চলাচল করানো হবে না। কবি সুভাষ স্টেশনে ফাটলের জেরে স্টেশন সংষ্কার হচ্ছে। ফলে সেখান থেকে ট্রেন চলাচল অনিয়মিত হয়ে পড়েছে।
কলকাতা: কবি সুভাষ স্টেশনে ফাটলের জেরে স্টেশন সংষ্কার হচ্ছে। ফলে সেখান থেকে ট্রেন চলাচল অনিয়মিত হয়ে পড়েছে। মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি. উদয় কুমার রেড্ডি এই প্রসঙ্গে জানিয়েছেন, “এই পরিস্থিতিতে শহিদ ক্ষুদিরামে ট্র্যাক পরিবর্তনের জন্য ‘রিভার্সাল পয়েন্ট’ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে এর জন্য নতুন পরিকাঠামো ও সিগন্যালিং ব্যবস্থার উন্নয়ন জরুরি, এবং আপাতত এই প্রকল্পের নির্দিষ্ট সময়সীমা নির্ধারিত হয়নি।”
কবি সুভাষে বড় মেরামতির পরিকল্পনা ইতিমধ্যেই নেওয়া হয়েছে। জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি জানিয়েছেন, আপ প্ল্যাটফর্ম যা দক্ষিণেশ্বরগামী ট্রেনের জন্য সম্পূর্ণভাবে ভেঙে ফেলে পুনর্নির্মাণে কমপক্ষে ৯ মাস সময় লাগবে।
advertisement
advertisement
ইতিমধ্যেই ছাদের বড় অংশ ভেঙে ফেলা হয়েছে, পরবর্তী ধাপে ভাঙা হবে প্ল্যাটফর্ম ও পিলার। একবার কাজ শুরু হলে, স্টেশনটি দিয়ে কোনও ট্রেনের যাতায়াত সম্ভব হবে না বলেও জানান তিনি।প্ল্যাটফর্মের পিলারে ফাটল ধরা পড়ায় নিউ গড়িয়া সংলগ্ন কবি সুভাষ স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল আপাতত বন্ধ। অনুমান, বছরখানেক লেগে যেতে পারে প্ল্যাটফর্ম সম্পূর্ণ মেরামত হতে।
advertisement
তত দিন পর্যন্ত উত্তর-দক্ষিণ মেট্রো শাখার দক্ষিণের প্রান্তিক স্টেশন হবে শহিদ ক্ষুদিরাম। এই পরিস্থিতিতে যাত্রী পরিষেবা বিঘ্নিতও হতে পারে বলে আশঙ্কা।
advertisement
মেট্রো কর্তৃপক্ষের দাবি, এত দিন যে ভাবে মেট্রো চলাচল করেছে, তেমনই চলবে। মেট্রোর সময়সূচি বদলের কোনও সম্ভাবনা আপাতত নেই। ফলে যাত্রী পরিষেবা বিঘ্নিত হওয়ার প্রশ্ন উঠছে না। গোটা ব্যবস্থায় শুধু একটাই বদল হচ্ছে— এ বার মেট্রো আর কবি সুভাষ পর্যন্ত যাবে না। দক্ষিণেশ্বর থেকে আগত মেট্রোর শেষ এবং প্রান্তিক স্টেশন হবে শহিদ ক্ষুদিরাম।
advertisement
কবি সুভাষে রেক চলাচলে এখনও পর্যন্ত কোনও সমস্যা নেই। যত সমস্যা প্ল্যাটফর্মে। যে পিলারের উপর প্ল্যাটফর্মের শেড, তাতে ফাটল দেখা দিয়েছে। তবে পরবর্তীকালে প্ল্যাটফর্মের মেরামতির কাজ শুরু হলে লাইনে রেক যাতায়াতে কোনও সমস্যা হবে কি না তা নিয়ে আলোচনা চলছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 08, 2025 11:25 AM IST