#দিল্লি: ইউক্রেনে সেনা প্রবেশের অনুমতি দিয়েছেন পুতিন (Russia Ukraine Crisis)৷ আরও ঘোরালো হয়ে উঠেছে ইউক্রেনের পরিস্থিতি৷ আপাত দৃষ্টিতে ভারতের সঙ্গে এর কোনও সম্পর্ক না থাকলেও রাশিয়া- ইউক্রেনের এই সঙ্কটের আঁচ লাগতে চলেছে ভারতীয়দের উপরেও৷ কারণ, রাশিয়া- ইউক্রেনের দ্বৈরথের জেরে বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম প্রায় অবধারিত৷
রাশিয়া- ইউক্রেন দ্বন্দ্বের (Russia Ukraine Crisis) জেরে ইতিমধ্যেই অপরিশোধিত তেলের দাম বাড়তে শুরু করেছে৷ ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৯৬.৭ ডলারে পৌঁছে গিয়েছে৷ ২০১৪ সালের পর যা সর্বোচ্চ৷
অপরিশোধিত তেল
রাশিয়া (Russia) বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেলের (Crude Oil) উৎপাদক দেশগুলির অন্যতম৷ ফলে আগামী কয়েদিনে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল পিছু একশো ডলারে পৌঁছে যেতে পারে৷ যার প্রভাব পড়বে গোটা বিশ্বের আর্থিক বৃদ্ধির উপরেও৷
সমীক্ষক সংস্থা জে পি মরগ্যান-এর বিশ্লষণে দাবি করা হয়েছে, অপরিশোধিত তেলের দাম ব্যারেল পিছু দেড়শো ডলারে পৌঁছলে বিশ্বের জিডিপি বৃদ্ধির হার ০.৯ শতাংশে নেমে আসতে পারে৷
দামি হতে পারে গ্যাস, এলপিজি, কেরোসিন
বিশেষজ্ঞদের আরও আশঙ্কা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বাঁধলে সিএনজি, পিএনজি-র মতো বাড়িতে ব্যবহৃত জ্বালানির দামও বাড়তে পারে৷ শুধু তাই নয়, অপরিশোধিত তেলের দাম বাড়লে এলপিজি এবং কেরোসিনে ভর্তুকির পরিমাণও বাড়ানোর প্রয়োজন হতে পারে৷
আরও দাম বাড়তে পারে পেট্রোল ডিজেলের
অতীতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লেই ভারতে পেট্রোল, ডিজেলের দাম চড়চড়িয়ে বেড়েছে৷ ২০২১ সালেই পেট্রোল, ডিজেলের রেকর্ড মূল্যবৃদ্ধির সাক্ষী থেকেছে দেশ৷
আরও পড়ুন: ইউক্রেনে মিলিটারি অপারেশন রাশিয়ার! 'বিরাট যুদ্ধ' শুরু, সতর্কবার্তা বাইডেনেরও
ভারতে মোট জ্বালানি তেলের যা চাহিদা, তার আশি শতাংশই আমদানি করতে হয়৷ ভারত বিদেশ থেকে যা যা আমদানি করে, তার ২৫ শতাংশই তেল৷ ফলে জ্বালানি তেলের দাম বাড়লে রাজকোষে ঘাটতিও বাড়বে৷ বাড়তে পারে গমের দাম
খাদ্যদ্রব্যের দামও বাড়ার আশঙ্কা
বিশেষজ্ঞদের আরও আশঙ্কা, কৃষ্ণ সাগর অঞ্চল থেকে গমের সরবরাহ ব্যাহত হলে খাদ্য দ্রব্যেরও মূল্যবৃদ্ধি ঘটতে পারে৷ রাশিয়া বিশ্বের বৃহত্তম গম রপ্তানিকারী দেশ৷ ইউক্রেন রয়েছে চার নম্বরে৷ গোটা বিশ্বে যে দেশগুলি গম রপ্তানি করে, তার চার ভাগের এক ভাগই করে রাশিয়া এবং ইউক্রেন৷
আরও পড়ুন: 'বড় সঙ্কট'! রাশিয়া পরিস্থিতিতে সব পক্ষকে 'সংযমের' আহ্বান ভারতের!
রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে দাবি করা হয়েছে, করোনা অতিমারির জেরে সরবরাহ ব্যাহত হওয়ায় এমনিতেই গত এক দশকে খাদ্যদ্রব্যের মূল্যে সর্বোচ্চ বৃদ্ধি ঘটেছে৷
দামি হতে পারে ধাতু
এর পাশাপাশি বাড়তে পারে প্যালাডিয়াম বলে গাড়ি নির্মাণ এবং মোবাইল ফোনে ব্যবহৃত একটি ধাতুর দামও৷ গত কয়েক সপ্তাহে প্যালাডিয়ামের দাম অনেকটাই বেড়ে গিয়েছে৷ কারণ রাশিয়া প্যালাডিয়ামের বৃহত্তম রপ্তানিকারী দেশ৷ রাশিয়ার উপরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চাপার আশঙ্কাতেই বেড়ে গিয়েছে প্যালাডিয়ামের দাম৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Russia, Ukraine, Ukraine crisis