আর শালিমার নয়....! হাওড়া থেকেই ছাড়বে ধৌলি, করমন্ডল-সহ একগুচ্ছ দূরপাল্লার ট্রেন, দেখে নিন 'কমপ্লিট' সময়সূচি!

Last Updated:
Indian Railways: চেন্নাই যাবার জন্য করমন্ডল এক্সপ্রেস হোক কিংবা হাওড়া পুরি ধৌলি এক্সপ্রেস, ট্রেন ধরতে গেলে যেতে হত শালিমার স্টেশনে। তবে নতুন বছরে নতুন চমক দক্ষিণ পূর্ব রেলের। এবার সরাসরি হাওড়া থেকে গুরুত্বপূর্ণ একাধিক ট্রেন।
1/10
চেন্নাই যাবার জন্য করমণ্ডল এক্সপ্রেস হোক কিংবা হাওড়া পুরি ধৌলি এক্সপ্রেস, ট্রেন ধরতে গেলে যেতে হত শালিমার স্টেশনে। তবে নতুন বছরে নতুন চমক দক্ষিণ পূর্ব রেলের। এবার সরাসরি হাওড়া থেকে গুরুত্বপূর্ণ একাধিক ট্রেন।
চেন্নাই যাবার জন্য করমণ্ডল এক্সপ্রেস হোক কিংবা হাওড়া পুরি ধৌলি এক্সপ্রেস, ট্রেন ধরতে গেলে যেতে হত শালিমার স্টেশনে। তবে নতুন বছরে নতুন চমক দক্ষিণ পূর্ব রেলের। এবার সরাসরি হাওড়া থেকে গুরুত্বপূর্ণ একাধিক ট্রেন।
advertisement
2/10
বদলে গেল লোকাল থেকে এক্সপ্রেস ট্রেনের সময়সূচী। রেলযাত্রীদের জন্য জরুরি খবর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ।একাধিক ট্রেনের স্টেশন ও সময় বদল করেছে রেল কর্তৃপক্ষ।
বদলে গেল লোকাল থেকে এক্সপ্রেস ট্রেনের সময়সূচী। রেলযাত্রীদের জন্য জরুরি খবর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ।একাধিক ট্রেনের স্টেশন ও সময় বদল করেছে রেল কর্তৃপক্ষ।
advertisement
3/10
দক্ষিণ পূর্ব রেলের (SER) নতুন টাইম টেবিল–২০২৬ কার্যকর হয়েছে ১ জানুয়ারি, ২০২৬ থেকে। নতুন সময়সূচিতে একাধিক ট্রেনের টার্মিনাল পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত রেলের। যাত্রা সময় সংশোধন ও ট্রেন নম্বর বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেল সূত্রে জানানো হয়েছে।
দক্ষিণ পূর্ব রেলের (SER) নতুন টাইম টেবিল–২০২৬ কার্যকর হয়েছে ১ জানুয়ারি, ২০২৬ থেকে। নতুন সময়সূচিতে একাধিক ট্রেনের টার্মিনাল পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত রেলের। যাত্রা সময় সংশোধন ও ট্রেন নম্বর বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেল সূত্রে জানানো হয়েছে।
advertisement
4/10
রেল কর্তৃপক্ষের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, কিছু গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেন আর শালিমার নয়, হাওড়া স্টেশন থেকেই যাত্রা শুরু ও শেষ করবে। এর ফলে গাড়ি ভাড়া করে শালিমার স্টেশন পৌঁছতে হবে না যাত্রীদের।
রেল কর্তৃপক্ষের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, কিছু গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেন আর শালিমার নয়, হাওড়া স্টেশন থেকেই যাত্রা শুরু ও শেষ করবে। এর ফলে গাড়ি ভাড়া করে শালিমার স্টেশন পৌঁছতে হবে না যাত্রীদের।
advertisement
5/10
বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, টার্মিনাল পরিবর্তন করা হয়েছে,১২৮৪১ শালিমার–চেন্নাই করোমণ্ডল এক্সপ্রেসের। আগে শালিমার থেকে ছাড়ত বিকেল ৩টা ১৫ মিনিটে। নতুন সময়সূচি অনুযায়ী, হাওড়া থেকে ছাড়বে বিকেল ৩টা ১০ মিনিটে।
বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, টার্মিনাল পরিবর্তন করা হয়েছে,১২৮৪১ শালিমার–চেন্নাই করোমণ্ডল এক্সপ্রেসের। আগে শালিমার থেকে ছাড়ত বিকেল ৩টা ১৫ মিনিটে। নতুন সময়সূচি অনুযায়ী, হাওড়া থেকে ছাড়বে বিকেল ৩টা ১০ মিনিটে।
advertisement
6/10
১২৮২১ শালিমার–পুরী ধৌলি এক্সপ্রেস আগে ছাড়ত সকাল ৯টা ১৫ মিনিটে। এখন হাওড়া থেকে ছাড়বে সকাল ৯টা ১০ মিনিটে। একইভাবে ১২৮৪২ চেন্নাই–শালিমার করমণ্ডল এক্সপ্রেস আগে শালিমারে পৌঁছত সকাল ১১টা ০৫ মিনিটে। নতুন করে হাওড়ায় পৌঁছবে সকাল ১১টা ০০ মিনিটে।
১২৮২১ শালিমার–পুরী ধৌলি এক্সপ্রেস আগে ছাড়ত সকাল ৯টা ১৫ মিনিটে। এখন হাওড়া থেকে ছাড়বে সকাল ৯টা ১০ মিনিটে। একইভাবে ১২৮৪২ চেন্নাই–শালিমার করমণ্ডল এক্সপ্রেস আগে শালিমারে পৌঁছত সকাল ১১টা ০৫ মিনিটে। নতুন করে হাওড়ায় পৌঁছবে সকাল ১১টা ০০ মিনিটে।
advertisement
7/10
১২৮২২ পুরী–শালিমার ধৌলি এক্সপ্রেস আগে পৌঁছত সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে। এখন হাওড়ায় পৌঁছবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। এই সব পরিবর্তন কার্যকর হয়েছে ২৫ অগাস্ট, ২০২৫ থেকে।
১২৮২২ পুরী–শালিমার ধৌলি এক্সপ্রেস আগে পৌঁছত সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে। এখন হাওড়ায় পৌঁছবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। এই সব পরিবর্তন কার্যকর হয়েছে ২৫ অগাস্ট, ২০২৫ থেকে।
advertisement
8/10
এছাড়াও নিম্নলিখিত ট্রেনগুলির নম্বর পরিবর্তন করা হয়েছে। নতুন টাইম টেবিলে দুটি ট্রেনের নম্বরও পরিবর্তন করা হয়েছে।১২৮৯১ (বাংরিপোসি–পুরী) → নতুন নম্বর ১৮৪০১ ১২৮৯২ (পুরী–বাংরিপোসি) → নতুন নম্বর ১৮৪০২
এছাড়াও নিম্নলিখিত ট্রেনগুলির নম্বর পরিবর্তন করা হয়েছে। নতুন টাইম টেবিলে দুটি ট্রেনের নম্বরও পরিবর্তন করা হয়েছে।১২৮৯১ (বাংরিপোসি–পুরী) → নতুন নম্বর ১৮৪০১১২৮৯২ (পুরী–বাংরিপোসি) → নতুন নম্বর ১৮৪০২
advertisement
9/10
এই পরিবর্তনগুলি কার্যকর হবে ১ জানুয়ারি, ২০২৬ থেকে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী পরিষেবা উন্নত করা ও পরিচালনাগত সুবিধার জন্যই এই সিদ্ধান্ত।
এই পরিবর্তনগুলি কার্যকর হবে ১ জানুয়ারি, ২০২৬ থেকে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী পরিষেবা উন্নত করা ও পরিচালনাগত সুবিধার জন্যই এই সিদ্ধান্ত।
advertisement
10/10
তবে ট্রেনের নতুন সময়সূচী জেনে ঘর থেকে বেরোবেন। ইতিমধ্যেই দক্ষিণ-পূর্ব রেলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।রঞ্জন চন্দ
তবে ট্রেনের নতুন সময়সূচী জেনে ঘর থেকে বেরোবেন। ইতিমধ্যেই দক্ষিণ-পূর্ব রেলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।রঞ্জন চন্দ
advertisement
advertisement
advertisement