Low Pressure: ২৪ ঘণ্টা পরেই মোড় ঘুরবে আবহাওয়ার! অতিগভীর নিম্নচাপ এখন কতদূরে? ঝোড়ো হাওয়া, ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা? ‘ওয়েদার রিপোর্ট’ দেখে নিন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
Rainfall and Thunderstorm: ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে। বাকি জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস।
advertisement
অতিগভীর নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর উড়িষ্যাতে অগ্রসর হবে। এর প্রভাবে উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। ২৪ ঘণ্টা পর বৃষ্টিপাত কমবে। উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতে। আগামীকাল বৃষ্টিপাত বাড়বে।
advertisement
advertisement
দক্ষিণবঙ্গে আজ, শুক্রবার শুধুই মেঘলা আকাশ। বীরভূম জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ জেলাতে। ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে। বাকি জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস।
advertisement
advertisement
সোমবার এবং মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি বেশ কিছু জেলাতে। সোমবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টি আরও কমবে কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।
advertisement
advertisement
শনিবার দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তরবঙ্গে। প্রবল বৃষ্টির লাল সর্তকতা আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। এই দুই জেলার কিছু অংশে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে প্রতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা। মালদা ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। সঙ্গে দমকা ঝোড়ো বাতাস থাকবে সব জেলাতেই।
advertisement
advertisement
advertisement
advertisement
