ITR Verification করার জন্য আর মাত্র কয়েকদিন সময় রয়েছে, শীঘ্রই সেরে ফেলুন না হলে পড়তে হবে সমস্যায়
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
আধার ওটিপি-র মাধ্যমে এই ভাবে করতে পারবেন ITR ভেরিফাই-
#নয়াদিল্লি: অর্থবর্ষ ২০২০-২১-এর জন্য আইটিআর ফাইল করে থাকলে এবং তার ভেরিফিকেশন না করে থাকলে শীঘ্রই করে নিন ৷ ভেরিফিকেশন না করলে আপনার আইটিআর রিটার্ন অসম্পূর্ণ মানা হবে ৷ আইটিআর ভেরিফিকেশনের সময়সীমা শেষ হচ্ছে ২৮ ফেব্রুয়ারি ২০২২ ৷ ফলে আপনার সুবিধা অনুযায়ী অনলাইন বা অফলাইনে ভেরিফিকেশন করিয়ে নিন ৷
আয়কর বিভাগের তরফে (Income Tax Department) করদাতাদের অ্যাসেসমেন্ট ইয়ার ২০২০-২১ এর জন্য আইটিআর ভেরিফিকেশন ২৮ ফেব্রুয়ারির মধ্যে করতে বলা হয়েছে ৷ এই বিষয়ে ইনকাম ট্যাক্স বিভাগের তরফে একটি ট্যুইটও করা হয়েছে ৷
advertisement
advertisement
কেন জরুরি ITR ভেরিফিকেশন ?
ভেরিফিকেশন না করালে আপনার আইটিআর অসম্পূর্ণ হিসেবে ধরা হবে ৷ ভেরিফিকেশনের পর আপনার আইটিআর প্রসেস করে আয়কর বিভাগ ৷ ভেরিফিকেশন না করালে আপনার রিফান্ড আটকে যাবে ৷ রিটার্ন ভরার ১২০ দিনের মধ্যে ভেরিফিকেশন করতে হয় ৷ না হলে ধরে নেওয়া হবে আইটিআর ফাইল করা হয়নি ৷ আইটিআর ভেরিফিকেশন অনলাইন এবং অফলাইন দু’ভাবে করা যায় ৷
advertisement
ইনকাম ট্যাক্স রিটার্ন দেওয়ার ৪ মাসের মধ্যে আইটিআর ফাইল করতে হয় ৷ অনলাইনে আধারের মাধ্যমে ভেরিফিকেশন করতে পারবেন ৷ এছাড়া অফলাইন ভেরিফিকেশনের জন্য রিটার্ন দেওয়ার Acknowledgement ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বেঙ্গালুরু পাঠাতে হবে ৷
আধার ওটিপি-র মাধ্যমে এই ভাবে করতে পারবেন ITR ভেরিফাই
১. ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার জন্য প্যানের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে
advertisement
২. ই-ফাইলিং পোর্টালে incometax.gov.in যেতে হবে
৩. ই-ভেরিফাই লিঙ্কে ক্লিক করে ভেরিফাই রিটার্ন ইউজিং আধার ওটিপি অপশন সিলেক্ট করতে হবে
৪. আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে মেসেজ আসবে যার মাধ্যমে ভেরিফিকেশন করতে পারবেন
৫. আয়কর বিভাগের ওয়েবসাইটে এই ওয়ান টাইম পাসওয়ার্ড দিয়ে সাবমিট বটন ক্লিক করতেই আইটিআর ভেরিফাই হয়ে যাবে
Location :
First Published :
February 24, 2022 11:45 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ITR Verification করার জন্য আর মাত্র কয়েকদিন সময় রয়েছে, শীঘ্রই সেরে ফেলুন না হলে পড়তে হবে সমস্যায়