South 24 Parganas News: বড়দিনের আলোয় ঝলমল করছে খাড়ির স্বর্গারোহণ গির্জা, সাহেববাড়ি চার্চে সাতদিনের বিশাল উৎসব
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
South 24 Parganas News: দক্ষিণ ২৪ পরগনার বড় খ্রীস্ট উৎসব প্রত্যক্ষ করতে ঘুরে আসুন সাহেববাড়ি। এই গীর্জার মূল আকর্ষণ এর ঘন্টা, যা ইংরেজরা নির্মাণ করেছিলেন।
সাহেববাড়ি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: দক্ষিণ ২৪ পরগনার বড় খ্রীস্ট উৎসব প্রত্যক্ষ করতে ঘুরে আসুন সাহেববাড়ি। ২৫ ডিসেম্বর উপলক্ষ্যে অপরূপ রূপে ইতিমধ্যে সজ্জিত হয়েছে খাড়ি প্যারিসের স্বর্গারোহণ গির্জা। এই গির্জার মূল আকর্ষণ এর ঘন্টা যা ইংরেজরা নির্মাণ করেছিলেন। এক সপ্তাহ ধরে এখানে অনুষ্ঠান চলবে। এই অনুষ্ঠান প্রত্যক্ষ করতে ঘুরে আসুন আপনিও। এই চার্চের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে এই অঞ্চলের ইতিহাস।
ব্রিটিশ আমলে এখানে ছিল জঙ্গল। প্রথম দিকে তারা এখানে এসে পৌঁছয়নি। পরে জঙ্গল কাটা শুরু হলে কিছু ইংরেজ এসে এখানেই বসতি স্থাপন করে। স্থানীয়রা তখন তাদের বলত সাহেব। পরে এলাকার নাম হয়ে যায় সাহেববাড়ি। ইংরেজরা দেশ ছেড়ে চলে যাওয়ার পর তাদের তৈরি এই চার্চ এখনও রয়ে গিয়েছে এলাকায়। এই চার্চ দেখতে দূর দূরান্ত থেকে অনেক পর্যটক আসেন।
advertisement
আরও পড়ুন: বড়দিনে হাজির বাস্তবের সান্তা, সঙ্গে বস্তা বস্তা উপহার! ইট ভাটার শ্রমিকদের মুখে তখন হাসি দেখে কে
বড়দিন উপলক্ষ্যে এখানে এক সপ্তাহ ধরে মেলা হয়। যা দক্ষিণ ২৪ পরগনার মধ্যে বড় খ্রীস্ট মেলা। বড়দিনের দিন প্রায় ৩ থেকে ৪ হাজার মানুষ সেখানে আসেন। এখানে এসে আপনি ঘুরে দেখতে পারেন গির্জা সংলগ্ন বাগান, বড় ঘন্টা সহ আরও অনেক মনোরম জিনিস। রয়েছে একটি বড় পার্ক। যেটি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। এখানে আসতে হলে আপনাকে আসতে হবে শিয়ালদহ দক্ষিণ শাখার মথুরাপুর স্টেশনে। সেখান থেকে বাস অথবা অটোতে করে সাহেববাড়ি।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ট্রেন ভাড়া ২০ টাকা, বাস অথবা অটো ভাড়া আরও ৩০ টাকা। ২৫ শে ডিসেম্বর সমস্ত দিন সকলের জন্য খোলা থাকে এই গির্জা। তবে বছরের অন্যান্য দিন গির্জার আশেপাশে ঘুরতে পারবেন আপনি। এ নিয়ে সাহেববাড়ি গির্জার পৃষ্ঠপোষক খোকন ঘোষ জানান, ইংরেজরা এই গির্জা তৈরি করেছিল। তারপর থেকে প্রতিবছর এখানে অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠান প্রত্যক্ষ করতে ছুটে আসেন হাজার হাজার মানুষ। এবছরও তার ব্যতিক্রম হবেনা বলে মনে করছেন উদ্যোক্তারা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Dec 25, 2025 4:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: বড়দিনের আলোয় ঝলমল করছে খাড়ির স্বর্গারোহণ গির্জা, সাহেববাড়ি চার্চে সাতদিনের বিশাল উৎসব








