Economic survey report: আর্থিক বৃদ্ধির হার দাঁড়াবে ৬.৫ শতাংশ, অর্থনৈতিক সমীক্ষা রিপোর্টে দাবি নির্মলার

Last Updated:

রিপোর্টে দাবি করা হয়েছে, করোনা অতিমারির কারণে বিশ্বের বিভিন্ন দেশ যে অসুবিধাগুলির সম্মুখীন হয়েছে, সেই তুলনায় সুবিধাজনক জায়গায় রয়েছে ভারত৷

নির্মলা সীতারামণ। ফাইল ছবি
নির্মলা সীতারামণ। ফাইল ছবি
নয়াদিল্লি: ২০২৩-২৪ অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার দাঁড়াবে ৬.৫ শতাংশ। বাজেট পেশের আগের দিন সংসদে আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ করতে গিয়ে এমনই দাবি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বর্তমান অর্থবর্ষে যা সাত শতাংশের কাছাকাছি ছিল বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷
এ দিনই আইএমএফ বা আন্তর্জাতিক অর্থ ভান্ডারের প্রকাশিত রিপোর্টেও দাবি করা হয়েছে, আগামী অর্থবর্ষে ভারতের বৃদ্ধির হার থাকতে পারে ৬.১ শতাংশ৷
advertisement
আর্থিক সমীক্ষা রিপোর্টেও জানানো হয়েছে, আন্তর্জাতিক ক্ষেত্রে আইএমএফ, বিশ্বব্যাঙ্ক, এডিবি-র মতো সংস্থা এবং কেন্দ্রীয় রিজার্ভ ব্যাঙ্কের পূর্বাভাসের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই পূর্বাভাস করছে কেন্দ্রীয় সরকার৷ বাস্তবে বৃদ্ধির হার ৬ থেকে ৬.৮ শতাংশের মধ্যেই থাকবে৷ তবে তা নির্ভর করবে গোটা বিশ্বের অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিস্থিতি কী রকম থাকে, তার উপরে৷
advertisement
রিপোর্টে দাবি করা হয়েছে, করোনা অতিমারির কারণে বিশ্বের বিভিন্ন দেশ যে অসুবিধাগুলির সম্মুখীন হয়েছে, সেই তুলনায় সুবিধাজনক জায়গায় রয়েছে ভারত৷ সেই কারণেই দেশের বৃদ্ধির হার ৬ থেকে ৬.৮ শতাংশের মধ্যে থাকতে পারে বলে আশাবাদী কেন্দ্রীয় সরকার৷ এ দিন সংসদে বাজেট অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দাবি করেন, গোটা বিশ্ব ভারতের বাজেটের দিকে তাকিয়ে আছে৷
advertisement
এ দিন আইএমএফ-এর পূর্বাভাসেও দাবি করা হয়েছে, ২০২৩ সালে চিন এবং ভারতের আর্থিক অগ্রগতির উপরেই বিশ্বের অর্থনৈতিক বৃদ্ধির ৫০ শতাংশ নির্ভর করবে৷ ভারতে মুদ্রাস্ফীতির হারও কমবে বলে আইএমএফ রিপোর্টে দাবি করা হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Economic survey report: আর্থিক বৃদ্ধির হার দাঁড়াবে ৬.৫ শতাংশ, অর্থনৈতিক সমীক্ষা রিপোর্টে দাবি নির্মলার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement