রঙিন মাছ চাষ করে উপকৃত মাছচাষিরা
রঙিন মাছ বলতে সাধারণত চোখের সামনে ভেসে ওঠে আকোরিয়ামের কথা
যেখানে কৃত্রিম উপায়ে করা হয় এই মাছ চাষ, কিন্তু সেই মাছ চাষ এবার করা হচ্ছে খোলা পুকুরে
এরফলে মাছচাষিরা উপকৃত হচ্ছেন
খোলা পুকুরে রঙিন মাছ চাষ করে পথ দেখাচ্ছে আতমা প্রকল্প
এরকমই একটি আতমা প্রকল্পের অধীনে কৃষি পাঠশালার আয়োজন করা হয়েছিল মথুরাপুর ২ নং ব্লকের খাড়িতে
রঙিন মাছ সাধারণত এদেশের মাছ নয়, মাছ গুলিকে বাইরে থেকে আমদানি করতে হয়, সেজন্য এই মাছ চাষ করতে গেলে বিশেষ প্রশিক্ষণ এর দরকার হয়
এই প্রশিক্ষণের অধীনে শেখানো হয় মাছের পরিচর্যার দিকগুলি সঙ্গে হয় মাছের খাবার দেওয়ার পদ্ধতি, মাছের প্রজনন সহ একাধিক বিষয়
বিশেষ করে আ্যকোরিয়ামের বাইরে খোলা পুকরে এই মাছ চাষের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরির উপায়
এই মাছ চাষ করে খুশি মাছচাষিরা,খাড়ির এই কৃষি পাঠশালা আগামী দিনে অন্যান্য কৃষকদের পথ দেখাতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখেনা
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন