Traditional Durga Puja: সাবেক পরিবারের বনেদিয়ানা! রুপোর পাখার বাতাসে, চামর দুলিয়ে বর্ণময় শোভাযাত্রায় সপরিবারে উমা চলেন নিরঞ্জনে

Last Updated:

Traditional Durga Puja: বিসর্জনের পর বারুইপুরের আদি গঙ্গার সদাব্রত ঘাট থেকে নীলকণ্ঠ পাখি উড়িয়ে আসছেন বারুইপুরের এই আদি জমিদার রায়চৌধুরীরা।

+
নীলকন্ঠ

নীলকন্ঠ পাখি চলল কৈলাস

বারুইপুর, সুমন সাহা: নীলকণ্ঠ পাখি উড়িয়ে নিরঞ্জন রায়চৌধুরীদের দুর্গা প্রতিমার। নীলকণ্ঠ পাখি কৈলাসে গিয়ে শিবকে বার্তা দেয় যে, দুর্গা শ্বশুরবাড়ি ফিরছে। সরকারী ভাবে নীলকণ্ঠ পাখি ধরা ও দুর্গা ঠাকুর বিসর্জনের পর তা ওড়ানোর উপর নিষেধাজ্ঞা থাকলেও, এটাই প্রধান বিশেষত্ব এই বনেদি বাড়ির পুজোর।
এ বছরও নীলকণ্ঠ বারুইপুর থেকে উড়ে গেল কৈলাস। বার্তাও পৌঁছে দিল। যদিও বন্যপ্রাণ সংরক্ষণ আইনে নীলকণ্ঠ ধরা নিষিদ্ধ। তবুও রীতি মানার দায়িত্ব থেকে বারুইপুরের রায়চৌধুরী পরিবার এ রেওয়াজ বজায় রেখেছে। পরিবারের সদস্য অমিয়কৃষ্ণ রায়চৌধুরীর কথায়, “নীলকণ্ঠ পাখি ওড়ানো আমাদের রীতি। তাই আইনের বেড়াজালের মধ্যে থেকেও তা ছাড়তে হয়।” পঞ্চাশ বাহকের কাঁধে চেপে ঢাক-ঢোল-কাঁসর বাজিয়ে রায়চৌধুরীদের দুর্গার বিসর্জন হল এবছর। ৩০০ বছরেরও বেশি বয়স এ পুজোর। রুপোর চামর, পাখা, ছাতা সহযোগে হয় শোভাযাত্রা।
advertisement
আরও পড়ুন : টাকা গুনে শেষ হবে না! সৌভাগ্যে টইটম্বুর কপালের ঝাঁপি! কোজাগরী পূর্ণিমার লক্ষ্মীপুজোয় সিন্দুকের চাবি এই ৩ রাশির হাতে!
বারুইপুরের সদাব্রত ঘাটে বছরের পর বছর ধরে বিসর্জন হয়ে চলেছে। রাসমাঠে এ পরিবারের দুর্গাদালান। সেখানে বরণ করেন পরিবারের প্রবীণ মহিলারা। সিঁদুরখেলায় মাতেন। এরপর ৫০ বেহারা প্রতিমা কাঁধে তুলে রওনা দেন। এ পরিবারের শক্তি রায়চৌধুরী বলেন, “বারুইপুরের রামনগর থেকে বাহকরা আসছেন বছরের পর বছর। শোভাযাত্রার সম্মুখে দেবী ঘট নিয়ে থাকেন পরিবারের কোনও সদস্য। রুপোর পাখার বাতাস করতে করতে, চামর দুলিয়ে ঘাটে নিয়ে যাওয়া হয় দুর্গাকে। দেখার জন্য প্রচুর মানুষ ভিড় করেন।”
advertisement
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Traditional Durga Puja: সাবেক পরিবারের বনেদিয়ানা! রুপোর পাখার বাতাসে, চামর দুলিয়ে বর্ণময় শোভাযাত্রায় সপরিবারে উমা চলেন নিরঞ্জনে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement