Union Budget 2023: কেন্দ্রের প্রশংসা রাষ্ট্রপতির! বললেন, 'ভারতকে নিয়ে বিশ্বের দৃষ্টিভঙ্গি বদলেছে'
- Published by:Suvam Mukherjee
Last Updated:
Union Budget 2023: সংসদের উভয় কক্ষে বাজেটের আগে রীতি মেনে ভাষণ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
নয়া দিল্লি: মঙ্গলবার থেকে শুরু হবে সংসদে বাজেট অধিবেশন। এদিন বাজেটের আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অর্থনৈতিক সমীক্ষা পেশ করবেন। সংসদের উভয় কক্ষে বাজেটের আগে রীতি মেনে ভাষণ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, "মহামারী চলাকালীন মোদি সরকার জনগণের সমস্যা সমাধান করেছে। সমস্ত চ্যালেঞ্জ সত্ত্বেও সরকার আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে কোটি কোটি মানুষকে উন্নত চিকিৎসা পরিষেবা প্রদান করেছে।"
advertisement
বাজেটে ভাষণের সময়ে রাষ্ট্রপতি বলেন, "কেন্দ্রীয় সরকার ছোট কৃষকদের সাহায্য করার জন্য অনেক বড় প্রকল্প চালু করেছে। প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অধীনে এখনও পর্যন্ত প্রায় ২.৫ লক্ষ কোটি টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে জমা হয়েছে। কৃষকদের পাশাপাশি সরকার দলিত ও পিছিয়ে পড়া মানুষের জন্যও অনেক কাজ করছে। প্রথমবারের মতো সরকার বিরসা মুণ্ডার জন্মবার্ষিকী উদযাপন করেছে।"
advertisement
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, "মোদি সরকার উন্নয়নের পথ বেছে নিয়েছে এবং দরিদ্রদের সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ম্যানুফ্যাকচারিং শিল্পকে এগিয়ে নিয়ে ভারতকে বিশ্বের কারখানা বানানোর স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে। আগে খেলনার জন্য চিনের ওপর নির্ভরশীল ছিলাম, এখন আমদানি ৭০ শতাংশ কমেছে। রফতানি বেড়েছে ৬০ শতাংশ।"
দ্রৌপদী মুর্মু জানান, "এই বছর ভারত G20 এর সভাপতিত্ব পেয়েছে। G20 সদস্যদের সঙ্গে মিলে ভারত বিশ্বের সমস্যার সমাধান করার চেষ্টা করেছে।"
advertisement
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, "উত্তর পূর্ব এবং সীমান্ত এলাকা উন্নয়নের অনেক কাজ হয়েছে। উত্তর-পূর্ব এবং জম্মু ও কাশ্মীরের দুর্যোগপূর্ণ পরিস্থিতির পাশাপাশি উন্নয়নের সামনে অশান্তি ও সন্ত্রাসবাদও ছিল একটি বড় চ্যালেঞ্জ। সরকার দীর্ঘস্থায়ী শান্তির জন্য অনেক সফল পদক্ষেপ নিয়েছে।"
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 31, 2023 12:54 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2023: কেন্দ্রের প্রশংসা রাষ্ট্রপতির! বললেন, 'ভারতকে নিয়ে বিশ্বের দৃষ্টিভঙ্গি বদলেছে'