মালদহ: মালদহে ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ল বেসরকারি বাস। দুর্ঘটনায় মৃত ২, আহত অন্তত ৩০। দুর্ঘটনাটি ঘটে গাজোলের পাণ্ডুয়ায়। সরকারি বাসটি মালদহ থেকে গাজোলের দিকে যাচ্ছিল। পান্ডুয়ার কাছে রাস্তায় দাঁড় করানো গাড়িকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায়। আপাতত বাসটিকে নয়নজুলি থেকে তোলার চেষ্টা করা হচ্ছে। আহতদের বাস থেকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যায়, মৃতরা দু'জনই মহিলা।
আহতদের পরিবারের দাবি, আহতরা সরকারি প্রকল্পের উপভোক্তা। মালদহ থেকে তাঁদের নিয়ে যাওয়া হচ্ছিল গাজোলে মুখ্যমন্ত্রীর আগামিকালের সভাস্থলে। কীভাবে সরকারি মঞ্চে উপভোক্তা হিসেবে সরকারি প্রকল্পের সুযোগ গ্রহণ করা হবে, তারই প্রশিক্ষণ হওয়ার কথা ছিল।
মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পৌঁছেছেন ফিরহাদ হাকিম, এডিজি (উত্তরবঙ্গ) অজয় কুমার, ডিআইজি (মালদহ রেঞ্জ০অনুপ জয়সওয়াল, জেলাশাসক, পুলিশ সুপার। এসেছেন তৃণমূল নেতা তথা ইংরেজবাজারের চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, তৃণমূল বিধায়ক নীহাররঞ্জন ঘোষ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Accident