Durga Puja 2025 : কোথায় বিষাদ, কোথায় দুঃখ! এখানে তো সবে শুরু! দশমীতে বিদায় নয়, বরং বোধন হয় দেবীর

Last Updated:
Durga Puja 2025 : দশমীর পর দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের পরও উত্তরবঙ্গের চাষি পরিবারগুলিতে উমা ভান্ডানি  রূপে কয়েকদিন বিশ্রাম নেন।পালিত হয় ভান্ডানি পুজো।
1/5
আলিপুরদুয়ার, অনন্যা দে: দশমীর পর দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের পরও উত্তরবঙ্গের চাষি পরিবারগুলিতে উমা ভান্ডানি রূপে কয়েকদিন বিশ্রাম নেন।পালিত হয় ভান্ডানি পুজো।বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে দেখা যায় এই পুজো হতে।
দশমীর পর দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের পরও উত্তরবঙ্গের চাষি পরিবারগুলিতে উমা ভান্ডানি রূপে কয়েকদিন বিশ্রাম নেন। পালিত হয় ভান্ডানি পুজো।বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে দেখা যায় এই পুজো হতে। <strong>(ছবি ও তথ্য - অনন্যা দে)</strong>
advertisement
2/5
তিস্তা ও তোর্ষা নদীর তীরে বরাবর এই নিয়ম বহু প্রজন্ম ধরে চলে আসছে। বিশ্বাস অনুযায়ী, একাদশী তিথি থেকে শুরু করে রাজবংশী চাষি পরিবারগুলি শস্যের সফলতা, পরিবারে শান্তি ও সমৃদ্ধি কামনায় এই বিশেষ প্রার্থনা করেন।
তিস্তা ও তোর্ষা নদীর তীরে বরাবর এই নিয়ম বহু প্রজন্ম ধরে চলে আসছে। বিশ্বাস অনুযায়ী, একাদশী তিথি থেকে শুরু করে রাজবংশী চাষি পরিবারগুলি শস্যের সফলতা, পরিবারে শান্তি ও সমৃদ্ধি কামনায় এই বিশেষ প্রার্থনা করেন।
advertisement
3/5
উত্তরের রাজবংশী সমাজে ভান্ডানি দেবী উমার এক ভিন্ন রূপ হিসেবে বেশি পরিচিত। অনেকেই তাঁকে 'বন দুর্গা' বলেও উল্লেখ করেন। বিভিন্ন গল্পের মাধ্যমে এই আচার প্রচলিত হয়েছে। এক কাহিনিতে বলা হয়, দশমীর পর প্রতিমা বিসর্জনের সময় দেবী শ্বশুর বাড়ি যাওয়ার পথে যাত্রা শুরু করলেও ক্লান্তি দূর করার জন্য চাষির ঘরে ভান্ডানি রূপে কিছুদিন বিশ্রাম নেন।
উত্তরের রাজবংশী সমাজে ভান্ডানি দেবী উমার এক ভিন্ন রূপ হিসেবে বেশি পরিচিত। অনেকেই তাঁকে 'বন দুর্গা' বলেও উল্লেখ করেন। বিভিন্ন গল্পের মাধ্যমে এই আচার প্রচলিত হয়েছে। এক কাহিনিতে বলা হয়, দশমীর পর প্রতিমা বিসর্জনের সময় দেবী শ্বশুর বাড়ি যাওয়ার পথে যাত্রা শুরু করলেও ক্লান্তি দূর করার জন্য চাষির ঘরে ভান্ডানি রূপে কিছুদিন বিশ্রাম নেন।
advertisement
4/5
রাজবংশী চাষি পরিবাররা কখনও একাদশী থেকে তিন দিনের মধ্যে, আবার কখনও লক্ষ্মী পূর্ণিমার দিন দেবীর কাছে শস্য রক্ষা ও পরিবারের মঙ্গল কামনা করেন। আলিপুরদুয়ার জেলায় বিভিন্ন এলাকায় পূজিতা হচ্ছেন দেবী ভান্ডানি।শতবর্ষ প্রাচীন পুজো রয়েছে এই জেলায়।
রাজবংশী চাষি পরিবাররা কখনও একাদশী থেকে তিন দিনের মধ্যে, আবার কখনও লক্ষ্মী পূর্ণিমার দিন দেবীর কাছে শস্য রক্ষা ও পরিবারের মঙ্গল কামনা করেন। আলিপুরদুয়ার জেলায় বিভিন্ন এলাকায় পূজিতা হচ্ছেন দেবী ভান্ডানি। শতবর্ষ প্রাচীন পুজো রয়েছে এই জেলায়।
advertisement
5/5
দশমীর রাতে পুরহিতরা দুধ, দই, চিনি ও বাতাসায় সাজিয়ে দেবীর নৈবেদ্য দেন এবং একাদশীর ভোরে পুজো শেষ হয়। দিন বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিটি মণ্ডপে ভক্ত ও পরিবারের সদস্যদের ভিড় উপচে পড়ে। দশমীতে মায়ের বিদায়ের বিষাদের সুর শোনা যায়, সেখানে চাষি পরিবারগুলি মেতে ওঠে এই উৎসবে।
দশমীর রাতে পুরহিতরা দুধ, দই, চিনি ও বাতাসায় সাজিয়ে দেবীর নৈবেদ্য দেন এবং একাদশীর ভোরে পুজো শেষ হয়। দিন বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিটি মণ্ডপে ভক্ত ও পরিবারের সদস্যদের ভিড় উপচে পড়ে। দশমীতে মায়ের বিদায়ের বিষাদের সুর শোনা যায়, সেখানে চাষি পরিবারগুলি মেতে ওঠে এই উৎসবে। <strong>(ছবি ও তথ্য - অনন্যা দে)</strong>
advertisement
advertisement
advertisement