আসছে আপনার পাড়াতেও...? ৮০ হাজার বুথ! আপনার পাড়ায় 'সমাধান ক্যাম্প' কবে, কোথায়? জেনে নিন এই ভাবে!
- Published by:Sanjukta Sarkar
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Amader Para Amader Samadhan Scheme: বুধবার পর্যন্ত পাওয়া সরকারি পরিসংখ্যান বলছে ইতিমধ্যে সারা রাজ্যে ২৫৫৫ ক্যাম্প হয়েছে। ১২ হাজার মানুষ এই সব ক্যাম্পগুলিতে এসেছেন। মানুষের মধ্যে এই নতুন সরকারি প্রকল্পের জনপ্রিয়তা বাড়াতে ও খবর পৌঁছে দিতে এলাকায় এলাকায় ক্যাম্প নিয়ে মাইকিং করার নির্দেশ দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
advertisement
advertisement
advertisement
আমাদের পাড়া আমাদের সমাধান কী?“আমাদের পাড়া আমাদের সমাধান” প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের একটি উদ্যোগ যার মূল উদ্দেশ্য হলো পাড়াভিত্তিক সমস্যার দ্রুত সমাধান করা। এই প্রকল্পের অধীনে বিভিন্ন সরকারি পরিষেবা যেমন – রাস্তাঘাট মেরামত, পানীয় জলের ব্যবস্থা, নিকাশি ব্যবস্থা, এবং অন্যান্য নাগরিক পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। এর জন্য রাজ্যের বিভিন্ন পাড়ায় ক্যাম্প আয়োজন করা হচ্ছে।
advertisement
advertisement
advertisement
সরাসরি লিংক: https://ds.wb.gov.in/APAS_Public/Page/KnowYourCampLocation.aspxআপনার জেলা নির্বাচন করুন: এরপর আপনাকে আপনার জেলা নির্বাচন করতে হবে। উদাহরণস্বরূপ, যদি আপনার জেলা হাওড়া হয়, তবে সেটি নির্বাচন করুন।বিধানসভা কেন্দ্র নির্বাচন করুন: জেলার পর আপনাকে আপনার বিধানসভা কেন্দ্র নির্বাচন করতে হবে।
advertisement
advertisement
advertisement
advertisement