Nadia Narendra Modi News:আবহাওয়ার কারণে তাহেরপুরে নামতে পারল না মোদির কপ্টার, কী উপায়? বেরোবে অন্য পথ?
- Reported by:Mainak Debnath
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
তাহেরপুরে খারাপ আবহাওয়ায় প্রধানমন্ত্রীর কপ্টার নামতে পারেনি, নরেন্দ্র মোদি আপাতত ভিআইপি লাউঞ্জে, নিরাপত্তা নিয়ে এসপিজি ও রাজ্য সরকারের বৈঠক চলছে।
তাহেরপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: খারাপ আবহাওয়ায় তাহেরপুরে নামতে পারল না প্রধানমন্ত্রীর কপ্টার, সড়কপথে জনসভায় যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে বলেই জানা যাচ্ছে। আপাতত ভিভিআইপি লাউঞ্জে বসে আছেন তিনি। এসপিজি সূত্রে জানা গিয়েছে, ওই সমস্ত নির্দেশিকা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে বৈঠকের পরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। রাজ্যের সঙ্গে সমন্বয় এবং নিরাপত্তা সংক্রান্ত সমস্ত দিক পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর তাহেরপুর সফর চূড়ান্ত করা হবে না বলেই জানা যাচ্ছে।
শনিবার নির্ধারিত সময়ে আকাশপথে তাহেরপুরে পৌঁছানোর কথা থাকলেও কুয়াশা ও প্রতিকূল আবহাওয়ার জেরে হেলিকপ্টার অবতরণ সম্ভব হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তাহেরপুর সফর নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক চলছে। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখছে এসপিজি। প্রধানমন্ত্রীর সফরের ক্ষেত্রে একাধিক নির্দিষ্ট নিরাপত্তা নির্দেশিকা মেনে চলা বাধ্যতামূলক থাকে।
advertisement
advertisement
নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে কপ্টার পুনরায় কলকাতা বিমানবন্দরে ফিরে যায়। আপাতত বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে রয়েছেন প্রধানমন্ত্রী এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। ফলে আপাতত আকাশপথের পরিবর্তে সড়কপথে তাহেরপুরে পৌঁছানোর সম্ভাবনাই বেশি বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র সফর ঘিরে ইতিমধ্যেই তাহেরপুরে জনসভাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। হেলিপ্যাড ও সভাস্থল ঘিরে পুলিশ ও প্রশাসনের তৎপরতা চোখে পড়ার মতো। চপার না নামতে পারলেও জনসভা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে জন্য বিকল্প রুট ও যানবাহনের ব্যবস্থা রাখা হয়েছে।
advertisement
প্রশাসন সূত্রে আরও জানানো হয়েছে, আবহাওয়া অনুকূল না হওয়া পর্যন্ত আকাশপথে যাতায়াত ঝুঁকিপূর্ণ। সেই কারণেই সড়কপথে সফরের প্রস্তুতি জোরদার করা হয়েছে। পরিস্থিতির উপর নজর রেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Nadia,West Bengal
First Published :
Dec 20, 2025 12:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia Narendra Modi News:আবহাওয়ার কারণে তাহেরপুরে নামতে পারল না মোদির কপ্টার, কী উপায়? বেরোবে অন্য পথ?










