১ মিনিটের সাইক্লোন! লণ্ডভণ্ড নদিয়ার হরিণঘাটা, ৩০-৩৫টি বাড়ি ধসল, ভাঙল পাঁচিল, সাংঘাতিক পরিস্থিতি এলাকায়

Last Updated:

Nadia Cyclone: এক মিনিটের সাইক্লোনে লণ্ডভণ্ড হয়ে গেল নদিয়ার হরিণঘাটা। বহু বাড়ি ভেঙে পড়েছে। ক্ষতি হয়েছে ফসলের ক্ষেতের। ঝড়ের তাণ্ডব শেষে বেলা ১১টার দিকে শুরু হয় প্রবল ঝড়বৃষ্টি। আচমকা প্রাকৃতিক দুর্যোগে আতঙ্কে এলাকাবাসী। 

এক মিনিটের সাইক্লোনে লণ্ডভণ্ড নদিয়ার হরিণঘাটা
এক মিনিটের সাইক্লোনে লণ্ডভণ্ড নদিয়ার হরিণঘাটা
নদিয়া, রঞ্জিত সরকার: এক মিনিটের সাইক্লোন আর তাতেই লণ্ডভণ্ড হয়ে গেল নদিয়ার হরিণঘাটার একাধিক গ্রাম। প্রবল ঝড়ে ক্ষতিগ্রস্ত হল নদিয়ার হরিণঘাটা ব্লকের অন্তর্গত বিরহী-২ গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর এলাকার একাধিক গ্রাম। বহু বাড়ি ভেঙে পড়েছে। ক্ষতি হয়েছে ফসলের ক্ষেতের। ঝড়ের তাণ্ডব শেষে বেলা ১১টার দিকে শুরু হয় প্রবল ঝড়বৃষ্টি। আচমকা প্রাকৃতিক দুর্যোগে আতঙ্কে এলাকাবাসী।
শুক্রবার ভোরে আচমকাই প্রবল ঝড় ওঠে। মাত্র ১ মিনিটের সাইক্লোনের মতোই ঝড়ে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিন হঠাৎ করেই শুরু হয় প্রবল বেগের হাওয়া। ঝড়ের জেরে গ্রামের জনজীবন কার্যত থমকে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝড়ে নারায়ণপুর এলাকার অন্তত ৩০ থেকে ৩৫টি কাঁচা ও টিনের ছাউনি দেওয়া বাড়ি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। বহু বাড়ির টিনের ছাউনি উড়ে গিয়ে পড়েছে কয়েক হাত দূরে।
advertisement
advertisement
হঠাৎ করেই ঘন কালো মেঘে আকাশ ঢেকে যায় এদিন। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় ঝড়। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, ঝড়ের সময় এতটাই শব্দ হচ্ছিল যে অনেকেই ভয় পেয়ে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। চাষবাসেও এই ঝড়ের ব্যাপক প্রভাব পড়েছে। বহু ধান, সবজি ও অন্যান্য শাক-সবজিরও ক্ষতি হয়েছে। কলাচাষ বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু কলাগাছ ঝড়ের দাপটে মাটিতে লুটিয়ে পড়েছে। একইসঙ্গে বহু বাড়ির চারপাশে থাকা ইটের ও কাঁটাতারের পাঁচিলও ভেঙে পড়েছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
১ মিনিটের সাইক্লোন! লণ্ডভণ্ড নদিয়ার হরিণঘাটা, ৩০-৩৫টি বাড়ি ধসল, ভাঙল পাঁচিল, সাংঘাতিক পরিস্থিতি এলাকায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement