North 24 Parganas News: দোরগড়ায় চিকিৎসা পেয়ে আহ্লাদে আটখানা বরানগর, লাইন দেখেই বোঝা গেল চাহিদা! ভরসা খুঁজে পেলেন দুঃস্থরা
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
North 24 Parganas News: বরানগরে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রে মানুষের লম্বা লাইন। দোরগড়ায় চিকিৎসা পেয়ে খুশি এলাকার মানুষ।
বরানগর, উত্তর ১২৪ পরগণা, সুবীর দে: বরানগরে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রে মানুষের লম্বা লাইন। দোরগড়ায় চিকিৎসা পেয়ে খুশি এলাকার মানুষ। এমন উদ্যোগের জন্য তাঁরা ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের বিভিন্ন জেলায় অত্যন্ত ও দুর্গম এলাকায় দুঃস্থ মানুষদের চিকিৎসার জন্য চালু হয়েছে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র। জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে প্রতিদিন দুঃস্থ মানুষেরা চিকিৎসার জন্য লম্বা লাইন দিয়ে থাকেন। অেক সময় চিকিৎসা পরিষেবা পেতে গিয়ে চরম হয়রানির শিকারও হতে হয় বলেও অভিযোগ ওঠে।
আরও পড়ুন: টেক্সট-ইমোজির ভিড়ে হারায়নি আবেগ, হাতে লেখা গ্রিটিংস কার্ডে নতুন বছর উদযাপন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে!
advertisement
advertisement
আর সেই সমস্ত মানুষদের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র। বরানগর বিধানসভার অন্তর্গত আরআইসি গেট সংলগ্ন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে এদিন সকাল থেকে চালু হয় ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র। সকাল থেকে প্রচুর মানুষের লম্বা লাইন দেখা গিয়েছে এই স্বাস্থ্যকেন্দ্রের সামনে।
আরও পড়ুন: আদিবাসী সংস্কৃতির টানে পাগল বিদেশিনী, আন্তর্জাতিক পর্যটকদের ভিড় শুশুনিয়ায়! নববর্ষে বিশাল উৎসব
advertisement
নিজের এলাকায় বাড়ির সামনে এই ধরনের ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র হওয়ায় অনায়াসেই চিকিৎসা করাতে পারছেন দুঃস্থ গরিব মানুষেরা। আর এই চিকিৎসা পরিষেবা পাওয়ায় যথেষ্টই খুশি এলাকাবাসী। গরিব মানুষের স্বার্থে এই ধরনের স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন এলাকার মানুষজন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Jan 02, 2026 3:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: দোরগড়ায় চিকিৎসা পেয়ে আহ্লাদে আটখানা বরানগর, লাইন দেখেই বোঝা গেল চাহিদা! ভরসা খুঁজে পেলেন দুঃস্থরা









