Durga Puja 2025 : কোথায় বিষাদ, কোথায় দুঃখ! এখানে তো সবে শুরু! দশমীতে বিদায় নয়, বরং বোধন হয় দেবীর
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Durga Puja 2025 : দশমীর পর দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের পরও উত্তরবঙ্গের চাষি পরিবারগুলিতে উমা ভান্ডানি রূপে কয়েকদিন বিশ্রাম নেন।পালিত হয় ভান্ডানি পুজো।
advertisement
advertisement
উত্তরের রাজবংশী সমাজে ভান্ডানি দেবী উমার এক ভিন্ন রূপ হিসেবে বেশি পরিচিত। অনেকেই তাঁকে 'বন দুর্গা' বলেও উল্লেখ করেন। বিভিন্ন গল্পের মাধ্যমে এই আচার প্রচলিত হয়েছে। এক কাহিনিতে বলা হয়, দশমীর পর প্রতিমা বিসর্জনের সময় দেবী শ্বশুর বাড়ি যাওয়ার পথে যাত্রা শুরু করলেও ক্লান্তি দূর করার জন্য চাষির ঘরে ভান্ডানি রূপে কিছুদিন বিশ্রাম নেন।
advertisement
advertisement
দশমীর রাতে পুরহিতরা দুধ, দই, চিনি ও বাতাসায় সাজিয়ে দেবীর নৈবেদ্য দেন এবং একাদশীর ভোরে পুজো শেষ হয়। দিন বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিটি মণ্ডপে ভক্ত ও পরিবারের সদস্যদের ভিড় উপচে পড়ে। দশমীতে মায়ের বিদায়ের বিষাদের সুর শোনা যায়, সেখানে চাষি পরিবারগুলি মেতে ওঠে এই উৎসবে। <strong>(ছবি ও তথ্য - অনন্যা দে)</strong>









