সাবধান! DJ বাজিয়ে নাচ-গানে ইতি! বক্রেশ্বরে আটক ‘শব্দদানব’, বিসর্জন যাত্রায় কড়া নজরদারি

Last Updated:

DJ Box Detained: দুবরাজপুরে পুলিশের তৎপরতায় আটক হল শব্দদানব ডিজে বক্স। পুজো উপলক্ষে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং আইন কার্যকর করতে পুলিশের এই অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

শব্দদানব ডিজে বক্স আটক করল দুবরাজপুর থানার পুলিশ
শব্দদানব ডিজে বক্স আটক করল দুবরাজপুর থানার পুলিশ
দুবরাজপুর, বীরভূম, সুদীপ্ত গড়াই: দুর্গাপুজোর বিসর্জন ঘিরে জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করেছে বীরভূম জেলা পুলিশ। তারই অংশ হিসেবে দুবরাজপুর থানার উদ্যোগে শুক্রবার অভিযান চালিয়ে আটক করা হল এক শব্দদানব ডিজে বক্স।
সূত্রের খবর, সিউড়ির কুখুডিহি এলাকা থেকে ওই ডিজে বক্স বিসর্জনের উদ্দেশ্যে বক্রেশ্বরের দিকে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে দুবরাজপুর থানার পুলিশ বক্রেশ্বরের কাছে নাকা চেকিংয়ের মাধ্যমে সেটি আটক করে। পুলিশ জানিয়েছে, দুর্গাপুজোকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনভাবেই বিঘ্নিত না হয়, সেদিকে বিশেষ নজর রাখা হয়েছে।
আরও পড়ুনঃ বিসর্জনের বিষাদের মাঝেই মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণ! মৃত্যু মহিলার, বাড়িতে কীভাবে এল বোমা? রহস্য
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ডিজে বক্স বাজিয়ে বিসর্জনের সময় অশান্তি ও শব্দ দূষণের আশঙ্কা ছিল। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে, কোনোভাবেই এলাকায় ডিজে বক্স বাজানো যাবে না। সেই নিয়ম কার্যকর করতেই এমন পদক্ষেপ নিল পুলিশ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ নার্সিংহোমের ব্যালকনি থেকে আচমকাই ঝাঁপ! সদ্যোজাতের মায়ের করুণ পরিণতি, গঙ্গারামপুরে শোরগোল
দুবারাজপুর থানার এক আধিকারিক জানান, ‘আমাদের কাছে আগে থেকেই খবর ছিল যে, বাইরে থেকে ডিজে বক্স এনে এখানে বাজানোর পরিকল্পনা রয়েছে। সেই সূত্র ধরে অভিযান চালিয়ে আমরা তা আটক করেছি। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে’।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষও। তাঁদের দাবি, উৎসবের আনন্দ যেমন আছে, তেমনই শব্দ দূষণ ও অশান্তি এড়ানোও জরুরি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সাবধান! DJ বাজিয়ে নাচ-গানে ইতি! বক্রেশ্বরে আটক ‘শব্দদানব’, বিসর্জন যাত্রায় কড়া নজরদারি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতায় ফের পারদপতন ! শীতের আমেজ রাজ্যের সর্বত্র, জারি কুয়াশার সতর্কতা
কলকাতায় ফের পারদপতন ! শীতের আমেজ রাজ্যের সর্বত্র, জারি কুয়াশার সতর্কতা
  • কলকাতায় ফের পারদপতন !

  • শীতের আমেজ রাজ্যের সর্বত্র

  • জারি কুয়াশার সতর্কতা

VIEW MORE
advertisement
advertisement