Pet Dog Attack: বেঙ্গালুরুতে পোষা কুকুরের আক্রমণে রক্তাক্ত মহিলা, মুখ-ঘাড়ে পড়ল ৫০টির বেশি সেলাই!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Pet Dog Attack: পোষা কুকুরটি অমরেশ রেড্ডির বলে জানা যায়। আহত মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।
বেঙ্গালুরু: বেঙ্গালুরুতে এইচএসআর লেআউটে প্রাতঃভ্রমণে বের হওয়ার সময় পোষা কুকুরের আক্রমণে এক মহিলা গুরুতর আহত হন। আক্রমণে তাঁর মুখ ও ঘাড়ে ৫০টিরও বেশি সেলাই পড়ে এবং তাঁর হাত ও পায়ে অতিরিক্ত আঘাত লাগে।
সোমবার সকাল ৬.৫৪ মিনিটে টিচার্স কলোনি এলাকায় এই ঘটনাটি ঘটে, যখন মহিলাটি তাঁর বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন।
আরও পড়ুন: হরমনপ্রীতের লড়াই ব্যর্থ, প্লে-অফের আশাও ক্ষীণ! মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে প্লে-অফে গুজরাত জায়ান্টস
জানা গিয়েছে, কুকুরটি হঠাৎ তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। হস্তক্ষেপ করার চেষ্টা করা একজন ব্যক্তিকেও কুকুরটি আক্রমণ করে বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: খাওয়াদাওয়ায় নিয়ন্ত্রণ আনলেই পাইলস-এর থেকে রেহাই মেলে, জানুন ডাক্তারের জরুরি টিপস
পোষা কুকুরটি অমরেশ রেড্ডির বলে জানা যায়। আহত মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।
হামলার পর, তাঁর স্বামী এইচএসআর লেআউট থানায় অভিযোগ দায়ের করেন, অভিযোগ করেন যে কুকুরের মালিকের অবহেলার কারণেই এই ঘটনা ঘটেছে। পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 31, 2026 1:53 AM IST











