Dasai Parab: দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব? জানুন এই উৎসব পালনের কারণ
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Tanmoy Nandi
Last Updated:
Dasai Parab: আদিবাসীদের কাছে এই ‘দাসাই নাচ’ আদতে ‘যুদ্ধনৃত্য’। কানে কানপাশা, পায়ে আলতা-নূপুর এবং মাথায় ফেট্টি পরে পুরুষেরা এই নাচ দেখান। ফেট্টিতে গোঁজা থাকে পালক। নাচটি দুঃখের হওয়ায় নতুন পোশাক পরে তা পরিবেশন করা যায় না।
শিলদা, ঝাড়গ্রাম, তন্ময় নন্দীঃ গোটা রাজ্য যখন দুর্গাপুজোর আনন্দ-উৎসবে মেতে উঠেছে, সেই সময় জঙ্গলমহলের গ্রামে গ্রামে একেবারেই ভিন্ন আবহ তৈরি হয়। আদিবাসী সম্প্রদায়ের মানুষ এক বিশেষ রীতি পালন করেন। তাঁদের কাছে এই রীতি ‘দাসাই পরব’ নামে একটি বিশেষ উৎসব হিসেবে পরিচিত। আদিবাসী সমাজে শারদীয়ার উৎসবের সময় দুর্গাকে খুঁজে বেড়ানোর পরব চলে। নাচের মাধ্যমে চলে দেবীর খোঁজ। আদিবাসীদের বিশ্বাসে দুর্গা কোনও নারী নয়। তাঁদের দুর্গা হলেন একজন শক্তিশালী, বলবান পুরুষ। শুধু তাই নয়, নানা সাজ, নানা বাজনা বাজিয়ে এই নাচ তাঁদের কাছে আনন্দেরও নয়, দুঃখের। এই নাচে তাঁদের ভগবান ‘হুদুরদুর্গা’কে খুঁজে বেড়ানোই রীতি।
কথিত রয়েছে, আয়নম এবং কাজল নামে দুই নারীকে এই সময় অপহরণ করেছিল আর্যরা। তাঁদের উদ্ধার করতে বেরিয়েছিলেন হুদুরদুর্গা। পথে দুর্যোগ নেমেছিল। তিনি আর ফিরে আসেননি। তাই প্রত্যেক বছর এই সময় তাঁর খোঁজে গ্রামে-গ্রামে ঘোরা হয়। নাচটি দুঃখের হওয়ায় নতুন পোশাক পরে তা পরিবেশন করা যায় না। পুরনো ধুতি-গেঞ্জি কেচে পরতে হয়। আদিবাসীদের রীতি অনুযায়ী, দুর্গা এক জন ‘বলবান পুরুষ’। যাঁকে খুঁজে পাওয়া গেলে আয়নম এবং কাজলকে উদ্ধার করা সম্ভব হবে।
advertisement
আরও পড়ুনঃ পুজো মিটতেই শহরে কার্নিভালের তোড়জোড়! কোন রাস্তা দিয়ে যাবে শোভাযাত্রা, থাকছে কোন চমক? জানুন খুঁটিনাটি
আদিবাসীদের কাছে এই ‘দাসাই নাচ’ আদতে ‘যুদ্ধনৃত্য’। কানে কানপাশা, পায়ে আলতা-নূপুর, এবং মাথায় ফেট্টি পরে পুরুষেরা এই নাচ দেখান। ফেট্টিতে গোঁজা থাকে পালক। এই দিনে গ্রামের বিভিন্ন রাস্তায় ও বাজারে ঢোল, মাদল, করতালের ছন্দে বিশেষ নৃত্য ‘দাসাই নাচ’ শুরু হয়। তাঁদের বিশ্বাস, ছদ্মবেশে লুকিয়ে থাকা ‘হুদুড়দুর্গা’কে খুঁজে বের করতেই এই নাচের আয়োজন। স্থানীয় বাসিন্দারা জানান, বহু শতাব্দীর ঐতিহ্য বহন করছে এই ‘দাসাই পরব’।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তাঁদের কাছে এই পরবের মাহাত্ম্যই আলাদা। সেই মাহাত্ম্য মেনে প্রতিবছর মহাষষ্ঠীর দিন থেকেই এই পরব পালনে মাতোয়ারা হন জঙ্গলমহলের লালগড়, বিনপুর, শিলদা, বেলপাহাড়ি, জামবনি সহ বিভিন্ন এলাকার আদিবাসী মানুষজন। আদিবাসী সমাজের একাংশ মনে করেন, তাঁরা মহিষাসুরের বংশধর। আদিবাসীরা গর্বের সঙ্গে নিজেদের এই আচার-অনুষ্ঠান পালন করেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jhargram,Paschim Medinipur,West Bengal
First Published :
October 03, 2025 5:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dasai Parab: দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব? জানুন এই উৎসব পালনের কারণ
