Gig Workers: গিগ কর্মীদের জন্য বড় সুখবর! ৯০ দিন কাজ করলে দিতে হবে সামাজিক সুরক্ষা, নয়া নিয়ম আনছে কেন্দ্র

Last Updated:

Gig Workers: গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের এবার সামাজিক সুবিধার আওতায় আনতে চলেছে কেন্দ্র৷

গিগ কর্মীদের জন্য বড় সুখবর! ৯০ দিন কাজ করলে দিতে হবে সামাজিক সুরক্ষা, নয়া নিয়ম আনছে কেন্দ্র
গিগ কর্মীদের জন্য বড় সুখবর! ৯০ দিন কাজ করলে দিতে হবে সামাজিক সুরক্ষা, নয়া নিয়ম আনছে কেন্দ্র
গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের এবার সামাজিক সুবিধার আওতায় আনতে চলেছে কেন্দ্র৷ সামাজিক নিরাপত্তা কোডের অধীনে নতুন খসড়া বিধি তৈরি করেছে কেন্দ্র সরকার৷ এই নতুন খসড়া বিধি অনুযায়ী, যেসব কর্মীরা অন্তত ৯০ দিন ধরে কোনও প্ল্যাটফর্মের হয়ে কাজ করেছেন, তাদের সামাজিক সুরক্ষা প্রদান করতে হবে৷ এই গিগ কর্মীদের সুরক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে এই নয়া খসড়া রুল৷
খসড়া বিধি অনুযায়ী, যেসব গিগ ও প্ল্যাটফর্ম কর্মী অন্তত ৯০ দিন কাজ করেছেন, তারা সামাজিক নিরাপত্তা সুবিধার জন্য যোগ্য হবেন। একাধিক প্ল্যাটফর্মে সক্রিয় কর্মীদের ক্ষেত্রে এই যোগ্যতার সময়সীমা ১২০ দিন নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। জনমত গ্রহণের জন্য এই খসড়া প্রকাশ করা হয়েছে।
advertisement
advertisement
প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, কোনও কর্মী যেদিন থেকে কোনও প্ল্যাটফর্মের মাধ্যমে আয় শুরু করবেন, সেদিন থেকেই তাকে সেই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত বলে গণ্য করা হবে। সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কোনও কর্মী যদি একই দিনে একাধিক প্ল্যাটফর্মে সক্রিয় থাকেন, তবে প্রতিটি কার্যক্রম আলাদাভাবে এবং সমষ্টিগতভাবে গণনা করা হবে।
উদাহরণস্বরূপ, কোনও কর্মী যদি একদিনে তিনটি প্ল্যাটফর্মে লাইভ থাকেন, তবে সেটিকে তিনটি কর্মদিবস হিসেবে ধরা হবে, প্রতিবেদনে বলা হয়েছে। খসড়া বিধিতে আরও প্রস্তাব করা হয়েছে যে, যেসব কর্মী সরাসরি বা তৃতীয় পক্ষের মাধ্যমে প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত, তাদের সামাজিক নিরাপত্তা সুবিধা প্রদানের উদ্দেশ্যে কর্মচারী হিসেবে গণ্য করা হবে। নতুন শ্রম কোড অনুযায়ী, যোগ্য গিগ কর্মীরা স্বাস্থ্য, জীবন ও দুর্ঘটনা বিমার সুবিধা পাবেন এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে নথিভুক্ত হবেন।
advertisement
প্রসঙ্গত, গিগ কর্মী ও প্ল্যাটফর্ম ইউনিয়নগুলো মজুরি, কাজের পরিবেশ এবং কল্যাণমূলক সুবিধার দাবিতে দেশব্যাপী প্রতিবাদের ডাক দিয়েছিল গত ৩১ ডিসেম্বর৷ গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম সার্ভিস ওয়ার্কার্স ইউনিয়ন (GIPSWU) দাবি করেছে যে, দিল্লি ও মুম্বইয়ের মতো বড় শহর-সহ ২২টি শহর থেকে এক লক্ষেরও বেশি কর্মী ধর্মঘটে অংশ নিয়েছিলেন, যার মধ্যে প্রায় ১৪,০০০ কর্মী শহরের প্রধান কেন্দ্রগুলির সদস্য৷
advertisement
সরকারি হিসাব অনুযায়ী, বর্তমানে ভারতে গিগ কর্মীর সংখ্যা ১ কোটি ২৭ লক্ষের বেশি। সরকারি থিঙ্ক ট্যাঙ্ক নীতি আয়োগের অনুমান অনুযায়ী, ২০২৯–৩০ সালের মধ্যে এই গিগ কর্মীবাহিনী বেড়ে ২ কোটি ৩৫ লক্ষে পৌঁছাতে পারে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gig Workers: গিগ কর্মীদের জন্য বড় সুখবর! ৯০ দিন কাজ করলে দিতে হবে সামাজিক সুরক্ষা, নয়া নিয়ম আনছে কেন্দ্র
Next Article
advertisement
Raihan Vadra Engagement: বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
  • বাগদান হয়ে গেল রাইহান বঢরার৷

  • প্রিয়াঙ্কা এবং রবার্ট বঢরার পুত্র রাইহান৷

  • বান্ধবী আভিভা বেগের সঙ্গে বাগদান সম্পন্ন৷

VIEW MORE
advertisement
advertisement