Poush Mela 2025: শান্তিনিকেতনের পৌষ মেলা ঘুরতে এসে থাকার জায়গা নিয়ে চিন্তা! একটি উপায়ে সহজেই মিলতে পারে সস্তায় হোটেল, জানুন

Last Updated:

Bolpur Santiniketan Poush Mela 2025: বোলপুর শান্তিনিকেতনের প্রায় ৯০ শতাংশ হোটেল বুকিং হয়ে রয়েছে। আর সেই কারণে বোলপুর শান্তিনিকেতন এসে পর্যটকদের পৌষ মেলা পরিদর্শনের পর বাড়ি ফিরে যেতে হচ্ছে। যদিও যে কয়েকটি হোটেল রয়েছে সেই হোটেলের ভাড়া বছরের অন্যান্য সময়ের থেকে অনেকটাই বেশি।

+
পৌষ

পৌষ মেলা

বীরভূম, সৌভিক রায়: ২৩ ডিসেম্বর থেকে শুরু হয়েছে বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা। যা চলবে চলতি মাসের ২৮ তারিখ পর্যন্ত। আর এর পরিপ্রেক্ষিতে বোলপুর শান্তিনিকেতনের প্রায় ৯০ শতাংশ হোটেল বুকিং হয়ে রয়েছে। আর সেই কারণে বোলপুর শান্তিনিকেতন এসে পর্যটকদের পৌষ মেলা পরিদর্শনের পর বাড়ি ফিরে যেতে হচ্ছে। যদিও যে কয়েকটি হোটেল রয়েছে সেই হোটেলের ভাড়া বছরের অন্যান্য সময়ের থেকে অনেকটাই বেশি। আবার বোলপুর শান্তিনিকেতনের প্রত্যেকটি হোটেল এবং রিসোর্টে কোথাও তিনদিনের আবার কোথাও চারদিনের প্যাকেজ করা হয়েছে। ফলে সমস্যায় পড়ছেন দূর-দূরান্ত থেকে আগত পর্যটকেরা।
প্রত্যেক বছরের মতো এই বছরও ৭ পৌষ অর্থাৎ ২৩ ডিসেম্বর মঙ্গলবার থেকে শুরু হয়েছে কবিগুরুর ঐতিহ্যবাহী পৌষ মেলা। প্রথম দিন থেকে প্রায় লক্ষাধিক পর্যটকদের সমাগম ঘটেছে মেলা চত্বর জুড়ে। প্রায় কয়েক হাজার পুলিশ কর্মী নিয়োগ করা হয়েছে অপ্রীতিকর ঘটনা এড়াতে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ৩০০টির বেশি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। সাদা পোশাকে মোতায়ন করা হয়েছে মহিলা পুলিশ কর্মী। ১০ টির বেশি ওয়াচ টাওয়ারের মাধ্যমে মেলা চত্বরজুড়ে নজরদারি চালানো হচ্ছে। যানজট এড়াতে বিশেষ ট্রাফিক নিয়ম জারি করা হয়েছে।
advertisement
advertisement
আর এই সময় যদি আপনি বোলপুর শান্তিনিকেতন এসে রাত্রিবাস করতে চান তাহলে আপনাকে বোলপুর শান্তিনিকেতন থেকে মাত্র কয়েক কিলোমিটার অর্থাৎ পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরে যেতে হবে। সেখানেই আপনি পেয়ে যাবেন খুব কম বাজেটের মধ্যে রাত্রিবাস করার জন্য বিভিন্ন ছোট বড় হোটেল অথবা রিসোর্ট। আপনি যদি নিজস্ব গাড়ি নিয়ে আসেন তাহলে গাড়ি পার্কিংয়ের অসুবিধা রয়েছে সেই হোটেলেই। যেখানে কোনও প্যাকেজ হিসেবে আপনাদের থাকতে হবে না। আপনি চাইলে একদিনের জন্যও হোটেল বুকিং করতে পারেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কলকাতা, হাওড়া অথবা শিয়ালদহ স্টেশন থেকে আপনি যে কোনও ট্রেন ধরে সোজা পৌঁছে যেতে পারেন বোলপুর শান্তিনিকেতন স্টেশন। স্টেশন থেকে বেরিয়ে বামদিকে যে রাস্তাটি চলে গিয়েছে সেই রাস্তা ধরেই প্রায় কিলোমিটার ছয় এগিয়ে গেলেই রয়েছে কাশীপুর বাইপাস মোড়, যেখানে আপনি কম বাজেটের মধ্যে বিভিন্ন হোটেল অথবা রিসোর্ট পেয়ে যাবেন। এছাড়াও আপনি বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলা পরিদর্শনের পর সেখান থেকে সোজা পৌঁছে যেতে পারেন সাঁইথিয়া রেল স্টেশন। স্টেশনের বাইরে গেলেই আপনি কম বাজেটের মধ্যে বেশ কয়েকটি হোটেল পেয়ে যাবেন। এছাড়াও আপনি চাইলে মেলা পরিদর্শনের পর সেখান থেকে পৌঁছে যেতে পারেন বীরভূমের তারাপীঠ। সেখানেও রাত্রিবাস করার জন্য খুব অল্প টাকায় হোটেল পেয়ে যেতে পারেন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Poush Mela 2025: শান্তিনিকেতনের পৌষ মেলা ঘুরতে এসে থাকার জায়গা নিয়ে চিন্তা! একটি উপায়ে সহজেই মিলতে পারে সস্তায় হোটেল, জানুন
Next Article
advertisement
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ উন্নাও কাণ্ডের নির্যাতিতার
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে উন্নাও নির্যাতিতা
  • উন্নাও ধর্ষণকাণ্ডে কুলদীপ সিং সেনগরের জামিনে দিল্লিতে উত্তেজনা, নির্যাতিতা ও তাঁর মা প্রতিবাদে শামিল হন.

  • নির্যাতিতা প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার চেয়ে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চান.

  • বিক্ষোভে পুলিশ ও সিআরপিএফ নির্যাতিতা ও তাঁর মাকে বাধা দেয়, বৃদ্ধা মাকে ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে.

VIEW MORE
advertisement
advertisement