INS Arighaat: শক্তি বাড়ল ভারতের..পরীক্ষায় পাশ করল ৩৫০০ কিলোমিটার পাল্লার K-4 মিসাইল! নজরে পরমাণু শক্তিধর INS Arighaat
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
INS Arighaat হল ভারতের তৃতীয় পরমাণু শক্তিধর ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন, যা গত বছর নৌসেনার অন্তর্ভুক্ত হয়৷ এই ডুবজাহাজের মাধ্যমে স্থলের মতো জলের নীচেও সমান শক্তিধর হয়ে উঠতে পারবে ভারত৷
নয়াদিল্লি: আবারও সাফল্য৷ এবার সাবমেরিন থেকে ৩৫০০ কিলোমিটার পাল্লার নতুন ব্যালিস্টিক মিসাইল ছোঁড়ার পরীক্ষায় সফল হল ভারত৷ সূত্রের খবর, বুধবার বঙ্গোপসাগরে এই নতুন INS Arighaat থেকে পরীক্ষামূলক ভাবে ছাড়া হয় K4 সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল(SLBM)৷ গত বছর নভেম্বরে এই একই সাবমেরিন থেকে এই একই মিসাইল পরীক্ষামূলক ভাবে উৎক্ষেপণ করা হয়েছিল৷
INS Arighaat হল ভারতের তৃতীয় পরমাণু শক্তিধর ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন, যা গত বছর নৌসেনার অন্তর্ভুক্ত হয়৷ এই ডুবজাহাজের মাধ্যমে স্থলের মতো জলের নীচেও সমান শক্তিধর হয়ে উঠতে পারবে ভারত৷
অন্যদিকে, পারমাণবিক অস্ত্রের নিরিখে K4 ক্ষেপণাস্ত্র সমুদ্রের নীচে দ্বিতীয় দফা অভিঘাত ক্ষেত্রে ভারতের জন্য গুরুত্বপূর্ণ৷
advertisement
advertisement
এর দীর্ঘ পাল্লা এবং উন্নত ক্ষমতার কারণে, এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দূরপাল্লার প্রতিপক্ষের বিরুদ্ধে ভারতের কৌশলগত অবস্থান উল্লেখযোগ্যভাবে উন্নত করে। গোপন, পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন থেকে মোতায়েনের ক্ষমতা এটিকে উচ্চতর টিকে থাকার ক্ষমতা দেয়, যা SLBM কে দূরপাল্লার পারমাণবিক প্রতিরোধের ভিত্তিপ্রস্তর করে তোলে।
advertisement
K4 ভারতের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের একটি গুরুত্বপূর্ণ শূন্যস্থান পূরণ করে, ৭৫০ কিলোমিটার পাল্লার স্বল্প-পাল্লার K15 সাগরিকা ক্ষেপণাস্ত্র এবং অরিহন্ত-শ্রেণির সাবমেরিনের জন্য বর্তমানে নির্মাণাধীন ভবিষ্যতের দীর্ঘ-পাল্লার SLBM-এর মধ্যে সেতুবন্ধন তৈরি করে।
শত্রুরা স্থলভাগের কোনও পরমাণু অস্ত্র ভাণ্ডারকে টার্গেট করলে এই সাবমেরিন বা মিসাইল সেক্ষেত্রে দ্বিতীয় বিকল্প হিসাবে কাজ করবে৷ তাছাড়া, জলের নীচে পারমাণবিক শক্তিধর সাবমেরিনকে খুঁজে পাওয়ার কঠিন৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
Dec 25, 2025 4:08 PM IST










