SBI Phishing Fraud Alert: সাবধান, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপর নজর রয়েছে সাইবার অপরাধীদের!

Last Updated:

SBI Phishing Fraud Alert: সাইবার অপরাধীরা এই ভাবে করে থাকে ফিশিং অ্যাটাক-

#নয়াদিল্লি: দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক এসবিআই (SBI) তাদের গ্রাহকদের জন্য ফিশিং ফ্রড অ্যালার্ট (Phishing Fraud Alert) জারি করেছে ৷ অনলাইন ফ্রড থেকে গ্রাহকদের বাঁচানোর জন্য ব্যাঙ্কের তরফে গাইডলাইনস জারি করা হয়েছে ৷ ফিশিংয়ের মাধ্যমে সাইবার অপরাধীরা (Cyber Criminals) গ্রাহকদের ই-মেল, টেক্সট মেসেজ পর্যন্ত পৌঁছে যাচ্ছে এবং এর মাধ্যমে গ্রাহকদের অ্যাকাউন্টে থেকে সমস্ত টাকা হাতিয়ে নিচ্ছে ৷ এর জন্য সাইবার অপরাধীরা একটি ফেক হোয়াটসঅ্যাপের সাহায্য নিচ্ছে ৷
স্টেট ব্যাঙ্কের তরফে গ্রাহকদের সতর্ক করা হয়েছে এরকম কোনও সন্দেহজনক লিঙ্ক, মেসেজে ক্লিক না করার জন্য ৷ এমনকি কোনও হোয়াটসঅ্যাপও করতে মানা করা হয়েছে যদি সেটার উপর ভরসা না হয় ৷ আপনি যদি ফিশিংয়ের কারনে সাইবার ক্রাইমের শিকার হয়ে থাকেন বা এরকম সন্দেহজনক ই-মেল এসে থাকে তাহলে অবশ্যই দেরি না করে report.phishing@sbi.co.in-এ এই বিষয়ে জানান ৷
advertisement
advertisement
সাইবার অপরাধীরা এই ভাবে করে থাকে ফিশিং অ্যাটাক
- ফিশিং অ্যাটাক থেকে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ও অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্ত ডেটা হাতানোর জন্য সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে ৷
- গ্রাহকদের একটি ফেক ই-মেল পাঠানো হয় যেখানে একটি হাইপারলিঙ্ক থাকে ৷ সেটাতে ক্লিক করতে বলা হয় ৷
advertisement
- এই লিঙ্কে ক্লিক করতেই গ্রাহকদের একটি ফেক ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে ৷
- এখানে গ্রাহকদের তাদের ব্যক্তিগত তথ্য যেমন পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আপডেট করতে বলা হয় ৷
- গ্রাহকরা সমস্ত দেওয়ার পর সাবমিট বটনে ক্লিক করতেই Error Page সামনে চলে আসে ৷ এই ভাবে তারে ফিশিংয়ের শিকার হয়ে যায় ৷
advertisement
ফিশিং থেকে বাঁচার উপায় -
  1. ফিশিং থেকে বাঁচার জন্য কোনও অজানা সোর্স থেকে পাওয়া ই-মেলে ক্লিক করবেন না ৷
  2. পপ-আপ উইন্ডোতে আসা পেজে ভুলেও কোনও তথ্য শেয়ার করবেন না ৷
  3. মেসেজে বা ই-মেলে চাওয়া পাসওয়ার্ড ভুলেও দেবেন না ৷
  4. সব সময় অ্যাড্রেস বারে গিয়ে URL টাইপ করে ওয়েবসাইটে লগইন করবেন ৷
  5. ইউজার আইডি ও পাসওয়ার্ড কেবল অথোরাইজ লগ ইন পেজে দেবেন ৷
  6. লগইন পেজের ইউআরএল ‘http:// দিয়ে শুরু হচ্ছে কিনা নিশ্চিত হয়ে নিন ৷
  7. নিয়মিত অ্যান্টিভাইরাস, স্পাইওয়্যার ফিল্টার্স, ই-মেল ফিল্টার্স ও ফায়ারওয়াল প্রোগ্রামের সঙ্গে কম্পিউটারের প্রোটেকশন আপডেট করতে থাকতে হবে ৷
  8. রেগুলার ব্যাঙ্ক, ক্রেডিট ও ডেবিট কার্ডের স্টেটমেন্ট চেক করতে হবে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
SBI Phishing Fraud Alert: সাবধান, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপর নজর রয়েছে সাইবার অপরাধীদের!
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement