Bijaya Dashami Rituals: বিজয়া দশমীতে ঐতিহ্যবাহী কাদাখেলায় মেতে ওঠেন এই জেলার বাসিন্দারা

Last Updated:

Bijaya Dashami Rituals: মারামারি নয়! রেগে গিয়ে একে অপরকে কাদা ছোড়াছুড়ি নয়! এটি একটি ভালোবাসার খেলা

+
কাদা

কাদা খেলা

জয়পুর, বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: হঠাৎ করে বাঁকুড়ায় এই জায়গায় এলে মনে হবে বন্যা হয়েছে। কিংবা একদল মানুষ রেগে গিয়ে একে অপরের সঙ্গে ঝগড়া করছেন এবং কাদা ছোড়াছুড়ি করছেন। আদতে কিন্তু সেটা নয়, এটি একটি খেলা। প্রতি বছর পালিত হয় বাঁকুড়ায়। আর কোথাও দেখতে পাবেন না এমন খেলা। অসম্ভব মৌলিক এবং অসম্ভব সুন্দর এই খেলার নেপথ্যে রয়েছে গভীর ইতিহাস।
বিজয়া দশমীতে ঐতিহ্যবাহী কাদা খেলায় অংশ নিলেন জয়পুরের মানুষ। বৈতল-উত্তর বাড় গ্রামে প্রায় ৪০০ বছরের প্রাচীন দুর্গারূপী মা ঝগড়াই ভঞ্জনী দেবীর মন্দির চত্ত্বরে এই কাদাখেলাকে ঘিরে এলাকার নারী-পুরুষ নির্বিশেষে সকলের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেছে।
জনশ্রুতি, বিষ্ণুপুরের মল্লরাজা রঘুনাথ মল্ল বৈতল গ্রামের পথ দিয়ে যুদ্ধে মতান্তরে মামলার কাজে যাওয়ার সময় এক বিশেষ দৈব কারণে মন্দির তৈরির পাশাপাশি বিজয়া দশমীতে মন্দির চত্বরে কাদা খেলার সূচনা করেন। অনেকে মনে করেন এই কাদা খেলায় অংশ নেওয়া অতীব সৌভাগ্যের। ৮ থেকে ৮০ সকলেই এই খেলায় অংশগ্রহণ করে। এই খেলায় অংশগ্রহণ করলে ভাগ্য হয় সুপ্রসন্ন এমনটাই মনে করেন সকলে।
advertisement
advertisement
আরও পড়ুন : সাবেক পরিবারের বনেদিয়ানা! রুপোর পাখার বাতাসে, চামর দুলিয়ে বর্ণময় শোভাযাত্রায় সপরিবারে উমা চলেন নিরঞ্জনে
বাঁকুড়ার আনাচে কানাচে লুকিয়ে রয়েছে বহু মৌলিক উৎসব। বাঁকুড়ার মুড়ি মেলা থেকে শুরু করে, অতিকায় জিলিপি! তবে সবচেয়ে মৌলিক যদি কিছু থেকে থাকে তাহলে বোধহয় এই কাদা ছোড়াছুড়ি খেলা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bijaya Dashami Rituals: বিজয়া দশমীতে ঐতিহ্যবাহী কাদাখেলায় মেতে ওঠেন এই জেলার বাসিন্দারা
Next Article
advertisement
'কোভিড যদি আবার ফেরত না আসে...' চিংড়িহাটা মেট্রো মামলায় মন্তব্য আদালতের, খোলা মনে আলোচনায় বসার পরামর্শ রাজ্যকে
'কোভিড যদি আবার ফেরত না আসে...' চিংড়িহাটা মেট্রো মামলায় মন্তব্য আদালতের
  • কোভিড যদি আবার ফেরত না আসে তাহলে রাস্তায় গাড়ির চাপ কোনওদিনই কমবে না। চিংড়িহাটা মেট্রো প্রকল্প সংক্রান্ত মামলায় এমনটাই মন্তব্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের। একইসঙ্গে রাজ্যকে খোলা মনে আলোচনায় বসার পরামর্শ দিয়েছে আদালত

VIEW MORE
advertisement
advertisement