Nadia News: শহীদ ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা, আবেগে ভাসলেন ১৯৭১-এর যোদ্ধা দেবেন্দ্রনাথ বিশ্বাস
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Ratnadeep Ray
Last Updated:
নদিয়ার কৃষ্ণগঞ্জে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিজয় দিবস পালন ঘিরে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অবস্থিত সাত জন শহীদ ভারতীয় সেনা জওয়ানের সমাধিস্থলে জাতীয় পতাকা উত্তোলন ও মাল্যদান করে শ্রদ্ধা জানান প্রাক্তন সেনাকর্মী ও এক্স সার্ভিস ম্যান অ্যাসোসিয়েশনের সদস্যরা।
কৃষ্ণগঞ্জ, নদিয়া, মৈনাক দেবনাথ: নদিয়ার কৃষ্ণগঞ্জে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিজয় দিবস পালন ঘিরে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অবস্থিত সাত জন শহীদ ভারতীয় সেনা জওয়ানের সমাধিস্থলে জাতীয় পতাকা উত্তোলন ও মাল্যদান করে শ্রদ্ধা জানান প্রাক্তন সেনাকর্মী ও এক্স সার্ভিস ম্যান অ্যাসোসিয়েশনের সদস্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৯৭১ সালের যুদ্ধে অংশগ্রহণকারী বীর সেনা দেবেন্দ্রনাথ বিশ্বাস (৮২) ও তাঁর স্ত্রী নিভা রানি বিশ্বাস।
স্বামীর বীরত্বের কথা বলতে গিয়ে চোখের কোণে অশ্রু ঝরে পড়ে নিভা রানি বিশ্বাসের। কাঁপা গলায় তিনি বলেন, “আমি গর্বিত, আমার স্বামী পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে এবং ভারতের সম্মান রক্ষা করেছে।” দেবেন্দ্রনাথ বিশ্বাস জানান, তিনি ত্রিপুরা থেকে রাজপুত সৈনিকদের সঙ্গে চট্টগ্রামে পৌঁছে ১৬ দিন পায়ে হেঁটে গোলাবারুদ ও অস্ত্র নিয়ে যুদ্ধ করেছিলেন। পাকিস্তানি সেনাদের পরাস্ত করে বন্দি করে জাহাজে কলকাতায় পাঠানো হয়। বাংলাদেশের স্বাধীনতার জন্য ভারত সরকারের তরফে তিনি আটটি পদক পান।
advertisement
advertisement
এই দিনটি উপলক্ষে কৃষ্ণগঞ্জে দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকা সাত জন শহীদ ভারতীয় সেনার সমাধি নতুন করে চিহ্নিত ও পরিষ্কার করা হয়। অনুষ্ঠানে প্রাক্তন সেনা মধুসূদন বাবু আক্ষেপের সঙ্গে বলেন, রাজনৈতিক কারণে মৃত্যুকে ঘিরে শহীদ দিবস পালন হলেও দেশের জন্য প্রাণ বলিদান দেওয়া সেনাদের অনেক সময় ভুলে যাওয়া হয়।
advertisement
এদিন বিএসএফের আধিকারিক, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থেকে সব রাজনৈতিক বিভেদ ভুলে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। বিজয় দিবসে কৃষ্ণগঞ্জে এই অনুষ্ঠান বীর যোদ্ধা ও শহীদ সেনাদের প্রতি এক অনন্য সম্মান ও দৃষ্টান্ত স্থাপন করল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 19, 2025 8:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: শহীদ ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা, আবেগে ভাসলেন ১৯৭১-এর যোদ্ধা দেবেন্দ্রনাথ বিশ্বাস







