Rohit Sharma: ওয়ার্নারের বিশ্বরেকর্ডে ভাগ বসালেন রোহিত, এবার শুধু ভাঙার অপেক্ষা

Last Updated:
Rohit Sharma: প্রায় সাত বছরের বেশি সময় পর বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের জার্সিতে মাঠে নেমেই ইতিহাস গড়লেন রোহিত শর্মা।
1/5
প্রায় সাত বছরের বেশি সময় পর বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের জার্সিতে মাঠে নেমেই ইতিহাস গড়লেন রোহিত শর্মা। বুধবার (২৪ ডিসেম্বর) জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে সিকিমের বিরুদ্ধে এলিট গ্রুপ সি ম্যাচে মাত্র ৬২ বলে শতরান করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। এই ইনিংসের মাধ্যমে তিনি নিজের আগের দ্রুততম শতরানের রেকর্ডও ভেঙে দেন।
প্রায় সাত বছরের বেশি সময় পর বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের জার্সিতে মাঠে নেমেই ইতিহাস গড়লেন রোহিত শর্মা। বুধবার (২৪ ডিসেম্বর) জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে সিকিমের বিরুদ্ধে এলিট গ্রুপ সি ম্যাচে মাত্র ৬২ বলে শতরান করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। এই ইনিংসের মাধ্যমে তিনি নিজের আগের দ্রুততম শতরানের রেকর্ডও ভেঙে দেন।
advertisement
2/5
বিশ্বের এক নম্বর ওয়ানডে ব্যাটার রোহিত শর্মা এদিন মোট ৯৪ বলে ১৫৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তাঁর ব্যাট থেকে আসে ১৮টি চার ও ৯টি ছয়। রোহিতের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করেই মুম্বই সহজে ৮ উইকেটে ম্যাচ জিতে নেয়। এই শতরান শুধুই একটি ম্যাচ জয়ের অবদান নয়, বরং ভারতীয় ক্রিকেটে রোহিতের ধারাবাহিক শ্রেষ্ঠত্বের আরেকটি প্রমাণ।
বিশ্বের এক নম্বর ওয়ানডে ব্যাটার রোহিত শর্মা এদিন মোট ৯৪ বলে ১৫৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তাঁর ব্যাট থেকে আসে ১৮টি চার ও ৯টি ছয়। রোহিতের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করেই মুম্বই সহজে ৮ উইকেটে ম্যাচ জিতে নেয়। এই শতরান শুধুই একটি ম্যাচ জয়ের অবদান নয়, বরং ভারতীয় ক্রিকেটে রোহিতের ধারাবাহিক শ্রেষ্ঠত্বের আরেকটি প্রমাণ।
advertisement
3/5
এই ইনিংসের মাধ্যমে রোহিত শর্মা লিস্ট এ ক্রিকেটে সবচেয়ে বেশি ১৫০-এর বেশি রানের ইনিংস খেলার বিশ্বরেকর্ডে ডেভিড ওয়ার্নারের সঙ্গে যৌথভাবে জায়গা করে নেন। রোহিতের ঝুলিতে এখন লিস্ট এ ক্রিকেটে মোট ৯টি ১৫০+ স্কোর রয়েছে। এর মধ্যে ৮টি এসেছে ভারতের হয়ে ওয়ানডে ক্রিকেটে এবং একটি বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের হয়ে।
এই ইনিংসের মাধ্যমে রোহিত শর্মা লিস্ট এ ক্রিকেটে সবচেয়ে বেশি ১৫০-এর বেশি রানের ইনিংস খেলার বিশ্বরেকর্ডে ডেভিড ওয়ার্নারের সঙ্গে যৌথভাবে জায়গা করে নেন। রোহিতের ঝুলিতে এখন লিস্ট এ ক্রিকেটে মোট ৯টি ১৫০+ স্কোর রয়েছে। এর মধ্যে ৮টি এসেছে ভারতের হয়ে ওয়ানডে ক্রিকেটে এবং একটি বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের হয়ে।
advertisement
4/5
ডেভিড ওয়ার্নার ২০০৭ থেকে ২০২৩ সালের মধ্যে ২১০টি লিস্ট এ ম্যাচ খেলে ৯ বার ১৫০+ রান করেছিলেন। দীর্ঘদিন সেই রেকর্ড অক্ষত থাকলেও এবার রোহিত শর্মা সেই উচ্চতায় পৌঁছে যান। উল্লেখযোগ্যভাবে, রোহিত তাঁর আন্তর্জাতিক কেরিয়ারেই একাধিক ডাবল সেঞ্চুরি করে নিজেকে শীর্ষে নিয়ে গিয়েছেন।
ডেভিড ওয়ার্নার ২০০৭ থেকে ২০২৩ সালের মধ্যে ২১০টি লিস্ট এ ম্যাচ খেলে ৯ বার ১৫০+ রান করেছিলেন। দীর্ঘদিন সেই রেকর্ড অক্ষত থাকলেও এবার রোহিত শর্মা সেই উচ্চতায় পৌঁছে যান। উল্লেখযোগ্যভাবে, রোহিত তাঁর আন্তর্জাতিক কেরিয়ারেই একাধিক ডাবল সেঞ্চুরি করে নিজেকে শীর্ষে নিয়ে গিয়েছেন।
advertisement
5/5
এই শতরানের ফলে আরেকটি কৃতিত্ব অর্জন করেন রোহিত শর্মা। ৩৮ বছর ২৩৮ দিন বয়সে তিনি বিজয় হাজারে ট্রফির ইতিহাসে শতরান করা দ্বিতীয় সর্বোচ্চ বয়সী খেলোয়াড়ে পরিণত হন। অভিজ্ঞতা, ফিটনেস ও ক্লাস—সব মিলিয়ে রোহিত শর্মা আবারও প্রমাণ করলেন, বয়স শুধুই একটি সংখ্যা।
এই শতরানের ফলে আরেকটি কৃতিত্ব অর্জন করেন রোহিত শর্মা। ৩৮ বছর ২৩৮ দিন বয়সে তিনি বিজয় হাজারে ট্রফির ইতিহাসে শতরান করা দ্বিতীয় সর্বোচ্চ বয়সী খেলোয়াড়ে পরিণত হন। অভিজ্ঞতা, ফিটনেস ও ক্লাস—সব মিলিয়ে রোহিত শর্মা আবারও প্রমাণ করলেন, বয়স শুধুই একটি সংখ্যা।
advertisement
advertisement
advertisement