
একইসঙ্গে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়, লক্ষ্মীরতন শুক্লা তার এনামুরেশন ফর্মে বিধানসভার নম্বর, পার্ট নম্বর এগুলো উল্লেখ করেননি। সেই কারণেই তাকে শুনানি প্রক্রিয়া ডেকে পাঠানো হয়েছে। অর্থাৎ এনামুরেশন ফর্ম পূরণ করতেই তিনি ভুল করেছেন। নির্দিষ্ট জায়গা থাকা সত্ত্বেও তিনি সেই বিষয়গুলি উল্লেখ করেননি। জানাল নির্বাচন কমিশন।





