Rohit Sharma: ওয়ার্নারের বিশ্বরেকর্ডে ভাগ বসালেন রোহিত, এবার শুধু ভাঙার অপেক্ষা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Rohit Sharma: প্রায় সাত বছরের বেশি সময় পর বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের জার্সিতে মাঠে নেমেই ইতিহাস গড়লেন রোহিত শর্মা।
প্রায় সাত বছরের বেশি সময় পর বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের জার্সিতে মাঠে নেমেই ইতিহাস গড়লেন রোহিত শর্মা। বুধবার (২৪ ডিসেম্বর) জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে সিকিমের বিরুদ্ধে এলিট গ্রুপ সি ম্যাচে মাত্র ৬২ বলে শতরান করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। এই ইনিংসের মাধ্যমে তিনি নিজের আগের দ্রুততম শতরানের রেকর্ডও ভেঙে দেন।
advertisement
বিশ্বের এক নম্বর ওয়ানডে ব্যাটার রোহিত শর্মা এদিন মোট ৯৪ বলে ১৫৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তাঁর ব্যাট থেকে আসে ১৮টি চার ও ৯টি ছয়। রোহিতের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করেই মুম্বই সহজে ৮ উইকেটে ম্যাচ জিতে নেয়। এই শতরান শুধুই একটি ম্যাচ জয়ের অবদান নয়, বরং ভারতীয় ক্রিকেটে রোহিতের ধারাবাহিক শ্রেষ্ঠত্বের আরেকটি প্রমাণ।
advertisement
এই ইনিংসের মাধ্যমে রোহিত শর্মা লিস্ট এ ক্রিকেটে সবচেয়ে বেশি ১৫০-এর বেশি রানের ইনিংস খেলার বিশ্বরেকর্ডে ডেভিড ওয়ার্নারের সঙ্গে যৌথভাবে জায়গা করে নেন। রোহিতের ঝুলিতে এখন লিস্ট এ ক্রিকেটে মোট ৯টি ১৫০+ স্কোর রয়েছে। এর মধ্যে ৮টি এসেছে ভারতের হয়ে ওয়ানডে ক্রিকেটে এবং একটি বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের হয়ে।
advertisement
advertisement









