#নয়াদিল্লি: দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক এসবিআই (SBI) তাদের গ্রাহকদের জন্য ফিশিং ফ্রড অ্যালার্ট (Phishing Fraud Alert) জারি করেছে ৷ অনলাইন ফ্রড থেকে গ্রাহকদের বাঁচানোর জন্য ব্যাঙ্কের তরফে গাইডলাইনস জারি করা হয়েছে ৷ ফিশিংয়ের মাধ্যমে সাইবার অপরাধীরা (Cyber Criminals) গ্রাহকদের ই-মেল, টেক্সট মেসেজ পর্যন্ত পৌঁছে যাচ্ছে এবং এর মাধ্যমে গ্রাহকদের অ্যাকাউন্টে থেকে সমস্ত টাকা হাতিয়ে নিচ্ছে ৷ এর জন্য সাইবার অপরাধীরা একটি ফেক হোয়াটসঅ্যাপের সাহায্য নিচ্ছে ৷
আরও পড়ুন: বিপদ সঙ্কেত! রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘোষণার পর মুখ থুবড়ে পড়ল শেয়ার বাজার
স্টেট ব্যাঙ্কের তরফে গ্রাহকদের সতর্ক করা হয়েছে এরকম কোনও সন্দেহজনক লিঙ্ক, মেসেজে ক্লিক না করার জন্য ৷ এমনকি কোনও হোয়াটসঅ্যাপও করতে মানা করা হয়েছে যদি সেটার উপর ভরসা না হয় ৷ আপনি যদি ফিশিংয়ের কারনে সাইবার ক্রাইমের শিকার হয়ে থাকেন বা এরকম সন্দেহজনক ই-মেল এসে থাকে তাহলে অবশ্যই দেরি না করে report.phishing@sbi.co.in-এ এই বিষয়ে জানান ৷
আরও পড়ুন: ITR Verification করার জন্য আর মাত্র কয়েকদিন সময় রয়েছে
সাইবার অপরাধীরা এই ভাবে করে থাকে ফিশিং অ্যাটাক
- ফিশিং অ্যাটাক থেকে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ও অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্ত ডেটা হাতানোর জন্য সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে ৷
- গ্রাহকদের একটি ফেক ই-মেল পাঠানো হয় যেখানে একটি হাইপারলিঙ্ক থাকে ৷ সেটাতে ক্লিক করতে বলা হয় ৷
- এই লিঙ্কে ক্লিক করতেই গ্রাহকদের একটি ফেক ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে ৷
- এখানে গ্রাহকদের তাদের ব্যক্তিগত তথ্য যেমন পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আপডেট করতে বলা হয় ৷
- গ্রাহকরা সমস্ত দেওয়ার পর সাবমিট বটনে ক্লিক করতেই Error Page সামনে চলে আসে ৷ এই ভাবে তারে ফিশিংয়ের শিকার হয়ে যায় ৷
আরও পড়ুন: মাত্র ১ লক্ষ টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, আয় করবেন ৮ লক্ষ টাকা!
ফিশিং থেকে বাঁচার উপায় -
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cyber Fraud, Phishing Email