দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস, বাড়তি পাওনা হায়দরাবাদের আতশবাজি প্রদর্শনী, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকুন

Last Updated:

Dussehra in Kharagpur: প্রায় এক শতকেরও বেশি সময় ধরে রেল শহর খড়্গপুরে আয়োজন করা হয় দশেরা উৎসবের। একশ বছরের দীর্ঘ জার্নি পার করে ১০১'তম বর্ষের 'রাবণ দহন' অনুষ্ঠান উদযাপিত হল 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে।

+
রেল

রেল শহর খড়্গপুরে দশেরা উদযাপন

খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: বিভিন্ন ভাষার মানুষের বসবাস রেল শহর খড়্গপুরে। এখানে যেমন একদিকে আয়োজন হয়, মাতা পুজোর, তেমনই দেবী দশভুজা দুর্গার আরাধনায় মেতে উঠেন সকলে। তবে প্রায় এক শতকেরও বেশি সময় ধরে রেল শহর খড়্গপুরে আয়োজন করা হয় দশেরা উৎসবের। একশ বছরের দীর্ঘ জার্নি পার করে ১০১’তম বর্ষের ‘রাবণ দহন’ অনুষ্ঠান উদযাপিত হল ‘মিনি ইন্ডিয়া’ খড়্গপুরে। প্রথমের দিকে প্রবল বৃষ্টি বাধ সাঁধলেও পরবর্তীতে সন্ধ্যা নাগাদ বৃষ্টি কমতে রাবণ দহন উৎসব অনুষ্ঠিত হল খড়্গপুরে।
বৃষ্টি-দুর্যোগ কেটে গেলে বৃহস্পতিবার সন্ধ্যায় খড়্গপুর শহরের ১৮নং ওয়ার্ডের নিউ সেটেলমেন্ট এলাকার রাবণ পোড়া মাঠে সুষ্ঠুভাবেই রাবণ বধ বা রাবণ দহন অনুষ্ঠান আয়োজিত হয়। হায়দরাবাদের আতশবাজি প্রদর্শনী ঘিরে ব্যাপক উৎসাহ ছিল উপস্থিত হাজার হাজার দর্শকদের মধ্যে।
আরও পড়ুনঃ ১ মিনিটের সাইক্লোন! লণ্ডভণ্ড নদিয়ার হরিণঘাটা, ৩০-৩৫টি বাড়ি ধসল, ভাঙল পাঁচিল, সাংঘাতিক পরিস্থিতি এলাকায়
রিমোট কন্ট্রোলের সাহায্যে রাবণ দহন বা রাবণ বধ করেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। মূলত, প্রতীকী রাবণ তৈরি করে আতশবাজি লাগিয়ে তাকে পোড়ানো হয়। বিজয়া দশমীর দিন এই উৎসব পালিত হয় রেল শহর খড়্গপুরে। প্রতিবছরের মতো এবছরও আয়োজন করা হয়েছিল রাবণ দহন উৎসবের।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশ সুপার-সহ জেলা পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ছাড়াও এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তথা দশেরা কমিটির সভাপতি প্রদীপ সরকার-সহ অন্যান্যরাও। উল্লেখ্য যে, খড়্গপুর শহরের এই ঐতিহ্যমণ্ডিত দশেরা উৎসব বা রাবণ বধ অনুষ্ঠান উপলক্ষে আগেই শুভেচ্ছা-বার্তা পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মিনি ইন্ডিয়া খড়্গপুরে প্রায় শতবর্ষ প্রাচীন এই রাবণ দহন উৎসবকে ঘিরে শুধু খড়্গপুরের নয় জেলার বিভিন্ন প্রান্তের মানুষের উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস, বাড়তি পাওনা হায়দরাবাদের আতশবাজি প্রদর্শনী, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকুন
Next Article
advertisement
Saudi Arabia Bus Accident: মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, সৌদি আরবে মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ অনেকে
মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ বহু
  • সৌদি আরবের মদিনায় ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • অন্তত ৪২ জন ভারতীয়ের মৃত্যুর আশঙ্কা৷

  • মক্কা থেকে মদিনা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তীর্থযাত্রীরা৷

VIEW MORE
advertisement
advertisement